গতিবেগ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
"বেগ" উপাধির সূচনা।
{{Classical mechanics|cTopic=Fundamental concepts}}
পৃথিবীর সূচনালগ্ন থেকে মানুষ বর্বর, যাযাবর জাতি কিংবা হিংস্র জন্তু-জানোয়ারের আক্রমণ থেকে বাচতে মানুষ দলবদ্ধ/গোত্রবেধে থাকতো, যা কালের বিবর্তনে আজ বিলুপ্ত প্রায়। প্রায় উপলব্ধি করা যায় 'বেগ' গোত্রের সেই 'বেগ' শব্দটির মানে/অর্থ খুঁজে বেড়ান অনেকেই, কি সেই বেগ শব্দের অর্থ? কোথায় হতেই বা আসলো? প্রায়ই শুনা যায় লোকমুখে এই প্রশ্নবিদ্ধতা, তাই ইতিহাসের হাজারও পৃষ্টার সাহায্যে আজ সেগুলো লোকসম্মুখে তুলে ধরলাম। সময়টা ৯ম শতাব্দী (৯০০ খ্রিষ্টাব্দ) আজ থেকে প্রায় ১১০০ বছর পূর্বের কথা। সে সময়টাতে যখন মানুষ গোত্রবদ্ধ হয়ে বাস করতো আদি তুরস্কের কোনিয়া প্রদেশের বিস্তির্ণ তৃনভূমিতে ছিলো গোত্রবদ্ধ এক গোষ্টির বাস সেকালে গোত্রকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং ঐক্যবদ্ধ রাখার জন্য বায়োজ্যাষ্ট এবং যোগ্যতা সম্পন্ন কাউকে নির্বাচিত করা হতো, সে অনুযায়ী এই গোত্রেও গোত্রপতি নির্বাচন করা হলো এই গোত্র প্রধানের নাম ছিলো সেলজুক, আর তখন আদি তুরস্কের ভাষায় যুক্ত হয় "বেগ" শব্দটির যার অর্থ গোত্রপতি বা গোত্রপ্রধান, তখন সবাই সেই গোত্রপ্রধান সেলজুককে 'বেগ' বলে সম্মুদন করতে থাকে আর সেই সেলজুক নামের সাথে বেগ' শব্দটি যুক্ত হয়ে হয় সেলজুক বেগ। পরবর্তীতে উনার পুত্র মিকাইল ও গোত্রপতি হলে তাকেও বেগ' উপাধি দেয়া হয়। উপরে উল্লেখিত সেকজুক বেগ, অর্ধপৃথিবীর শাসনকর্তা মহান তুগরিল বেগ এর দাদা, মিকাইল বেগ উনার পিতা। তুগরিল বেগ ও বেগ উপাধি গ্রহন করেন, উনাদের পরবর্তী উত্তরসূরিদের মধ্যেও এই বেগ পদবি ব্যবহৃত থাকে। তুগরিল বেগ নিজ ক্ষমতা বলে গোষ্টি প্রধান থেকে, অঞ্চলিয় শাসক, তারপর অর্ধপৃথিবীর শাসক/সুলতান হওয়ার পর, উনার মহান সাম্রাজ্য শাসনের মধ্যভাগে এসে উনার দাদার নাম উনুসারে সেই সাম্রাজ্যের নাম দেন সেলজুক সাম্রাজ্য। পরবর্তীতে সেলজুক সাম্রাজ্যের সেনাবাহিনীতেও এটি ব্যাবহৃত হয় এবংআরো পরবর্তীতে তুরস্কের আরেক শাসক সাম্রাজ্য ওসমানীও (অটোমান) সাম্রাজ্যের প্রতিষ্টাতা ওসমান গাজীকেও সেলজুক সাম্রাজ্যের গুরুত্ত্বপূর্ন খানাতের দায়িত্বে থাকার কারনে বেগ' উপাধি দেওয়া হয়েছিলো। পরবর্তীতে পারস্যে,ভারতবর্ষ সহ বিভিন্ন এলাকায় পরবর্তী প্রজন্মের মাধ্যমে ব্যাপক বিস্তৃতি লাভ করে।
'''গতিবেগ''' (Velocity) হল সময়ের সাপেক্ষে কোন বস্তুর [[সরণ|সরণের]] হার। নির্দিষ্ট দিকে বস্তুর [[দ্রুতি]]কেই তার গতিবেগ বলা হয়। এইজন্য বেগ একটি [[সদিক রাশি]], আর [[দ্রুতি]] হল [[অদিক রাশি]]। গতিবেগকে ইংরেজী অক্ষর 'v' দ্বারা সূচিত করা হয়। এর [[এস. আই. একক]] হল [[মিটার]]/[[সেকেন্ড]]।
 
== গতিসূত্র ==