মণীন্দ্রনাথ নায়েক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
জীবনী যোগ হচ্ছে
 
জীবন কাহিণী যুক্ত হচ্ছে
১ নং লাইন:
'''মণীন্দ্রনাথ নায়েক''' একজন বাঙালি বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী।
 
== প্রারম্ভিক জীবন ==
মণীন্দ্রনাথ নায়েক চন্দননগরে মামা রাজেন্দ্রনাথ নন্ডীর বাড়ি জন্মগ্রহন করেন। তিনিই ছিলেন চন্দনগরের প্রথম সায়েন্স স্নাতক। ১৯১৩ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে বি এসসি পাশ করেন। বিপ্লবী সংগঠনের সাথে যোগাযোগ আছে এই সন্দেহে পুলিশ রিপোর্টের ফলে কলকাতার প্রেসিডেন্সী কলেজে এম এসি তে ভর্তি হতে পারেননি।
 
== বিপ্লবী কর্মকান্ড ==
মণীন্দ্রনাথ মানিকতলা বোমা মামলার আগেই নিজে নারকেলের খোলায় বোমা তোইরি করা শিকেছিলেন স্থানীয় ডাক্তার নগেন ঘোশের কাহ থেকে। পরে কলিকাতায় রপিন কলেজের রসায়নের অধ্যাপক সুরেশ চন্দ্র দত্তের কাছে উন্নত মানের বোমা তৈরির কৌশল শেখেন।
 
== সামাজিক কাজ ==