হ্যারি পটার (চরিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
৪৩ নং লাইন:
 
=== দ্বিতীয় থেকে চতুর্থ উপন্যাস ===
দ্বিতীয় বই, ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস]]'' এ, রাউলিং হ্যারিকে একটি গোপন ডায়েরিতে সংরক্ষিত ভলডেমর্টের স্মৃতি, টম মারভোলো রিডলের সাথে প্রতিদ্বন্দীতায় অবতীর্ণ করান। রিডল রনের ছোট বোন [[#জিনি উইজলি|জিনি উইজলি]]কে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। যখন হঠাৎ করে মাগল বংশজাত ছাত্রছাত্রীদের উপর আক্রমণ শুরু হয়, তখন অনেকে মনে করেছিল, হয়ত হ্যারি এই আক্রমণগুলো পরিচালনা করছে। ফলে সন্দেহের একটি পরিবেশ সৃষ্টি হয়। বইয়ের শেষ দিকে জিনি উধাও হয়ে যায়। তাকে উদ্ধার করার জন্য, হ্যারি রিডলকে মোকাবেলা করে এবং চেম্বার অফ সিক্রেটসের দানবটিকে হত্যা করে।
 
তৃতীয় বই ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান]]'' এ, রাউলিং সময় পরিভ্রমণের ধারণাটি ব্যবহার করেন। হ্যারি জানতে পারে হ্যারির বাবা মা তাদের বন্ধু [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#প|পিটার পেট্টিগ্রু]]র বিশ্বাসঘাতকতার কারণে নিহত হয়েছিল। কিন্তু এ অপরাধের জন্য হ্যারির গডফাদার [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ব|সিরিয়াস ব্ল্যাক]]কে দায়ী করা হয় এবং তাকে জাদুকরদের জেলখানা আজকাবানে পাঠানো হয়। সিরিয়াস প্রতিশোধ নেওয়ার জন্য আজকাবান থেকে পালিয়ে আসে। এসময় হ্যারি ও হারমায়োনি একটি টাইম টার্নার ব্যবহার করে সিরিয়াসকে এবং বাকবিক নামের একটি হিপোগ্রিফকে উদ্ধার করে। কিন্তু পেট্টিগ্রু পালিয়ে যায়, ফলে নির্দোষ সিরিয়াস একজন জেল পালানো খুনী হিসেবেই পরিচিতি পায়।