লিওনেল টেনিসন, তৃতীয় ব্যারন টেনিসন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
+ 13টি বিষয়শ্রেণী হটক্যাটের মাধ্যমে
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
১ নং লাইন:
'''লিওনেল হালাম টেনিসন, তৃতীয় ব্যারন টেনিসন''' ([[জন্ম]]: [[৭ নভেম্বর]], [[১৮৮৯]] - [[মৃত্যু]]: [[৬ জুন]], [[১৯৫১]]) লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যানের দায়িত্ব পালন করতেন। পাশাপাশি দলে প্রয়োজনে ডানহাতে ফাস্ট বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন '''লিওনেল টেনিসন'''। এছাড়াও, হ্যাম্পশায়ার ও ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি।
 
== প্রারম্ভিক জীবন ==
বিখ্যাত কবি [[আলফ্রেড, লর্ড টেনিসন|আলফ্রেড লর্ড টেনিসনের]] নাতি ছিলেন লিওনেল টেনিসন। ১৯২৮ সালে পিতার কাছ থেকে পদবীধারী হন। এরপূর্বে সম্মানীয় লিওনেল টেনিসন নামে পরিচিত ছিলেন তিনি। তাঁর কাকার নামও তাঁর নামের।<ref>{{acad|id=TNY873L|name=Tennyson, Lionel}}</ref>
 
এটন কলেজে অধ্যয়নকালীন তিনি ফাস্ট বোলার হিসেবে খেলতেন। নিয়মিতভাবে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলার জন্য ১৯১৩ সালে হ্যাম্পশায়ার ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হন। সেখানে তিনি খুব কমই বোলিং করতেন। [[প্রথম বিশ্বযুদ্ধ]] চলাকালে রাইফেল ব্রিগেডে কাজ করেন ও ফ্রান্সে নিযুক্ত হন। দুইবার তাঁকে ফেরৎ পাঠানো হয় ও তিনবার আহত হন তিনি।
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা|2}}
 
{{English Test cricket captains}}