মার্কিন যুক্তরাষ্ট্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
একাধিক সংশোধন
Zaheen (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৯১ নং লাইন:
'''মার্কিন যুক্তরাষ্ট্র''' ({{lang-en|United States of America}} ''ইউনাইটেড্ স্টেইট্‌স্ অফ্ আমেরিকা''; সংক্ষেপে '''ইউনাইটেড স্টেটস''' বা '''ইউ. এস.''') [[উত্তর আমেরিকা|উত্তর আমেরিকায়]] অবস্থিত [[মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যসমূহ|পঞ্চাশটি রাজ্য]] ও একটি [[ওয়াশিংটন, ডি.সি.|যুক্তরাষ্ট্রীয় জেলা]] নিয়ে গঠিত এক [[যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র|যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র]]। এই দেশটি '''যুক্তরাষ্ট্র''' নামেও পরিচিত। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত আটচল্লিশটি রাজ্য ও [[ওয়াশিংটন, ডি.সি.|রাজধানী ওয়াশিংটন ডিসি অঞ্চল]]সহ [[মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড|মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডটি]] পশ্চিমে [[প্রশান্ত মহাসাগর|প্রশান্ত]] ও পূর্বে [[আটলান্টিক মহাসাগর]]দ্বয়ের মধ্যস্থলে অবস্থিত; এই অঞ্চলের উত্তর ও দক্ষিণ সীমান্তে অবস্থিত যথাক্রমে [[কানাডা]] ও [[মেক্সিকো]] রাষ্ট্রদ্বয়। [[আলাস্কা]] রাজ্যটি অবস্থিত মহাদেশের উত্তর-পশ্চিমে; এই রাজ্যের পূর্ব সীমান্তে রয়েছে কানাডা ও পশ্চিমে [[বেরিং প্রণালী]] পেরিয়ে রয়েছে [[রাশিয়া]]। [[হাওয়াই]] রাজ্যটি মধ্য-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত একটি [[দ্বীপপুঞ্জ]]। এছাড়াও [[ক্যারিবীয়]] সাগর ও প্রশান্ত মহাসাগরের [[মার্কিন যুক্তরাষ্ট্র-শাসিত অঞ্চল|অনেক অঞ্চল]] মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকারভুক্ত।
 
মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন প্রায় ৯৮.৩ লক্ষ বর্গকিলোমিটার (৩৭.৯ লক্ষ বর্গমাইল)। দেশটির জনসংখ্যা প্রায় ৩০ কোটি ৯০ লক্ষ। সামগ্রিক আয়তনের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। আবার স্থলভূমির আয়তন ও জনসংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ বিশ্বের সর্বাপেক্ষা বৈচিত্র্যমণ্ডিত [[বহুজাতিক সমাজ|বহুজাতিক সমাজব্যবস্থা]]। [[মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন|বহু দেশ থেকে বিভিন্ন জাতির মানুষের অভিবাসনের]] ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আজ একটি [[বহুসংস্কৃতিবাদ|বহুসংস্কৃতিবাদী]] দেশ।<ref name="DD">Adams, J.Q., and Pearlie Strother-Adams (2001). ''Dealing with Diversity''. Chicago: Kendall/Hunt. {{আইএসবিএন|0-7872-8145-X}}.</ref> [[মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি]] বিশ্বের বৃহত্তম জাতীয় অর্থনীতি। ২০০৮ সালে দেশের আনুমানিক [[জিডিপি]] হার ছিল ১৪.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার (নামমাত্র বিশ্ব জিডিপির এক চতুর্থাংশ এবং [[ক্রয় ক্ষমতা সমতা]]য় বিশ্ব জিডিপির এক পঞ্চমাংশ)।<ref name="IMF GDP">{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.imf.org/external/pubs/ft/weo/2008/02/weodata/index.aspx|publisher=International Monetary Fund|title=World Economic Outlook Database|month=October|year=2008|accessdate=2008-10-27}}</ref><ref>The [[European Union]] has a larger collective economy, but is not a single nation.</ref>
 
[[আমেরিকার আদিম অধিবাসী|আমেরিকার আদিম অধিবাসীরা]] সম্ভবত [[নতুন বিশ্বে অভিবাসনের মডেল|এশীয় বংশোদ্ভুত]]। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে এরা কয়েক হাজার বছর ধরে বসবাস করছে। তবে [[মার্কিন যুক্তরাষ্ট্রের নেটিভ আমেরিকান|নেটিভ আমেরিকানদের]] জনসংখ্যা [[আমেরিকায় ইউরোপীয় উপনিবেশ স্থাপন|ইউরোপীয় উপনিবেশ স্থাপনের]] পর থেকে মহামারী ও যুদ্ধবিগ্রহের প্রকোপে ব্যাপক হ্রাস পায়। প্রাথমিক পর্যায়ে [[মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল|আটলান্টিক মহাসাগর তীরস্থ]] উত্তর আমেরিকার [[তেরোটি উপনিবেশ|তেরোটি ব্রিটিশ উপনিবেশ]] নিয়ে গঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ১৭৭৬ সালের ৪ জুলাই এই উপনিবেশগুলি একটি [[মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র|স্বাধীনতার ঘোষণাপত্র]] জারি করে। এই ঘোষণাপত্রের মাধ্যমে উপনিবেশগুলি তাঁদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ঘোষণা করে এবং একটি সমবায় সংঘের প্রতিষ্ঠা করে। [[আমেরিকার স্বাধীনতা যুদ্ধ|আমেরিকার স্বাধীনতা যুদ্ধে]] এই বিদ্রোহী রাজ্যগুলি [[গ্রেট ব্রিটেন রাজ্য|গ্রেট ব্রিটেনকে]] পরাস্ত করে। এই যুদ্ধ ছিল [[ঔপনিবেশিকতার ইতিহাস|ঔপনিবেশিকতার ইতিহাসে]] প্রথম সফল ঔপনিবেশিক স্বাধীনতা যুদ্ধ।<ref>Dull, Jonathan R. (2003). "Diplomacy of the Revolution, to 1783," p. 352, chap. in ''A Companion to the American Revolution'', ed. Jack P. Greene and J. R. Pole. Maiden, Mass.: Blackwell, pp. 352–361. {{আইএসবিএন|1-4051-1674-9}}.</ref> ১৭৮৭ সালের ১৭ সেপ্টেম্বর [[ক্যালিফোর্নিয়া কনভেনশন]] বর্তমান [[মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান|মার্কিন সংবিধানটি]] গ্রহণ করে। পরের বছর এই সংবিধান সাক্ষরিত হলে যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার সহ একক প্রজাতন্ত্রে পরিণত হয়। ১৭৯১ সালে সাক্ষরিত এবং দশটি [[মার্কিন সংবিধান সংশোধনের তালিকা|সংবিধান সংশোধনী]] সম্বলিত [[মার্কিন যুক্তরাষ্ট্রের বিল অফ রাইটস|বিল অফ রাইটস]] একাধিক [[স্বাভাবিক অধিকার|মৌলিক নাগরিক অধিকার ও স্বাধীনতা]] সুনিশ্চিত করে।