রাগবি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বিষয়শ্রেণী সংশোধন
আফতাব বট (আলোচনা | অবদান)
সংশোধন
৩৬ নং লাইন:
রাগবি ইউনিয়ন প্রতিযোগিতা পেশাদার এবং সৌখিন - উভয় পর্যায়েই অনুষ্ঠিত হয়। এতে প্রথম সারির দল হিসেবে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েলস অংশগ্রহণ করে। অন্যদিকে দ্বিতীয় এবং তৃতীয় সারির দলরূপে ব্রাজিল, কানাডা, চিলি, কলম্বিয়া, ফিজি, জর্জিয়া, জাপান, মেক্সিকো, নামিবিয়া, পেরু, পর্তুগাল, রোমানিয়া, সামোয়া, স্পেন, টোঙ্গা, মার্কিন যুক্তরাষ্ট্র, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা এ প্রতিযোগিতায় স্থান পেয়েছে। রাগবি ইউনিয়নকে নিয়ন্ত্রণ করে আয়ারল্যান্ডের ডাবলিনভিত্তিক ইন্টারন্যাশনাল রাগবি বোর্ড।
 
নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েলস, ফিজি, সামোয়া, টোঙ্গা এবং মাদাগাস্কারে রাগবি খেলাকে [[জাতীয় খেলা|জাতীয় খেলার]] মর্যাদা দেয়া হয়েছে।<ref>{{citeসংবাদ newsউদ্ধৃতি|last=Kemp |first=Stuart |url=http://www.reuters.com/article/idUSN2437023820070826 |title=Rugby World Cup gaining wide popularity |agency=Reuters |accessdate=30 May 2011 |date=24 August 2007}}</ref> [[রাগবি সেভেন্‌স]] নামে [[রিও ডি জেনেইরো|রিও ডি জেনেইরোতে]] অনুষ্ঠিত [[২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স]]-এর ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্তির চেষ্টা চালানো হচ্ছে।<ref>{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://www.irb.com/rugbyandtheolympics/news/newsid=2035087.html#olympics+sevens+heaven+rugby |title=International Rugby Board – News |publisher=Irb.com |accessdate=30 May 2011}}</ref> [[২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিক|লন্ডন অলিম্পিকে]] [[প্রদর্শনীমূলক খেলা]] হিসেবে রাগবি সেভেন্‌সের অন্তর্ভুক্তির কথা থাকলেও অন্যান্য অনেক খেলার ন্যায় এটিও বাদ পড়ে যায়।<ref name=SportsDropped>{{Citeসংবাদ newsউদ্ধৃতি |url=http://www.usatoday.com/sports/olympics/2005-07-08-baseball-softball-dropped_x.htm |title=Baseball, softball bumped from Olympics |first=Vicki |last=Michaelis |accessdate=17 August 2008 |date=8 July 2005 |work=USA Today }}</ref>
 
রাগবি লীগও পেশাদার এবং সৌখিন পর্যায়ে অনুষ্ঠিত হয়। [[রাগবি লীগ আন্তর্জাতিক ফেডারেশন]] এর নিয়ন্ত্রণকারী সংস্থার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সৌখিন এবং অর্ধ-পেশাদারী প্রতিযোগিতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, লেবানন, সার্বিয়ায় অনুষ্ঠিত হয়। ইউরোপ এবং অস্ট্রেলেশিয়ায় দুটি প্রধান পেশাদার প্রতিযোগিতা - [[ন্যাশনাল রাগবি লীগ]] এবং [[ইউরোপিয়ান সুপার লীগ]] অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক রাগবি লীগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের জাতীয় রাগবি লীগ দল আধিপত্য বিস্তার করে আছে। এছাড়াও, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও ইউরোপের রাষ্ট্রসমূহের জাতীয় রাগবি লীগ দলগুলো [[প্যাসিফিক কাপ]] এবং [[ইউরোপিয়ান কাপ|ইউরোপিয়ান কাপে]] অংশ নিয়ে থাকে।
৪৩ নং লাইন:
{{মূল নিবন্ধ|রাগবি বিশ্বকাপ}}
[[চিত্র:Webb Ellis Cup.jpg|thumb|250px|[[রাগবি বিশ্বকাপ ট্রফি]] বা [[ওয়েব এলিস কাপ]] নামে পরিচিত]]
বিশ্বের বিভিন্ন দেশের রাগবি ইউনিয়নভূক্ত দলগুলো নিয়ে [[বিশ্বকাপ প্রতিযোগিতা]] অনুষ্ঠিত হয়। প্রতি চার বছর অন্তর এ প্রতিযোগিতা [[রাগবি বিশ্বকাপ]] নামে পরিচিত। [[ইন্টারন্যাশনাল রাগবি বোর্ড]] এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। প্রথম রাগবি প্রতিযোগিতা ১৯৮৭ সালে অনুষ্ঠিত হয়। পরবর্তী রাগবি বিশ্বকাপ ২০১৫ সালে স্বাগতিক দেশ হিসেবে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। এছাড়াও, ২০১৯ সালের রাগবি বিশ্বকাপ প্রতিযোগিতা [[জাপান|জাপানে]] অনুষ্ঠিত হবে।<ref>{{citeসংবাদ newsউদ্ধৃতি|url=http://news.bbc.co.uk/sport1/hi/rugby_union/8170488.stm |title=England will host 2015 World Cup |publisher=BBC |date=2009-07-28 |accessdate=2009-07-28}}</ref> [[নিউজিল্যান্ড জাতীয় রাগবি ইউনিয়ন দল]] ২০১১ সালে এ প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন।
 
রাগবি বিশ্বকাপ প্রতিযোগিতায় বিজয়ী দলকে [[ওয়েব এলিস কাপ ট্রফি]] [[পুরস্কার]] হিসেবে দেয়া হয় যা [[রাগবি বিশ্বকাপ ট্রফি]] নামে পরিচিত। ওয়েব এলিস কাপ ট্রফির নামকরণ করা হয়েছে রাগবি ফুটবলের প্রবর্তক উইলিয়াম ওয়েব এলিসের নামানুসারে।
৬৬ নং লাইন:
 
== বহিঃসংযোগ ==
{{Commonsকমন্স categoryবিষয়শ্রেণী|Rugby|রাগবি}}
* [http://www.life.com/image/first/in-gallery/49661/rugbys-most-unfortunate-faces Rugby's Most Unfortunate Faces]—slideshow by ''[[Life (magazine)|Life]]'' magazine
* [http://www.youtube.com/watch?v=LIPTWNuQpGs The basics of rugby video]