পাকিস্তানের প্রশাসনিক অঞ্চল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
১৮ নং লাইন:
== ইতিহাস ==
{{মূল|পাকিস্তানের প্রাক্তন প্রশাসনিক এককসমূহ}}
২০১০ সালের হিসাবে পাকিস্তানের প্রশাসনিক একক [[ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি ও প্রদেশসমূহ|ব্রিটিশ ভারত]] থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত প্রশাসনিক এককসমূহ থেকে প্রাপ্ত। ১৯৪৭ সালে [[পাকিস্তান আন্দোলন|স্বাধীনতার]] পর থেকে ১৯৭১ সাল পর্যন্ত, [[পাকিস্তান]]কে ১৬০০ কিলোমিটার দূরত্বের ভারতীয় অংশ দ্বারা দুইটি প্রান্তে পৃথক ছিল। পূর্বাঞ্চলীয় প্রান্ত [[পূর্ব বাংলা]]র একক প্রদেশে গঠিত ছিল, যেটিতে তৎকালীন [[ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি ও প্রদেশসমূহ|ব্রিটিশ রাজ প্রদেশের]] [[আসাম]] রাজ্যের [[সিলেট জেলা]]কে অন্তর্ভুক্ত করা হয়। পশ্চিমাঞ্চলীয় প্রান্ত তিনটি পূর্ণ প্রদেশ ([[খায়বার পাখতুনখা প্রদেশ|খায়বার পাখতুনখাপাখতুনখাওয়া]], [[পশ্চিম পাঞ্জাব, প্রদেশপাকিস্তান|পশ্চিম পাঞ্জাব]] এবং [[সিন্ধ প্রদেশ|সিন্ধ]]), একটি প্রধান কমিশনারের প্রদেশ ([[বেলুচিস্তান প্রদেশ|বেলুচিস্তান]]), ১৩টি [[দেশীয় রাজ্য]] এবং [[কাশ্মীর|কাশ্মীরের]] অংশ দ্বারা গঠিত ছিল।
 
১৯৪৮ সালে [[করাচী]]র আশপাশের অঞ্চলকে সিন্ধ প্রদেশ থেকে [[ফেডারেল রাজধানী এলাকা]]য় পৃথক করা হয়। ১৯৫০ সালে এনডব্লিউএফপি [[অ্যাম্ব]] এবং [[ফুলরা]] নামে দুইটি ছোট দেশীয় রাজ্য অন্তর্ভুক্ত করে সম্প্রসারিত করা হয় এবং পশ্চিম পাঞ্জাব প্রদেশকে [[পাঞ্জাব, পাকিস্তান|পাঞ্জাব]] নামে পরিবর্তন করা হয়। ১৯৫২ সালে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের ৪টি দেশীয় রাজ্যকে নিয়ে [[বেলুচিস্তান রাজ্য ইউনিয়ন]] গঠন করা হয়।
২৪ নং লাইন:
১৯৫৫ সালে [[ইস্কান্দার মির্জা]] [[এক ইউনিট ব্যবস্থা]] নীতি জারি করেন<ref>History and Culture of Pakistan</ref>, যার ফলে পশ্চিমাঞ্চলীয় প্রদেশের সমস্ত প্রদেশ ও দেশীয় রাজ্যকে [[পশ্চিম পাকিস্তান]] নামে একটি নতুন প্রদেশে যুক্ত করা হয়, যার প্রাদেশিক রাজধানী হয় [[লাহোর]]। একই সাথে, পূর্ব বাংলার নাম পরিবর্তন করে [[পূর্ব পাকিস্তান]] করা হয়, যার প্রাদেশিক রাজধানী হয় [[ঢাকা]]। ১৯৬০ সারে ফেডারেল রাজধানী করাচী থেকে [[রাওয়ালপিন্ডি]]তে স্থানান্তর করা হয়, এবং পরবর্তীতে ১৯৬৬ সালে [[ইসলামাবাদ|ইসলামাবাদে]] সরিয়ে নেয়া হয়। ১৯৬১ সালে ফেডারেল রাজধানী এলাকা পশ্চিম পাকিস্তানের মধ্যে একত্রিত করা হয়।
 
এক ইউনিট ব্যবস্থা নীতির উদ্দেশ্য ছিল ব্যয় প্রবৃদ্ধি এবং প্রাদেশিক বিদ্বেষ দূর করা, কিন্তু ১৯৫৮ সালের আকস্মিক সেনাবাহিনী অভ্যুত্থান নানা সমস্যার সংকেত দেয়, যখন প্রথম সেনাবাহিনী প্রেসিডেন্ট [[আইয়ুব খান]] গভর্নরের শাসনের পক্ষে পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় বিলুপ্ত করেন। দ্বিতীয় সেনাবাহিনী প্রেসিডেন্ট [[ইয়াহিয়া খান]] ১৯৭০ সালে পশ্চিম পাকিস্তানকে ভেঙ্গে চারটি নতুন প্রদেশ প্রতিষ্ঠা করেন। পূর্ব পাকিস্তান ১৯৭১ সালের ডিসেম্বরে স্বাধীনতা লাভ করে [[বাংলাদেশ]] নামে বিশ্ব মানচিত্রে নতুন একটি দেশের সৃষ্টি হয়। ১৯৭৪ সালে শেষ দুইটি দেশীয় রাজ্য ([[হুনজা]] এবং [[নাগার]]) বিলুপ্ত হয় এবং এ এলাকাদ্বয় [[গিলগিত এজেন্সি]]র সাথে মিশে উত্তরাঞ্চল গঠন করে (বর্তমানে [[গিলগিত-বালতিস্তান]] নামে পরিচিত)। The১৯৭৫ Federallyসালে Administeredকেন্দ্র Tribalশাসিত Areasউপজাতীয় wereএলাকাসমূহ formedদ্বারা fromহাজারার partsকিছু of Hazaraঅংশ, districts of [[Peshawarপেশাওয়ার]], andএবং [[Deraডেরা Ismailইসমাঈল Khanখান]] inজেলা 1975.গঠিত Theহয়। status১৯৮১ ofসালে theইসলামাবাদ Islamabadএলাকা areaরাজধানী wasএলাকায় changedপরিবর্তিত toহয়। a২০১০ capitalসালে territory in 1981. {{As of | 2015}} Gilgitউত্তর-Baltistan is now a ''de facto'' province. North-West Frontier Provinceপশ্চিম (NWFP)সীমান্ত wasপ্রদেশের renamedনামকরণ "[[Khyberখায়বার Pakhtunkhwaপাখতুনখাওয়া]]" inকরা 2010.হয়।
 
In August 2000, the "divisions" were abolished as part of a plan to restructure local government, followed by elections in 2001. Many of the functions previously handled by the provinces have been transferred to the districts and to ''tehsil''s. In 2008 the new civilian government restored the former tier of divisions and appointed commissioners for each one.