ইতিহাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পরিচ্ছেদ যোগ
উপ-পরিচ্ছেদ যোগ
৪২ নং লাইন:
** [[এশিয়ার ইতিহাস]] হল কয়েকটি উপকূলীয় অঞ্চল, [[পূর্ব এশিয়া]], [[দক্ষিণ এশিয়া]] ও [[মধ্য প্রাচ্য|মধ্য প্রাচ্যের]] সম্মিলিত ইতিহাস।
*** [[পূর্ব এশিয়ার ইতিহাস]] হল পূর্ব এশিয়ার প্রজন্ম থেকে প্রজন্মের ইতিহাস।
*** [[দক্ষিণ এশিয়ার ইতিহাসের রূপরেখা|দক্ষিণ এশিয়ার ইতিহাস]] হল দক্ষিণ এশীয় দেশসমূহের আঞ্চলিক ও বৈদেশিক ক্ষমতার ইতিহাস।
*** [[মধ্য প্রাচ্যেরমধ্যপ্রাচ্যের ইতিহাস]] হল খ্রিস্টপূর্ব ৩,০০০ অব্দে বিকাশ লাভ করা সর্বপ্রাচীন সভ্যতার মেসোপটেমিয়া (ইরাক) থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত চলমান মধ্য প্রাচ্যের ইতিহাস।
*** [[ভারতের ইতিহাস]] উপ-হিমালয় অঞ্চলের প্রজন্ম থেকে প্রজন্মের ইতিহাস।
* [[এন্টার্কটিকার ইতিহাস]] ধারণার বিকাশ ঘটে প্রারম্ভিক পশ্চিমা তত্ত্ব "টেরা অস্ট্রেলিস" নামক বৃহৎ মহাদেশের ধারণা থেকে, এবং ধারণা করা হত তা পৃথিবীর দক্ষিণে অবস্থিত।
* [[নিউজিল্যান্ডের ইতিহাস]] শুরু হয় যখন ৭০০ বছর পূর্বে পলিনেশীয় কর্তৃক আবিষ্কৃত এবং তারা সেখানে বসতি স্থাপন করে।
* [[প্রশান্ত মহাসাগরীয় দ্বীপসমূহের ইতিহাস]] হল [[প্রশান্ত মহাসাগর|প্রশান্ত মহাসাগরের]] দ্বীপসমূহের ইতিহাস।
 
===ধর্মের ইতিহাস===
{{মূল নিবন্ধ|ধর্মের ইতিহাস}}
[[ধর্মের ইতিহাস]] শতাব্দীকাল ধরে ধর্মবহির্ভূত ও ধার্মিক দুই শ্রেণীর ইতিহাসবেত্তাদের কাছে প্রধান বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে, এবং সেমিনারি ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে তা শিখানো হচ্ছে। এই ধরনের ইতিহাস বিষয়ক প্রধান সাময়িকীসমূহ হল চার্চ হিস্ট্রি, দ্য ক্যাথলিক হিস্ট্রিক্যাল রিভিউ, এবং হিস্ট্রি অব রিলিজিওন্স।<ref>{{সাময়িকী উদ্ধৃতি |first=Eric |last=Cochrane |title=What Is Catholic Historiography? |journal=Catholic Historical Review |language=ইংরেজি |volume=61 |issue=2 |year=1975 |pages=169–190 |jstor=25019673 }}</ref> সাধারণত এর বিষয়বস্তু হয়ে থাকে রাজনৈতিক, সাংস্কৃতিক ও শৈল্পিক দিক, এমনকি ধর্মতত্ত্ব ও প্রার্থনার বিধিও। এই বিষয়ের অধীনে পৃথিবীর যে সকল অঞ্চল ও এলাকায় মানুষ বসবাস করেছে, সে সকল অঞ্চল ও এলাকার ধর্ম নিয়ে অধ্যয়ন করা হয়।<ref>{{সাময়িকী উদ্ধৃতি |first=Sofia Boesch |last=Gajano |first2=Tommaso |last2=Caliò |title=Italian Religious Historiography in the 1990s |journal=Journal of Modern Italian Studies |language=ইংরেজি |year=1998 |volume=3 |issue=3 |pages=293–306 |jstor= }}</ref>
 
===সংস্কৃতির ইতিহাস===
{{মূল নিবন্ধ|সংস্কৃতির ইতিহাস}}
[[সংস্কৃতির ইতিহাস]] হল সমাজে শিল্পকলা ও মানুষের চিত্র ও দৃশ্য ধারণার অধ্যয়ন। ১৯৮০ ও ১৯৯০ এর দশকেে এটি [[সামাজিক ইতিহাস|সামাজিক ইতিহাসের]] স্থলাভিষিক্ত হয়। এটি মূলত নৃবিজ্ঞান ও ইতিহাসের সমন্বিত রূপ যেখানে ভাষা, জনপ্রিয় সাংস্কৃতিক প্রথা ও ঐতিহাসিক ঘটনাবলীর সাংস্কৃতিক ব্যাখ্যা প্রদান করে থাকে। এতে অতীতে মানুষের জ্ঞানচর্চা, প্রথা ও শিল্পের নথি ও বর্ণনা পরীক্ষা করা হয়। অতীতে মানুষ কীভাবে তাদের স্মৃতি ধরে রেখেছিল তা সাংস্কৃতিক ইতিহাসের আলোচনার প্রধান বিষয়।<ref>The first World Dictionary of Images: Laurent Gervereau (ed.), "Dictionnaire mondial des images", Paris, Nouveau monde, 2006, 1120p, {{ISBN|978-2-84736-185-8}}. (with 275 specialists from all continents, all specialities, all periods from Prehistory to nowadays) ; Laurent Gervereau, "Images, une histoire mondiale", Paris, Nouveau monde, 2008, 272p., {{ISBN|978-2-84736-362-3}}</ref>
 
===সেনাবাহিনীর ইতিহাস===
{{মূল নিবন্ধ|সেনাবাহিনীর ইতিহাস}}
[[সেনাবাহিনীর ইতিহাস]] হল যুদ্ধবিগ্রহ, যুদ্ধ কৌশল, যুদ্ধ, অস্ত্র ও যুদ্ধের মনস্তত্ত্ব বিষয়ক ধারণা। ১৯৭০ এর দশকের পর থেকে আবির্ভূত হওয়া নব্য সেনাবাহিনীর ইতিহাস সেনাপ্রধানদের চেয়ে সৈন্যদের প্রতি বেশি আলোকপাত করে, বিশেষ করে রণকৌশলের চেয়ে তাদের মনস্তত্ত্ব এবং সমাজ ও সংস্কৃতিতে যুদ্ধ বিগ্রহের বিরূপ প্রভাব নিয়ে আলোচনা করে।<ref name=Pavkovic>{{বই উদ্ধৃতি | last =Pavkovic
| first =Michael | last2 =Morillo | first2 =Stephen | publication-date =31 July 2006 | title =What is Military History? | publication-place =Oxford | publisher =Polity Press | pages =3–4 | isbn =978-0-7456-3390-9 | year =2006 |language=ইংরেজি}}</ref>
 
== ইতিহাসবেত্তা ==