ইয়াহিয়া খান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
প্রতিভা মনির (আলোচনা | অবদান)
প্রতিভা মনির (আলোচনা | অবদান)
৩২ নং লাইন:
পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ এক জ্বালাময়ী ভাষণ দেন, যেটাতে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটে। ইয়াহিয়া সরকার এ ভাষণ দেখে পূর্ব পাকিস্তান নিয়ে আলোচনার জন্য সেনাবাহিনী সদর দপ্তরে এক সভার আয়োজন করেন, যেখানে অধিকাংশ জেনারেল (মূলত প্রধান স্টাফ জেনারেল গুল হাসান খান, রাষ্ট্রপতির এডিসি-জেনারেল লেঃ জেনারেল পীরজাদা এবং ১ম কোরের অধিনায়ক লেঃ জেনারেল ইরশাদ আহমেদ খান) পূর্ব পাকিস্তানে সামরিক হামলা করার বিষয়ে মত দেন, তারা সবাই বলেন যে পূর্ব পাকিস্তানের গুটি কয়েক ছাড়া সব বাঙালিই পাকিস্তানকে খণ্ডিত করতে চায় এবং এজন্যে তারা সশস্ত্র হচ্ছে বলে গোয়েন্দারা জানিয়েছে, তাছাড়া ভারতের সঙ্গেও যোগাযোগ তাদের আছে এবং তারাও নাকি তাদেরকে সাহায্য করবে বলে বলেছে।<ref name="Diane Publication Co.">{{cite book|last=Peter R. Blood|title=Pakistan: A Country Study|year=1996|publisher=Diane Publication Co.|location=United States|isbn=0788136313|url=https://books.google.com/books?id=DRMTO7mn7hIC&pg=PA206&dq=Yahya+Khan&hl=en&sa=X&ei=Wm9PU7ypJ8WvyASb2ICIBQ&ved=0CFsQ6AEwCA#v=onepage&q=Yahya%20Khan&f=true}}</ref>এরপর ইয়াহিয়া জাতীয় নিরাপত্তা পরিষদ (ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল) এর সভার ডাক দেন এবং ওখানে এয়ার চীফ মার্শাল নূর খান পূর্ব পাকিস্তানে সামরিক হামলার পক্ষে তার মত ব্যক্ত করেন, জেনারেল হামিদ নীরব থাকেন এবং এ্যাডমিরাল আহসান প্রথমে মুজিবের সঙ্গে আলোচনার কথা বললেও পরে সামরিক হামলার ব্যাপারে একমত হন।<ref name="PILDT"/>
 
ইয়াহিয়া ১৫ মার্চ ঢাকায় মুজিবের সঙ্গে আলোচনা চালাতে আসেন, তবে গোপনে গোপনেপশ্চিম পাকিস্তান থেকে ৯ম এবং ১৬তম পদাতিক ডিভিশনের সৈন্য বিমানযোগে ঢাকায় নামানোর ব্যবস্থা করেন পূর্ব পাকিস্তানে যুদ্ধ-অনুশীলন করানোর নামে, সৈন্যরা শ্রীলঙ্কা রুট দিয়ে আসে কারণ ভারতের ওপর দিয়ে পাকিস্তানি উড়োজাহাজের উড়তে মানা ছিলো। ২৫ মার্চ ইয়াহিয়া পশ্চিম পাকিস্তান চলে যান এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঐ দিন রাত বারোটায় 'অপারেশন সার্চলাইট' নামের একটি সামরিক অভিযান ঢাকায় পরিচালনা করা হবে যার উদ্দেশ্য ঢাকা থেকে সব সশস্ত্র ছাত্র এবং আওয়ামী লীগের সদস্যদেরকে গ্রেফতার করা।
 
== মৃত্যু ==