ওমর ব্র্যাডলি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
প্রতিভা মনির (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
প্রতিভা মনির (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৪১ নং লাইন:
'''ওমর নেলসন ব্র্যাডলি''' (ফেব্রুয়ারী ১২, ১৮৯৩- এপ্রিল , ১৯৮১) মার্কিন সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি বিশেষ মেধার অবদান রাখেন। তিনি নবগঠিত পদ 'চেয়ারম্যান অব দ্যা জয়েন্ট চীফস অব স্টাফ কমিটি' এর প্রথম নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং এপদে থাকাকালীন তিনি কোরীয় যুদ্ধের পরিকল্পনা প্রণয়ন করেন।<ref>Hollister, Jay. "[http://history.sandiego.edu/GEN/WW2Timeline/bradley3.html General Omar Nelson Bradley]". [[University of San Diego]] History Department. May 3, 2001. Retrieved on May 14, 2007.</ref>
 
মিশৌরী অঙ্গরাজ্যের র‍্যানডল্ফ জেলায় জন্মগ্রহণকারী ওমর যুক্তরাষ্ট্র মিলিটারি একাডেমীতে ঢুকার আগে একটি হোটেলে পাচকের কাজ করতেন। ১৯১৫ সালে তিনি একাডেমী থেকে ২য় লেফটেন্যান্ট হিসেবে বের হন, তার ব্যাচমেট ছিলেন ১৯৫৩ থেকে ১৯৬১ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকারী [[ডোয়াইট ডি. আইজেনহাওয়ার]]। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ওমর একজন সাধারণ পদাতিক সৈন্য ছিলেন। যুদ্ধের পর তাকে যুক্তরাষ্ট্র মিলিটারি একাডেমীতে পদাতিক বিষয়ক প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। এরপর তাকে 'ওয়ার ডিপার্টমেন্ট' এ একটি পদে নিয়োগ দেওয়া হয় জেনারেল জর্জ মার্শালের অধীনে। ১৯৪১ সালে ওমর যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর পদাতিক বিদ্যালয়ের প্রধান অধিনায়ক হন।<ref>{{cite web | url = http://www.arlingtoncemetery.net/omarnels.htm | title = Omar Nelson Bradley, General of the Army}}</ref>
 
==তথ্যসূত্র==
{{ সূত্র তালিকা }}