পাকিস্তানের প্রশাসনিক অঞ্চল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
১৮ নং লাইন:
== ইতিহাস ==
{{মূল|পাকিস্তানের প্রাক্তন প্রশাসনিক এককসমূহ}}
২০১০ সালের হিসাবে পাকিস্তানের প্রশাসনিক একক [[ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি ও প্রদেশসমূহ|ব্রিটিশ ভারত]] থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত প্রশাসনিক এককসমূহ থেকে প্রাপ্ত। ১৯৪৭ সালে [[পাকিস্তান আন্দোলন|স্বাধীনতার]] পর থেকে ১৯৭১ সাল পর্যন্ত, [[পাকিস্তান]]কে ১৬০০ কিলোমিটার দূরত্বের ভারতীয় অংশ দ্বারা দুইটি প্রান্তে পৃথক ছিল। পূর্বাঞ্চলীয় প্রান্ত [[পূর্ব বাংলা]]র একক প্রদেশে গঠিত ছিল, যেটিতে তৎকালীন [[ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি ও প্রদেশসমূহ|ব্রিটিশ রাজ প্রদেশের]] [[আসাম]] রাজ্যের [[সিলেট জেলা]]কে অন্তর্ভুক্ত করা হয়। পশ্চিমাঞ্চলীয় প্রান্ত তিনটি পূর্ণ প্রদেশ ([[খাইবার পাখতুনখাওয়াপাখতুনখোয়া]], [[পাঞ্জাব, পাকিস্তান|পশ্চিম পাঞ্জাব]] এবং [[সিন্ধ প্রদেশ|সিন্ধ]]), একটি প্রধান কমিশনারের প্রদেশ ([[বেলুচিস্তান (পাকিস্তান)|বেলুচিস্তান]]), ১৩টি [[দেশীয় রাজ্য]] এবং [[কাশ্মীর|কাশ্মীরের]] অংশ দ্বারা গঠিত ছিল।
 
১৯৪৮ সালে [[করাচী]]র আশপাশের অঞ্চলকে সিন্ধ প্রদেশ থেকে [[ফেডারেল রাজধানী এলাকা]]য় পৃথক করা হয়। ১৯৫০ সালে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশকে [[অ্যাম্ব]] এবং [[ফুলরা]] নামে দুইটি ছোট দেশীয় রাজ্য অন্তর্ভুক্ত করে সম্প্রসারিত করা হয় এবং পশ্চিম পাঞ্জাব প্রদেশকে [[পাঞ্জাব, পাকিস্তান|পাঞ্জাব]] নামে পরিবর্তন করা হয়। ১৯৫২ সালে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের ৪টি দেশীয় রাজ্যকে নিয়ে [[বেলুচিস্তান (পাকিস্তান)|বেলুচিস্তান রাজ্য ইউনিয়ন]] গঠন করা হয়।
২৪ নং লাইন:
১৯৫৫ সালে [[ইস্কান্দার মির্জা]] [[এক ইউনিট ব্যবস্থা]] নীতি জারি করেন<ref>History and Culture of Pakistan</ref>, যার ফলে পশ্চিমাঞ্চলীয় প্রদেশের সমস্ত প্রদেশ ও দেশীয় রাজ্যকে [[পশ্চিম পাকিস্তান]] নামে একটি নতুন প্রদেশে যুক্ত করা হয়, যার প্রাদেশিক রাজধানী হয় [[লাহোর]]। একই সাথে, পূর্ব বাংলার নাম পরিবর্তন করে [[পূর্ব পাকিস্তান]] করা হয়, যার প্রাদেশিক রাজধানী হয় [[ঢাকা]]। ১৯৬০ সারে ফেডারেল রাজধানী করাচী থেকে [[রাওয়ালপিন্ডি]]তে স্থানান্তর করা হয়, এবং পরবর্তীতে ১৯৬৬ সালে [[ইসলামাবাদ|ইসলামাবাদে]] সরিয়ে নেয়া হয়। ১৯৬১ সালে ফেডারেল রাজধানী এলাকা পশ্চিম পাকিস্তানের মধ্যে একত্রিত করা হয়।
 
এক ইউনিট ব্যবস্থা নীতির উদ্দেশ্য ছিল ব্যয় প্রবৃদ্ধি এবং প্রাদেশিক বিদ্বেষ দূর করা, কিন্তু ১৯৫৮ সালের আকস্মিক সেনাবাহিনী অভ্যুত্থান নানা সমস্যার সংকেত দেয়, যখন প্রথম সেনাবাহিনী প্রেসিডেন্ট [[আইয়ুব খান]] গভর্নরের শাসনের পক্ষে পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় বিলুপ্ত করেন। দ্বিতীয় সেনাবাহিনী প্রেসিডেন্ট [[ইয়াহিয়া খান]] ১৯৭০ সালে পশ্চিম পাকিস্তানকে ভেঙ্গে চারটি নতুন প্রদেশ প্রতিষ্ঠা করেন। পূর্ব পাকিস্তান ১৯৭১ সালের ডিসেম্বরে স্বাধীনতা লাভ করে [[বাংলাদেশ]] নামে বিশ্ব মানচিত্রে নতুন একটি দেশের সৃষ্টি হয়। ১৯৭৪ সালে শেষ দুইটি দেশীয় রাজ্য ([[হুনজা]] এবং [[নাগার]]) বিলুপ্ত হয় এবং এ এলাকাদ্বয় [[গিলগিত|গিলগিত এজেন্সি]]র সাথে মিশে উত্তরাঞ্চল গঠন করে (বর্তমানে [[গিলগিত-বালতিস্তান]] নামে পরিচিত)। ১৯৭৫ সালে কেন্দ্র শাসিত উপজাতীয় এলাকাসমূহ দ্বারা হাজারার কিছু অংশ, [[পেশাওয়ার]] এবং [[ডেরা ইসমাঈল খান]] জেলা গঠিত হয়। ১৯৮১ সালে ইসলামাবাদ এলাকা রাজধানী এলাকায় পরিবর্তিত হয়। ২০১০ সালে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের নামকরণ [[খাইবার পাখতুনখাওয়াপাখতুনখোয়া]] করা হয়।
 
২০০০ সালের আগস্ট মাসে স্থানীয় সরকার পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসাবে বিভাগসমূহ বিলুপ্ত করা হয় এবং ২০০১ সালে নির্বাচনের মাধ্যমে তা কার্যকর করা হয়। প্রদেশসমূহ দ্বারা পরিচালিত বেশিরভাগ কার্যকলাপ জেলা এবং উপজেলা (''তহশিল'') এ স্থানান্তর করা হয়েছে। ২০০৮ সালে নতুন বেসামরিক সরকার প্রতিটি বিভাগের জন্য বিভাগের প্রাক্তন স্তর এবং নিযুক্ত কমিশনার পুনঃস্থাপন করেছে।
৮৩ নং লাইন:
|-
|KP
|align=left|[[খাইবার পাখতুনখাওয়াপাখতুনখোয়া|খাইবার পাখতুনখাওয়াপাখতুনখোয়া (প্রদেশ)]]{{Break}}({{nastaliq|خیبرپختونخوا}})<ref>https://www.iso.org/obp/ui/#iso:code:3166:PK</ref>
|[[পেশাওয়ার]]
|align=right|৩০,৫২৩,৩৭১
১২৬ নং লাইন:
{{Familytree| | | FED | FED=[[পাকিস্তান সরকার|কেন্দ্রীয় সরকার]]}}
{{Familytree| | | |!| | | | | }}
{{Familytree| | | PRO | PRO=প্রদেশ (e.g. [[খাইবার পাখতুনখাওয়াপাখতুনখোয়া]])}}
{{Familytree| | | |!| | | | | }}
{{Familytree| | | DIV | DIV=বিভাগ (e.g. [[মালাকান্দ বিভাগ]])}}