রক্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎কাজ: আমি বই পড়ে আ জানতে পারলাম তা এখানে পেলাম না তাই যুক্ত করে দিলাম।
ভাসভাদফগ
১ নং লাইন:
আমি তো বলেছি যে এটা সম্ভব না। তা ও আপনি এটা করেছেন । এখন বুঝেন মজা, [[চিত্|right|thumb|রক্তের বিভিন্ন কণিকা]]
'''রক্ত''' ([[:en:blood|Blood]]) হল উচ্চশ্রেণীর প্রাণিদেহের এক প্রকার কোষবহুল, বহু জৈব ও অজৈব পদার্থের সমন্বয়ে গঠিত সামান্য লবণাক্ত, আঠালো, ক্ষারধর্মী ও লালবর্ণের ঘন তরল পদার্থ যা [[হৃৎপিন্ড]], [[ধমনী]], [[শিরা]] ও [[কৈশিক জালিকা|কৈশিক জালিকার]] মধ্য দিয়ে নিয়মিত প্রবাহিত হয়। রক্ত একধরণের [[তরল যোজক কলা]]।
রক্ত প্রধানত দেহে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য বর্জ্য পদার্থ পরিবাহিত বুঝেছেন?করে। রক্ত হল আমাদেরে দেহের জ্বালানি স্বরূপ। মানবদেহে শতকরা ৮ ভাগ রক্ত থাকে (গড়ে মানবদেহে ৫-৬ লিটার রক্ত থাকে)। রক্তের PH সামান্য ক্ষারীয় অর্থাৎ ৭.২ - ৭.৪।
মানুষের রক্তের তাপমাত্রা ৩৬ - ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড (গড়ে ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেড)।
 
১৬ নং লাইন:
(খ) জৈব পদার্থ
 
'''(ক) অজৈব পদার্থ:''' রক্তরসে ৪ ধরণের অজৈব পদার্থ দেখা যায়।এগুলোযায়।এগুভভভভভভভভভভভভভভভভভভভভভভভলো হল: তরল পানি ৯১%-৯২%, জড় পদার্থ ৯% অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ইত্যাদি গ্যাসীয় ও খনিজ পদার্থ (Na<sup>+</sup>, K<sup>+</sup>, Ca<sup>++</sup>, Mg<sup>++</sup>, P<sup>+++</sup>, Cl<sup>-</sup>, Fe<sup>++</sup>, HCO<sup>-</sup>, POPOভভভভভভভভভভভ<sub>44ভভভভভভ</sub><sup>33ভভভভভভ-</sup>, SO<sub>4</sub><sup>2-</sup>, Cu<sup>+</sup>, Mn<sup>++</sup>, Zn<sup>++</sup>, Pb<sup>++</sup> ইত্যাদি) ০.৯%
 
'''(খ) জৈব পদার্থ:''' রক্ত রসে মাত্র ৭.১%-৮.১% জৈব পদার্থ থাকে। এর মধ্যে অধিকভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভঅধিক পরিমাণে থাকে প্লাজমা প্রোটিন- গড়ে ৬-৮ গ্রাম/ডেসি লি.। প্লাজমা প্রোটিনগুলো হচ্ছে - অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন। এছাড়াও অন্যান্য জৈব পদার্থগুলো হল: স্নেহ দ্রব্য (নিউট্রাল ফ্যাট, কোলেস্টেরল, ফসফোলিপিড, লেসিথিন ইত্যাদি), কার্বোহাইড্রেট (গ্লুকোজ), অপ্রোটিন নাইট্রোজেন দ্রব্য (অ্যামাইনো এসিড, ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, জ্যানথিন ইত্যাদি), রঞ্জক দ্রব্য (বিলিরুবিন, বিলিভার্ডিন), বিভিন্ন ধরণের এসিড (যেমন:- সাইট্রিক এসিড, ল্যাকটিক এসিড), হরমোন, ভিটামিন, এনজাইম, মিউসিন ও অ্যান্টিবডি।
 
====কাজ====
২৯ নং লাইন:
=== মানব রক্তরসের কিছু প্রোটিন এবং অন্যান্য উপাদান ===
# রক্তের [[অ্যালবুমিন]]
# নানান [[গ্লোব্যুলিন]] ([[অ্যান্টিবডি]] গামা/ইম্যুনো গ্লোব্যুলিনগ্লোব্যুভভভভলিন)
# [[প্রতঞ্চক]] ও [[প্রতিতঞ্চক]] উপাদান সমূহভভভভভভভসমূহ
# [[ফাইব্রোনেক্টিন]] ও [[ভিট্রোনেক্টিন]]
# [[কম্প্লিমেন্টস]] ভভভভভভভ(২০টির বেশী)
# [[সি আর পি (রক্ত)|সি আর পি]]
# [[ট্রান্সফেরিন]]
৭৫ নং লাইন:
 
== রক্তচাপ ==
হৃদপিন্ডের সংকোচন-প্রসারণের কারণেকারণেভভভভভভ মানুষের [[ধমনীধনী ফুটবল ক্লাবের তালিকা|ভভভভভভধমনী]] ও [[শিরা|শিরায়]] রক্তের চাপ সৃষ্টি হয়।
হৃদপিন্ডের সংকোচন এর ফলে যে চাপ অনুভূত হয় তাকে সিস্টোলিক চাপ বলে।হৃদপিন্ডের প্রসারণের ফলে যে চাপ অনুভূত হয় তাকে ডায়াস্টোলিক চাপ বলে।
মানুষের শরীরে ৮০/১২০ হলো ''আদর্শ রক্তচাপ'', ৮০/১৩০ হলো ''সবচেয়ে অনুকূল রক্তচাপ'' এবং ৮৫/১৪০ হলো ''সর্বোচ্চ রক্তচাপ''।
'https://bn.wikipedia.org/wiki/রক্ত' থেকে আনীত