সুলতান সালাহউদ্দিন আব্দুল আজিজ মসজিদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৪ নং লাইন:
== ইতিহাস==
মসজিদটি সুলতান সালাহউদ্দীন আবদুল আজিজের নেতৃত্বে গঠিত হয়, যখন তিনি ১৯৭৪ সালের ১৪ই ফেব্রুয়ারী শাহ আলমকে নতুন রাজধানী সেলেনঙ্গর ঘোষণা করেন। ১৯৮২ সালে নির্মাণকাজ শুরু করা হয় এবং ১৯৮৮ সালের ১১ই মার্চ সমাপ্ত করা হয়। মসজিদটির নীল গম্বুজবিশিষ্ট হওয়ার কারনে অনেক সময় নীল মসজিদ নামেও ডাকা হয়। এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় গম্বুজবিশিষ্ট মসজিদ বলে পরিচিত, যদিও গম্বুজের মধ্যে নানাবিধ পার্থক্য পরিলক্ষিত হয়, এটি ৫১.২ মি (১৬৭ ফুট) ব্যাসের পরিমাপের সমন্বয়ে তৈরী হয়েছে যেখানে সমতল ভূমির উপর থেকে ১০৬.৭ মি (৩৫০ ফুট) পর্যন্ত উচ্চতায় পৌঁছায়।<ref name="virtualmalaysia.com"/> সমতলভূমির উপর থেকে ১৪২.৩ মিটার (৪৬০ ফুট) পর্যন্ত উচ্চতায় পৌঁছায় যা কাসাব্লাঙ্কা, মরোক্কোর হাসান দ্বিতীয় মসজিদ (আরবি: مسجد الحسن الثاني) এর পরে বিশ্বের চারটি মিনারের সমন্বয়ে গঠিত বিশ্বের দ্বিতীয় উচ্চতম গম্ভুব হিসবে কীর্তি গড়ে।<ref>{{cite web |url=http://www.tourismmalaysia.gov.my/en/destinations/item.asp?item=bluemosque| title =Tourism Malaysia-Selangor destinations-Blue Mosque | publisher = Government website-Tourism Malaysia |author=| year =2011 | accessdate = 26 January 2011 }}</ref> [[কাসাব্লাংকা]], মরোক্কোর হাসান দ্বিতীয় মসজিদটি (আরবি: مسجد الحسن الثاني) উচ্চতার দিক থেকে প্রথম পর্যায়ে রয়েছে।<ref>Kingfisher Geography encyclopedia. {{ISBN|1-85613-582-9}}. Page 137</ref> প্রাথমিক বছরগুলিতে এটি [[গিনেস বিশ্ব রেকর্ড|গিনেস বিশ্ব রেকর্ড বইয়ে]] বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিনার হিসেবে মসজিদটিকে তালিকাভুক্ত করা হয়েছিল, যখন ১৯৯৩ সালের আগষ্টে হাসান দ্বিতীয় মসজিদটি ২১০ মিটার (৬৮৯ ফুট) উচ্চতায় ভবনটি উদ্বোধন করা হলে বিশ্বের প্রথম উচ্চতম গম্বুজবিশিষ্ট মসজিদ হিসেবে মর্যাদা পেয়েছিল।<ref>{{cite web |url=http://www.virtualmalaysia.com/community/travel_experience/more.cfm?id=E53B91CD-9A9E-46AD-AACA5D2918386924 | title =Travel Experience-The Blue Mosque | publisher =Ministry of Tourism-VirtualMalaysia.com |author= | date =24 December 2004 | accessdate =26 January 2011 }}</ref> ব্লু মসজিদ বা নীল মসজিদ (মসজিদ সুলতান সালাহউদ্দীন আব্দুল আজিজ) মসজিদ এখনও পর্যন্ত সমতল ভূমির উপরে ১৪২.৩ মিটার (৪৬০ ফুট) উচ্চতায় অবস্থান করে পৃথিবীর উচ্চতম মিনারের কীর্তি ধারণ করে রেখেছে।
 
== স্থাপত্য এবং বৈশিষ্ট্য ==
সুলতান সালাহউদ্দীন আব্দুল আজিজ শাহ মসজিদটির স্থাপত্য নকশা মালয়েশিয়া এবং আধুনিকতাবাদী রচনাশৈলীর সমন্বয়ে তৈরী করা হয়েছে।