সীতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
সংশোধন
১ নং লাইন:
{{forজন্য|এই নিবন্ধটি একজন হিন্দুধর্মীয় দেবী সম্পর্কিত; একই বানানের অন্যান্য নিবন্ধের জন্য|সীতা (দ্ব্যর্থতা নিরসন)}}
 
{{Infobox deity<!--Wikipedia:WikiProject Hindu mythology-->
৪২ নং লাইন:
সীতার পিতা ছিলেন রাজা জনক। পৌরাণিক কাহিনী অনুসারে জমি চাষ করার সময় লাঙলের আঘাতে ভূমি বিদীর্ণ করে সীতার জন্ম হয়।
 
অযোধ্যার রাজকুমার [[রাম]] তার ভাই [[লক্ষ্মণ]] কে নিয়ে বিশ্বামিত্র মুনির সাথে উপস্থিত হন মিথিলায়। মিথিলার রাজসভায় [[শিব]] প্রদত্ত ধনুক ভেঙ্গে সীতাকে জয় করেন [[রাম]]।
 
সীতাকে বিবাহের পর, রাম ১৪ বছরের জন্য বনবাসে গমন করলে, চিত্রকূট পর্বতে অবস্থান করেন। সেখানে [[স্বর্ণমৃগ]] রূপী মারীচ ছল করে [[রাম]][[লক্ষ্মণ]]<nowiki/>কে দূরে নিয়ে যান, আর [[রাবণ]] সীতাকে হরণ করে।
 
[[রাম]]<nowiki/>লক্ষ্মণ বানরসেনা ও ভল্লুকসেনার সাহায্যে রাবনবধ ও সীতা উদ্ধার করলেও, প্রজার প্রশ্ন নিরসন করতে অগ্নিপরীক্ষা দিতে বলেন। সীতা অগ্নিপরীক্ষা দিলে স্বয়ং অগ্নিদেব সীতাকে রক্ষা করে। এরপর সীতাকে নিয়ে রাম ফেরেন অযোধ্যায়। সীতা কোশলদেশের সম্রাজ্ঞী হন। রামের ঔরসে সীতার গর্ভসঞ্চার হয়। কিন্তু প্রজাদের মধ্যে সীতাকে নিয়ে বক্রোক্তি শুনে রাম তাকে ত্যাগ করেন। সন্তানসম্ভবা [[সীতা]] আশ্রয় নেন [[বাল্মীকি]] মুনির আশ্রমে। ওখানেই সীতা কুশ ও লব নামে দুই পুত্রসন্তান [[প্রসব]] করেন। পরবর্তীতে লব ও কুশ রামের অশ্বমেধের ঘোড়া আটকে রাখেন। ফলে রামের সাথে যুদ্ধ হয় তাদের। কিন্তু রাম পরাস্ত হন। পরে বাল্মীকির সাহায্যে লব কুশ কোশল দেশে ফেরেন সীতাকে নিয়ে। রাম পুনরায় সীতাকে [[অগ্নিপরীক্ষা (চলচ্চিত্র)|অগ্নিপরীক্ষা]] দিতে বললে অভিমানী ও অপমানিতা সীতা তার মা [[জগদ্ধাত্রী]] ধরিত্রীকে আবাহন করেন। দেবী [[জগদ্ধাত্রী]] সিংহাসনে উপস্থিত হন ও সীতাকে নিয়ে পাতালপ্রবেশ করেন।
 
== আরো দেখুন ==
'https://bn.wikipedia.org/wiki/সীতা' থেকে আনীত