নর্থব্রুক হল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ferdous (আলোচনা | অবদান)
আফতাব বট (আলোচনা | অবদান)
সংশোধন
১ নং লাইন:
[[চিত্র:নর্থব্রুক হল, ২০১৫।.jpg|থাম্ব|250x250পিক্সেল|নর্থব্রুক হল, ঢাকা। ]]
'''নর্থব্রুক হল''' (বর্তমানে স্থানীয়ভাবে '''লালকুঠি''' নামে পরিচিত) [[বাংলাদেশ|বাংলাদেশের]] রাজধানী [[ঢাকা|ঢাকার]] অন্যতম প্রাচীন ও সৌন্দর্যময় স্থাপত্যিক একটি নিদর্শন যা [[বুড়িগঙ্গা নদী|বুড়িগঙ্গা নদীর]] তীরে ওয়াইজ ঘাটে অবস্থিত। ১৮৭৪ সালে ভারতের গভর্নর জেনারেল [[জর্জ ব্যরিং নর্থব্রুক]] ঢাকা সফরে এলে এ সফরকে স্মরণীয় করে রাখার জন্য এই ভবনটি টাউন হল হিসেবে নির্মাণ করা হয়। এখানে একটি নাট্যলয় রয়েছে। তৎকালিন ঢাকার স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা গভর্নর জেনারেল নর্থব্রুকের সম্মানে এই ভবনের নাম দেন নর্থব্রুক হল। ১৯২৬ সালের ৮ ফেব্রুয়ারি এখানে বিশ্বকবি [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথ ঠাকুরকে]] ঢাকা পৌরসভা সংবর্ধনা দেয়।<ref name="dailykalerkantho">[http://www.dailykalerkantho.com/?view=details&feature=yes&type=gold&data=Download&pub_no=234&cat_id=3&menu_id=82&news_type_id=1&index=17&archiev=yes&arch_date=24-07-2010 www.dailykalerkantho.com]</ref> বর্তমানে ভবনটির দায়িত্ব রয়েছে ঢাকা সিটি কর্পোরেশন। জরাজ্বীর্ণ হওয়ায় এটি আর মিলনায়তন হিসেবে বর্তমানে (২০১৬ খ্রিঃ) ব্যবহৃত হচ্ছে না। এ ভবনটি সংলগ্ন সড়কটি [[নর্থব্রুক হল রোড]] নামে পরিচিত। মূল ভবনের পশ্চাৎভাবে একটি গ্রন্থালয় রয়েছে।
 
== ইতিহাস ==
১২ নং লাইন:
== স্থাপত্য ==
[[চিত্র:Northbrook Hall View from Burigonga River.jpg|thumb|220px|বুড়িগঙ্গা থেকে নর্থব্রুক হল, ১৯০৪ খ্রিস্টাব্দ।]]
নর্থব্রুক হল ভবনটি মোঘল নির্মাণশৈলী ও কৌশল অবলম্বনে নানাবিধ সুবিধার কথা বিবেচনা করে বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াইজঘাট এলাকায় এক বিঘা জমির ওপর নির্মাণ করা হয়েছিল।<ref>[http://ittefaq.com.bd/content/2010/08/23/news0238.htm দৈনিক ইত্তেফাক]</ref> চমকা লালে রাঙা এ ভবনের দুই পাশে দুটি করে মোট চারটি সুশোভিত মিনার আছে। অষ্টভুজাকৃতির মিনারগুলো বৈশিষ্ট্যমণ্ডিত ও কারুকার্যখচিত। ভবনের উত্তর দিকে রয়েছে প্রবেশ দরজা। সবগুলো দরজাই অশ্বখুরাকৃতি ও অর্ধ-বৃত্তাকার। মুসলিম ঐতিহ্যের স্মারক হিসেবে এ ভবনের চূড়া বেশ উঁচু। চূড়া থেকে অনেক নিচে নকশামণ্ডিত, অলঙ্কারিক নিচু পাঁচিলের অবস্থান। তখনকার দিনে ভবনটি দক্ষিণ দিক থেকে দেখতে একরকম এবং উত্তর দিক থেকে দেখতে ছিল সম্পূর্ণ অন্যরকম। ফলে নতুন কোনো দর্শনার্থী হঠাৎ ভবনটি দেখে ঠিক বুঝে উঠতে পারতো না। [[বুড়িগঙ্গা নদী|বুড়িগঙ্গা নদীর]] তীর থেকে পরিদৃষ্ট হয় ভবনটির একধাপবিশিষ্ট গায় লাল রঙের বিশাল গম্বুজ, সুউচ্চ চূড়া ও নিচু পাঁচিল। ভবনের বুড়িগঙ্গার পাশের অংশটি দেখতে ছিল অত্যন্ত আকর্ষণীয়। তবে বর্তমানে হলঘরটির দক্ষিণ দিকে নানাবিধ দোকানপাট গড়ে ওঠায় বুড়িগঙ্গা দিয়ে চলার সময় এখন আর ভবনটি দৃষ্টিগোচর হয় না।
 
{{অসম্পূর্ণ}}
২৯ নং লাইন:
 
== বহিঃসংযোগ ==
{{commonscatকমন্স বিষয়শ্রেণী|Northbrook Hall|নর্থব্রুক হল}}
* [http://www.banglapedia.org/httpdocs/HT/N_0118.HTM বাংলাপিডিয়ায় নর্থব্রুক হল]