উইকিপিডিয়া:উইকিমিডিয়া আন্দোলনের কৌশল নির্ধারণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২৬ নং লাইন:
 
উইকিপিডিয়ায় আমাদের সমস্ত উপস্থাপনাই সময়ের তালে তাল মিলিয়ে তৈরি করতে হবে। সারা বিশ্বে অবস্থানরত বাংলা ভাষাভাষী মানুষের বোধগম্যের কথা মাথায় রেখেই যথাসম্ভব ভাষার সরলীকরণ করা দরকার। আবার একথাও ঠিক যে, প্রত্যেক বাঙালিরই একটা একান্ত নিজস্ব ভাবপ্রকাশ অথবা বোঝার চৌহদ্দি থাকে। যেমন আমি পশ্চিমবঙ্গে থাকি। আমার বাংলা ধ্যান-জ্ঞান সবই আঞ্চলিকভাবে নিবদ্ধ। আমার লেখা বাংলা বানানও কঠোরভাবে পশ্চিমবঙ্গ বাংলা অাকাদেমির বানানবিধি অনুযায়ী রচিত। স্থানীয় প্রকাশনায় শিশুপাঠ্য পুস্তক রচনার সঙ্গে জড়িত থাকায় সব ভাবনা-ই সেভাবে কাজ করে। আমাদের মধ্যে আলাপ-আলোচনার ব্যবস্থা থাকাটা খুবই জরুরি বলে মনে করি। ধন্যবাদসহ, sumasa। ০৬ ১০ ২০১৭।
 
== পাঠকের চাহিদা অনুসারে উন্নতকরণ ==
 
# নির্দিষ্ট তথ্য ও প্রাঞ্জল ভাষায় নিবন্ধ লিখতে হবে। বাংলা ভাষাভাষীদের বাস যেসকল অঞ্চলে, সেসকল অঞ্চলের তথ্য নিবন্ধসমূহে যুক্ত করা একান্তই প্রয়োজন। উদাহরণ হিসেবে বলা যায়, [[নারীবাদ]] নিবন্ধে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের যেসব অঞ্চলে বাংলা প্রচলিত, সেসকল অঞ্চলের নারীবাদ নিয়ে আলাদাভাবে কিছু উল্লেখ করা নেই। এছাড়াও প্রতিটি নিবন্ধের নিচে "আরোও পড়ুন" অংশে সংশ্লিষ্ট বিষয় সংক্রান্ত নিবন্ধের তালিকা জুড়ে দেয়া যায়।
# সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা উইকিতে থাকা তথ্য ছড়িয়ে দেয়ার ব্যবস্থা আরো সহজ করা। সম্পূর্ণ নিবন্ধ না হয়ে নির্দিষ্ট অংশ তথ্যসূত্রসহ শেয়ার করা সুবিধা যোগ করা যেতে পারে। কোন নিবন্ধ বা কোন নির্দিষ্ট অংশ কতবার শেয়ার হল সেটা দেখানোর ব্যবস্থা করেও মানুষকে তথ্য শেয়ারে উদ্বুদ্ধ করা যায়। [[ব্যবহারকারী:S Shamima Nasrin|S Shamima Nasrin]] ([[ব্যবহারকারী আলাপ:S Shamima Nasrin|আলাপ]]) ২০:০৯, ২০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)