সন্তোষ কুমার মিত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
২২ নং লাইন:
 
== ছাত্র জীবন ==
১৯০০ সালের ১৫ই আগস্ট মধ্য কলকাতায়, মধ্যবিত্ত পরিবারের সন্তোষ মিত্র জন্মগ্রহণ করেন। তিনি ১৯১৫ সালে কলকাতায় [[হিন্দু স্কুল]] থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং ১৯১৯ সালে [[কলকাতা বিশ্ববিদ্যালয়]] থেকে স্নাতক পাশ করেন। [[প্রেসিডেন্সী কলেজ, কলকাতা|প্রেসিডেন্সী কলেজ]] হতে দর্শন শাস্ত্রে প্রথম শ্রেনীতে অনার্স নিয়ে পাশ করেন। পরে এম.এ. ও আইন পাশ করেন।
 
== স্বাধীনতা আন্দোলনে ==
ছাত্রাবস্থায় রাজনীতিতে আকৃষ্ট হন।হন শ্রী মিত্র। ১৯২১ সালে [[অসহযোগ আন্দোলন|অসহযোগ আন্দোলনে]] যোগ দেওয়ার ফলে কারাদণ্ড হয়। শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হন। ১৯২৩ এ গুপ্ত বিপ্লবী দলের নেতৃবর্গের সংগে সভায় বিপ্লবী কর্মপন্থার ওপর জোর দেন। তারই চেষ্টায় কলকাতায় [[জওহরলাল নেহ্‌রু]]র সভাপতিত্বে সোসালিস্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। চট্টগ্রাম যুববিদ্রোহের সময় গোপনে অস্ত্র সরবরাহ করতেন বিপ্লবীদের। গ্রেপ্তার হলে তাকে হিজলী জেলে পাঠানো হয়।
 
== মৃত্যু ==
৩৩ নং লাইন:
[[File:Santosh kumar mitra martyr 02.jpg|thumb|সন্তোষ কুমার মিত্র র শহিদ স্মৃতি উদ্যান ]]
[[File:Santosh kumar mitra martyr 01.jpg|thumb|সন্তোষ কুমার মিত্রর স্মৃতি ফলক]]
উত্তরমধ্য কলকাতায়[[কলকাতা]]<nowiki/>য় তার নামাঙ্কিত একটি উদ্যান আছে।
 
==তথ্যসূত্র==