সিল্যান্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন; "গল্পের মত লেখা" ফলক যোগ
১ নং লাইন:
{{গল্প}}
{{উইকিউপাত্ত স্থানাঙ্ক}}
{{Infobox country
১৪ ⟶ ১৫ নং লাইন:
}}
 
'''সিল্যান্ড''' একটি অণুরাষ্ট্র (ইংরেজি Micronation ''মাইক্রোনেশন'')। এখানকার বাসিন্দারা নিজেদেরকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবী করলেও বিশ্বের কোনও সার্বভৌম রাষ্ট্র একে রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয়নি।
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশটির নাম প্রিন্সিপালিটি অব সিল্যান্ড। সংক্ষেপে এটিকে সিল্যান্ড বলা হয়।
 
== ভৌগোলিক ==
ক্ষুদ্রতম এই তথাকথিত ক্ষুদ্রতম দেশটির মোট আয়তন ৫৫০ স্কয়ার মিটার।বর্গমিটার। ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্রটির অবস্থান। দেশটির একটি রাজধানীও রয়েছে। দেশটির রাজধানীর নাম HM Fort Roughs। এই দেশটি সাগরের উপর ভাসমান অবস্থায় রয়েছে। মাটি থেকে অনেকটা উপরে দুটো বড় বড় স্টিলেরইস্পাতের পাইপের উপর এই দেশটির অবস্থান। এই দেশটিতে কোনো মাটি নেই। পুরোটাই স্টিল।ইস্পাত। এই দেশটিতে যেতে হলে ইংল্যান্ডের উত্তর উপকূল থেকে ১০ কিলোমিটার সাগরের গভীরে যেতে হবে। দেশটিতে একটিমাত্র ঘর চোখে পড়বে এবং সেটিই এই দেশের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের উপর দেশটির পতাকা পতপত করে উড়তে দেখা যাবে।
 
== মুদ্রা ==