সুশীতল রায়চৌধুরী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতার লিংক যোগ
সম্পাদনা সারাংশ নেই
২৬ নং লাইন:
 
== কমিউনিস্ট পার্টিতে ==
[[দ্বিতীয় বিশ্বযুদ্ধ]]<nowiki/>র শুরুতে আত্মগোপন করে সংগঠন পরিচালনা করতেন। ১৯৪২ এ পার্টির ওপর নিষেধাজ্ঞা উঠলে [[হুগলী জেলা]] কমিটির সদস্য হিসেবে কাজ। সুতাকল শ্রমিকদের সাথে সংগঠন করেছেন। ১৯৪৮ সালে গ্রেপ্তার হন এবং ১৯৫২ সালে মুক্তি। ১৯৫৬ সালে পার্টির দৈনিক 'স্বাধীনতা' পত্রিকার সহ-সম্পাদক নিযুক্ত হয়েছিলেন। তাত্বিক নেতা হিসেবে রাজ্যস্তরে পরিচিতি ছিল। বিভিন্ন পত্রিকায় [[মার্কসবাদ|মার্ক্সীয়]] তত্ত্ব ও দর্শন নিয়ে বহু প্রবন্ধ রচনা করেন। [[ভারত-চীন যুদ্ধ|ভারত-চীন সীমান্ত সংঘর্ষের]] সময় আবার কারারুদ্ধ।কারারুদ্ধ হন তিনি। পার্টি দ্বিধাবিভক্ত হলে [[ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)]] দলে যোগদান। ১৯৬৩ সালে জেল থেকে বেরিয়ে 'দেশহিতৈষী' সাপ্তাহিকের সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য।সদস্য হয়েছিলেন। ১৯৬৪ সালে পূনরায় জেলবন্দী হন। ৭ম পার্টি কংগ্রেসে সংসদীয় রাজনীতির পথ পরিহার বিপ্লবী সংগ্রামের পথ গ্রহনের প্রস্তাব রেখেছিলেন পার্টি নেতৃত্বের কাছে, তা অগ্রাহ্য হয়হয়।<ref name=":0">{{বই উদ্ধৃতি|title=ভারতজ্যোতি রায়চৌধুরী|last=সাতচল্লিশ থেকে সত্তর|first=দ্বিতীয় খন্ড|publisher=মুক্তমন|year=২০১০|isbn=|location=কলকাতা|pages=১৪২,১৭৬,১৮৪}}</ref><ref>{{বই উদ্ধৃতি|title=সংসদ বাঙালি চরিতাভিধান|last=প্রথম খন্ড|first=সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত|publisher=সাহিত্য সংসদ|year=২০০২|isbn=81-85626-65-0|location=কলকাতা|pages=৫৯৮}}</ref>
 
== নকশাল আন্দোলন ==