উইকিপিডিয়া:সাহসী হোন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tamzid Rafi (আলোচনা | অবদান)
→‎সাহসী হোন: উইকি থেকে উইকিপিডিয়া
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Tamzid Rafi (আলোচনা | অবদান)
→‎কিন্তু সাবধান থাকুন: অপ্রাসঙ্গিক যতি চিহ্ন অপসারণ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৯ নং লাইন:
সেই সাথে, যখন আপনি দেখবেন যে, আলাপ পাতায় কোনো সংঘর্ষ বা বিতর্ক নিয়ে আলোচনা হচ্ছে, তখন কেবলমাত্র “চুপ থেকে পর্যবেক্ষণ করবেন না”, বরং সাহসী হয়ে সেই বিষয়ে, সেখানে আপনার মতামত দিন।
 
===...কিন্তু সাবধান থাকুন===
যদিও আপনার মতো অবদানকারীদের সাহসী হয়ে ওঠা উইকিপিডিয়ার একটি বড়ো সম্পদ। কিন্তু এটাও গুরুত্বপূর্ণ (এবং আশা করা হয়) যে, তাঁরা উইকিপিডিয়ায় থাকা বিষয়বস্তুগুলোর যত্ন নেবেন, এবং ছন্নছাড়াভাবে তাঁদের সম্পাদনা চালিয়ে যাবেন না। হ্যাঁ, আপনি যে পরিবর্তনটি এনেছেন তা বাতিল করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব, এবং কিছুক্ষেত্রে তা করা হয় নির্দয়ভাবে। এটা গুরুত্বপূর্ণ যে, যদি আপনার সম্পাদনা মুছে ফেলা হয়, বা পুর্নসম্পাদনা করা হয়, অনুগ্রহপূর্বক অপমানিত বোধ করবেন না। উল্লেখ্য, কিছু তাৎপর্যপূর্ণ বিষয় আছে, যেগুলো অনেকদিন ধরে থাকবে এবং প্রয়োজন সাপেক্ষে সেগুলো ঠিক করা বা পরিবর্তন করা কষ্টসাধ্য। তাই আপনি যদি কোনো কিছুর ব্যাপারে নিশ্চিত না থাকেন, তবে পরামর্শের জন্য জিজ্ঞাসা করুন।
 
প্রায়ই দেখা যায়, “এটা সঠিক না”—জানাটা, প্রকৃতপক্ষে “ঠিক ''কোনটা'' সঠিক হবে”—তা জানার থেকে সহজ। তাই আমরা দাবি করি না যে, সবাইকেই সাহসী হতে হবে। তবে কোনো নিবন্ধে একটা ভুল থাকলে তা নিয়ে আলাপ পাতায় আলোচনা করা, ভুলটা ঠিক করা ও সঠিকটা পুর্নস্থাপন করার প্রথম পদক্ষেপ। এটা সত্যি, যদি আপনি সাহসী হোন তবে সুনিশ্চিত ভুলগুলো আপনার সঙ্গে সঙ্গেই ঠিক করে ফেলা উচিত, যতো দ্রুত সম্ভব।
 
[[এডমুন্ড স্পেন্সার|এডমুন্ড স্পেন্সারের]] কথা অনুসারে বলা যায়, “সাহসী হও, সাহসী হও, এবং সবখানেই সাহসী হও”, কিন্তু “খুব বেশি সাহসী হবেন না”।