ম্যালেরিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Emon4444 (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
Emon4444 (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
৫৪ নং লাইন:
১৮৮০ সাল নাগাদ '''চার্লস ল্যাভেরন''' লোহিত রক্ত কণিকা থেকে ম্যালেরিয়ার কারণ হিসেবে একটিমাত্র কোষবিশিষ্ট পরজীবী প্রোটোজোয়াকে চিহ্নিত করেন। ফলে শত বছর ধরে চলা দূষিত বায়ু সেবনের ফলে রোগ সৃষ্টির ভুল ধারণার অবসান ঘটে। ১৮৯৭ সালে ভারতে কর্মরত ব্রিটিশ ডাক্তার '''স‍্যার রোনাল্ড রস''' প্রমান করেন যে ''Anopheles'' (অ্যানোফিলিস) মশা এই রোগের বাহক হিসেবে কাজ করে। এ যুগান্তকারী আবিষ্কারের কারণে তাকে ১৯০২ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়। <ref name="Paul_Henri_Lambert">[http://www.nobelprize.org/educational/medicine/malaria/readmore/history.html?utm_source=RuleMailer&utm_medium=Email&utm_term=History%20of%20malaria%20%28text%29&utm_content=Subscriber%2367919&utm_campaign=2014%20April ম্যালেরিয়া -অতীত এবং বর্তমান, প্রফেসর পল হেনরী ল্যামবার্ট]</ref>
 
== রোগের লক্ষণ ==
== পিলের জ্বর ==
১. প্রথম দিকে মাথাধরা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, অনিদ্রা ইত‍্যাদি লক্ষণ দেখা দেয়।
মশা উপদ্রুত বাংলায় ম্যালেরিয়া সারাবছর হতে পারে (hyper endemic) এবং কারো কারো একসঙ্গে একাধিক সংক্রমণ হতে পারে। এর ফলে [[প্লীহা]] বা পিলে খুব বড় হয়ে যেতে পারে (hypersplenism) তাই এর ডাকনাম ছিল পিলের জ্বর।
২. দ্বিতীয় পর্যায়ে রোগীর শীত শীত অনুভূত হয় এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে। জ্বর '''১০৫°-১০৬°''' ফারেনহাইট পর্যন্ত হতে পারে। কয়েক ঘণ্টা পর জ্বর কমে যায়। পরে আবার আসে। '''৪৮ ঘণ্টা পর পর কাঁপুনি দিয়ে জ্বর আসা ''Plasmodium vivax'' দ্বারা সৃষ্ট ম‍্যালেরিয়ার প্রধান লক্ষণ।'''
৩. তৃতীয় পর্যায়ে রোগীর দেহে জীবাণুর সংখ্যা অসম্ভব ভাবে বেড়ে গেলে দ্রুত রক্তে লোহিত রক্ত কণিকা ভাঙতে থাকে, ফলে রক্তশূন্যতা দেখা দেয়। যকৃত বড় হয় ও সংক্রমিত হয়। প্লীহা, মস্তিষ্ক আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু ঘটতে পারে।
 
== তথ্যসূত্র ==