ক্রিকেট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
আফতাব বট (আলোচনা | অবদান)
সংশোধন
৫৫ নং লাইন:
 
== ক্রিকেটের আইন ==
{{see detailsবিস্তারিত|ক্রিকেটের আইন}}
ক্রিকেট খেলায় ৪২টি ''ক্রিকেট আইন'' আছে, যা বিভিন্ন প্রধান ক্রিকেট-খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে প্রণয়ন করেছে [[মেরিলিবোন ক্রিকেট ক্লাব]]। কোন বিশেষ খেলাতে দলগুলো সর্বসম্মতিক্রমে কোন আইন পরিবর্তন বা লঙ্ঘন করতে পারে। অন্যান্য আইনগুলো প্রধান আইনের সম্পূরক এবং বিভিন্ন পরিস্থিতি সামলাতে ব্যবহৃত হয়। এখানে উল্লেখ করা যেতে পারে, সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের খেলায় পুরনো আদল থেকে বেরিয়ে ক্রিকেটকে আরো আকর্ষনীয় করতে ফিল্ডিং দলের ওপর কিছু বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে।
 
=== খেলোয়াড় ও কর্মকর্তা ===
==== খেলোয়াড় ====
{{see detailsবিস্তারিত|ক্রিকেটার}}
একটি দল এগারজন খেলোয়াড় নিয়ে গঠিত হয়। খেলার দক্ষতার উপর নির্ভর করে এদেরকে বিশেষজ্ঞ ''[[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যান]]'' অথবা ''[[বোলিং (ক্রিকেট)|বোলার]]'' হিসেবে শ্রেণীবদ্ধ করা যায়। যে-কোন ভারসাম্যপূর্ণ দলে সাধারণত পাঁচ থেকে ছয় জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান এবং চার থেকে পাঁচ জন বিশেষজ্ঞ বোলার থাকে। প্রতি দলেই একজন বিশেষজ্ঞ ''[[উইকেট-কিপার|উইকেট রক্ষক]]'' থাকে। সাম্প্রতিককালে বিশেষজ্ঞ ''ফিল্ডারের'' ধারণা চালু হয়েছে এবং সমান গুরুত্ব পাচ্ছে। প্রতি দলে একজন ''[[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়ক]]'' থাকেন যিনি মাঠে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন।
 
৬৬ নং লাইন:
 
==== আম্পায়ার ====
{{see detailsবিস্তারিত|আম্পায়ার (ক্রিকেট)}}
প্রতি খেলায় মাঠে দুইজন আম্পায়ার থাকেন যারা খেলা পরিচালনা করেন। একজন আম্পায়ার (ফিল্ড আম্পায়ার) বোলার যে প্রান্ত থেকে বল করেন সেই প্রান্তে [[#খেলার মাঠ|উইকেটের]] পিছনে অবস্থান করেন। মাঠে তিনিই অধিকাংশ সিদ্ধান্ত গ্রহণ করেন। অন্য আম্পায়ার (স্কয়ার লেগ আম্পায়ার) মাঠে [[স্কয়ার লেগ]] অবস্থানে থাকেন, যাতে তিনি ব্যাটসম্যানকে পাশ থেকে দেখতে পারেন এবং তিনি যেসব সিদ্ধান্ত গ্রহণে ফিল্ড আম্পায়ারকে সাহায্য করেন। পেশাদার খেলায় মাঠের বাইরে একজন অতিরিক্ত আম্পায়ার থাকেন যিনি [[তৃতীয় আম্পায়ার|তৃতীয় আম্পায়ার]] বা থার্ড আম্পায়ার নামে পরিচিত। মাঠের আম্পায়ারেরা কোন সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনবোধে তৃতীয় আম্পায়ারের সাহায্য নিতে পারেন যিনি টেলিভিশনে পুণঃপ্রচার দেখে সিদ্ধান্ত নেন। আন্তর্জাতিক খেলাগুলোতে মাঠের বাইরে একজন [[ম্যাচ রেফারি (ক্রিকেট)|ম্যাচ রেফারি]] থাকেন, যিনি খেলাটি ক্রিকেটের আইনানুযায়ী হচ্ছে কি-না তা পর্যবেক্ষণ করেন।
 
==== স্কোরার ====
{{see detailsবিস্তারিত|স্কোরার}}
সাধারণত প্রতিটি দল একজন করে দুইজন স্কোরার নিয়োগ করে থাকে। ক্রিকেটের আইন অনুসারে অফিসিয়াল স্কোরার কত রান হয়েছে, কত উইকেট পড়েছে, এবং কত ওভার খেলা হয়েছে তা লিপিবদ্ধ করে রাখে। তারা আম্পায়ারের সংকেত দেখে এবং খেলার বিরতিতে আম্পায়ারের সাথে স্কোর মিলিয়ে দেখে তা ঠিক আছে কিনা। বাস্তবে স্কোরাররা আরো অনেক ব্যাপার লিপিবদ্ধ করে, যেমনঃ বোলারের বোলিং পরিসংখ্যান, কোন দল কি হারে বোলিং করেছে এবং দলগুলোর বিভিন্ন গড় ও পরিসংখ্যান ইত্যাদি। আন্তর্জাতিক ও জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় গণমাধ্যমকে বিভিন্ন রেকর্ড ও পরিসংখ্যান জানতে হয়, তাই ধারাভাষ্যকার, সাংবাদিক ও সম্প্রচারের জন্য বিভিন্ন সময়ে আনঅফিসিয়াল স্কোরার রাখা হয়। অফিসিয়াল স্কোরাররা মাঝে মাঝে ভুল করে, তবে আম্পায়ারের ভুলের সাথে এটির তফাৎ হলো ঘটনার পর এটিকে সংশোধন করা যায়। [[চিত্র:MCG stadium.jpg|right|thumb|150px|১৯৯২ সালের [[ক্রিকেট বিশ্বকাপ]] চলাকালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড]]
 
=== খেলার মাঠ ===
{{see detailsবিস্তারিত|ক্রিকেট মাঠ }}
ক্রিকেট মাঠ একটি বিশাল বিশাল [[বৃত্ত|বৃত্তাকার]] অথবা [[ডিম্ব|ডিম্বাকার]] ঘাসবহুল জমিনের উপর নির্মিত হয়। যদিও মাঠের আকারের বেলায় সুনির্দিষ্ট কোন নিয়ম নেই তবে এটির [[ব্যাস]] সাধারণত ৪৫০ [[ফুট]] (১৩৭ মি) থেকে ৫০০ ফুট (১৫০ মি) এর মধ্যে হয়ে থাকে। অধিকাংশ মাঠেই দড়ি দিয়ে মাঠের পরিসীমা ঘেরা দেয়া থাকে যা ''[[সীমানা (ক্রিকেট)|সীমানা]]'' নামে পরিচিত।
==== পিচ ====
{{see detailsবিস্তারিত|ক্রিকেট পিচ }}
[[চিত্র:Cricket - Stumps.png|right|thumb|150px|একটি উইকেট তিনটি মাটিতে পোতা স্ট্যাম্পের সমন্বয়ে গঠিত। স্ট্যাম্পের উপরে দুইটি বেইল থাকে]]
[[চিত্র:Cricket - Wickets.png|150px|বোলারের প্রান্ত থেকে ক্রিকেট পিচের দৃশ্য]][[চিত্র:Cricket pitch (bn).svg|450px|ক্রিকেট পিচের মাপজোখ]]<br />
১১৩ নং লাইন:
==== অধিনায়ক ====
==== রানার ====
{{see detailsবিস্তারিত|রানার (ক্রিকেট)|রানার}}
যদি কোন ব্যাটসম্যান ব্যাট করার জন্য সক্ষম কিন্তু দৌড়াতে অসমর্থ হয় তবে আম্পায়ার ও ফিল্ডিং দলের অধিনায়ক ব্যাটিং দলের আরেক খেলোয়াড়কে অসমর্থ খেলোয়াড়ের রানার হিসেবে মাঠে নামার অনুমতি দেন। সম্ভব হলে রানারকে অবশ্যই আগে ব্যাট করে আউট হয়েছে এমন হতে হয়। রানারের একমাত্র কাজ উইকেটের মাঝে দুর্বল খেলোয়াড়ের বদলে দৌড়ানো। রানারকে অবশ্যই যে ব্যাটসম্যানের হয়ে মাঠে নেমেছে, সেই ব্যাটসম্যানের ব্যবহৃত সকল উপকরন ধারণ করতে হয়।
==== বদলী খেলোয়াড় ====
১৬২ নং লাইন:
== বহিঃসংযোগ ==
{{প্রবেশদ্বার|ক্রিকেট}}(o
{{Commonscatকমন্স বিষয়শ্রেণী|Cricket|ক্রিকেট}}
<!-- ATTENTION! DO NOT ADD LINKS WITHOUT DISCUSSION ON THE TALK PAGE. THEY WILL BE REMOVED. -->
* [http://www.dangermouse.net/cricket/ Explanation of Cricket]