ধুতুরা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যসূত্র
রচনাশৈলী, পরিষ্কারকরণ
১৮ নং লাইন:
|synonyms_ref = <ref>{{cite journal|last1=Safford|first1=William E.|title=Synopsis of the genus Datura|journal=Journal of the Washington Academy of Sciences|date=19 April 1921|volume=11|issue=8|pages=173-189|url=https://www.jstor.org/stable/24532461?seq=1#page_scan_tab_contents|accessdate=28 March 2017}}</ref>
}}
ধুতরা বা ধুতুরা [[বৈজ্ঞানিক নাম]]: ''Dutura metel'', '''Solanaceae''' পরিবারের '''''Datura''''' গোত্রেরগণের এক প্রকারের বিষাক্ত উদ্ভিদ।
 
==বিবরণ==
এরধুতুরা গাছের সমস্ত অংশই বিষাক্ত। এতে আছে বিপজ্জনক মাত্রার Tropane [[Alkaloids]] নামক বিষ। এই গাছের বিষক্রিয়ায় মানুষ বা পশুপাখির মৃত্যু পর্যন্ত হতে পারে। এ কারণে অনেক দেশেই ধুতুরার উৎপাদন, বিপনন ও বহন আইনত নিষিদ্ধ। বাংলাদেশে প্রতি বছর বহু লোক ধুতুরা বিষে আক্রান্ত হয়ে থাকেন। ঝোপ-ঝাড়ে বা রাস্তার ধারে অযত্নে এই গাছ বেড়ে ওঠে।
 
ধুতুরার বীজ থেকে চেতনানাশক পদার্থ তৈরি করা হয়। ভেষজ চিকিৎসায় এর ব্যবহার আছে। চৈনিক ভেষজ চিকিৎসা শাস্ত্রে বর্ণিত পঞ্চাশটি প্রধান উদ্ভিদের একটি এই ধুতুরা।