প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়াম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
সম্প্রসারণ
১ নং লাইন:
{{Infobox stadium|stadium_name=প্রিন্স আব্দুলাহ আল ফয়সাল স্টেডিয়াম|nickname=জেদ্দা স্টেডিয়াম|image=|location=[[জেদ্দা]], [[সৌদি আরব]]|broke_ground=|opened={{start date and age|১৯৭০}}|owner=সৌদি আরব ফুটবল ফেডারেশন|expanded=২০১৩|pitch_size=|construction_cost=|architect=|tenants=|seating_capacity=২৭,০০০|highest attendance=}}'''প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়াম''' ({{Lang-ar|استاد الأمير عبدالله الفيصل}}) [[সৌদি আরব|সৌদি আরবের]] বন্দর নগরী [[জেদ্দা|জেদ্দায়]] অবস্থিত একটি স্টেডিয়াম।<ref>http://www.kooora.com/?showstadiums=1&stadium=254</ref><ref>http://www.worldstadiums.com/stadium_pictures/middle_east/saudi_arabia/jeddah_faisal.shtml</ref> সৌদি আরব ফুটবল ফেডারেশন এর মালিকানার দায়িত্ব বহন করে। এই স্টেডিয়ামে মূলত ফুটবল খেলা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের ইনডোর গেম আয়োজিত হয়ে থাকে।
 
== অবস্থান ==
স্টেডিয়ামটি জেদ্দার দক্ষিণ-পূর্ব দিকে [[কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়|কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়]] এবং শিল্প নগরী (আল ওয়াজিরিয়াহ জেলা) এর মধ্যবর্তী স্থানে অবস্থিত। এর পূর্ব দিকে জেদ্দা-মক্কা রাজপথ এবং দক্ষিণ দিকে স্টেডিয়ামের রাস্তা অবস্থিত। 
 
== নির্মাণ ==
১৯৭০ সালে এই স্টেডিয়াম নির্মাণ করা হয়েছিল। এর দর্শকধারণ ক্ষমতা আছে প্রায় ২৭০০০। স্টেডিয়ামটি পৌর ক্রীড়া কমপ্লেক্স এর একটি অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে। এর সাথে একটি ইন্ডোর রঙ্গভূমি এবং একটি অ্যাকুয়াটিক সেন্টার রয়েছে।
 
== গঠন ==
স্টেডিয়ামটি  দুটি প্রধান স্ট্যান্ড নিয়ে গঠিত। পশ্চিম স্ট্যান্ডটি ছাউনিযুক্ত এবং সম্পূর্ণরূপে বসার ব্যবস্থা আছে। এতে একটি ভিআইপি বক্স ও মিডিয়ার জন্য জায়গা আছে। খিলান আকৃতির পূর্ব স্ট্যান্ড পাকা করা,যার চলমান ট্র্যাক বক্ররেখা বরাবর। একটি বড় স্কোরবোর্ড পূর্ব স্ট্যান্ড এর উত্তর প্রান্তে রাখা আছে। 
 
== সংস্কার ==
ভবিষ্যতেপুরো স্টেডিয়ামটি সম্প্রসারনের উদ্যোগ নেওয়া হয়। ২০১৩ সালের মধ্যে পুরো স্টেডিয়ামে বসার জায়গা করা হবে।হয়। পরবর্তীতে এরএতে দর্শক ধারণ ক্ষমতা কমে ২০,০০০ হতে পারে।হয়। ২০০৯ সালের শেষ নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়িত করার কথা।ছিলো।<ref>[http://www.okaz.com.sa/new/Issues/20091121/Con20091121316974.htm Okaz.com] (আরবি)
[[বিষয়শ্রেণী:আরবি ভাষার বহিঃসংযোগ থাকা নিবন্ধ]]</ref>
 
== সংশ্লিষ্ট ক্লাব ==
আল-ইত্তিহাদ এবং আল-আহলি সৌদি এফসি উভয় দল তাদের হোম ভেণ্যু হিসেবে উক্ত স্টেডিয়াম ব্যবহার করে থাকে। আল-আহলি এসএফসি, আল হিলাল এবং কিছু লীগ যেমন বাংলাদেশ প্রিমিয়ার লীগ ও পাকিস্তান সুপার লীগ ইত্যাদি ক্লাব এখানে খেলেছে।