লিওনার্দো দা ভিঞ্চি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Leonardo_da_Vinci01.jpg কে চিত্র:Leonardo_da_Vinci_statue_outside_the_Uffizi_Gallery.jpg দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে, কারণ: File renamed: [[:c:COM:FR#reasons|Fil...
Pratik89Roy (আলোচনা | অবদান)
৫০ নং লাইন:
 
লিওনার্দো ১৪৮২ থেকে ১৪৯৯ সালের মধ্যবর্তী সময়ে মিলানে কাজ করেছেন। এখানে তিনি [[ভার্জিন অব দ্যা রকস্]] এবং [[দ্যা লাস্ট সাপার]] ছবি দুটি আঁকার দায়িত্ব পান। ১৪৯৩ থেকে ১৪৯৫ এর মধ্যে তার অধিনস্তদের মাঝে ক্যাটরিনা নামে এক মহিলার নাম পাওয়া যায়। ১৪৯৫ সালে এ মহিলাটি মারা যান। সে সময় তার শেষকৃত্যের খরচ দেখে ধারণা করা হয় তিনি ছিলেন লিওনার্দোর মা।
 
==চিত্রকলা==
===সালভাতোর মুন্ডি===
ইতিহাস গড়া এই ছবিটি যিশুখ্রিষ্টের। ছবিতে দেখা যাচ্ছে, তিনি এক হাত তুলে রয়েছেন (আশীর্বাদ দেওয়ার ভঙ্গি) এবং অন্য হাতে একটি স্ফটিকের গোলক। ‘সালভাতোর মুন্ডি’—শব্দের অর্থ ‘বিশ্বের পরিত্রাতা’।
 
বিশ্লেষকদের ধারণা, ১৫০৫ সালের কিছু পরে ছবিটি এঁকেছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী ভিঞ্চি। অনেক দিন লোকচক্ষুর অন্তরালে থাকার পর ২০০৫ সালে ছবিটি প্রকাশ্যে এলে ব্যাপক শোরগোল পড়ে যায়। ২০১৩ সালে ছবিটি ১২ কোটি ৭৫ লাখ ডলারে কিনে নেন রুশ সংগ্রাহক এবং ফুটবল ক্লাব এএস মোনাকোর মালিক দিমিত্রি রাইবলোভেলভ।<ref>{{cite web|author= অনলাইন ডেস্ক|url= http://www.prothom-alo.com/pachmisheli/article/1369456/%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%87-%E0%A7%A9%E0%A7%AE%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%95%E0%A7%87%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE|title=
সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ৫ চিত্রকর্ম }}</ref>
 
== প্রকৌশল এবং উদ্ভাবন ==