বাংলাদেশের ইতিহাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Gauhar2806 (আলোচনা | অবদান)
নন্দ সাম্রাজ্যকে প্রাচীণ যুগের অন্তর্ভূক্ত করা হল।
Gauhar2806 (আলোচনা | অবদান)
কিছু সংশোধন করা হল।
৩০ নং লাইন:
"কথাসরিৎ সাগর" থেকে জানা যায় তিনি [[দক্ষিণ ভারত|দক্ষিণ ভারতেরও]] বিরাট অংশ জয় করেছিলেন। তিনি দক্ষিণ ভারতের কলিঙ্গ ও অশ্মক এ রাজ্য দুটো জয় করেছিলেন। অশ্মক হচ্ছে [[মহারাষ্ট্র|মহারাষ্ট্রের]] পূর্ব অংশে একটি প্রাচীণ রাজ্যের নাম। এটি দক্ষিণ ভারতে অার্যদের একটি বিখ্যাত উপনিবেশ ছিল। কলিঙ্গ হচ্ছে [[উড়িষ্যা|উড়িষ্যার]] প্রাচীণ নাম। কলিঙ্গের হস্তিগুম্ফা শিলালিপি থেকে জানা যায় মহাপদ্ম কলিঙ্গে জল সেচের জন্য একটি বিরাট জল প্রণালী নির্মাণ করেছিলেন। তিনি কলিঙ্গ থেকে একটি জৈন [[তীর্থঙ্কর|তীর্থঙ্করের]] মূর্তিও রাজধানীতে নিয়ে যান। মহাপদ্ম ভারতবর্ষের ইতিহাসে প্রথমবারের মত একটি বৃহৎ সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হন। সমগ্র ভারতবর্ষ জয় করে তিনি একরাট উপাধি গ্রহণ করেন। পরে তাকে অনুসরণ করে পশ্চিম ভারতের রাজারা বিরাট ও দক্ষিণ ভারতের রাজারা সম্রাট উপাধি গ্রহণ করে।<ref>{{citation |last=Shahnawaz |first=A.K.M |title=History of South Asia |date=2003 |publisher=Abasar prokashona |isbn=984-446-074-3 |p=130 |url=http://www.porua.com.bd/books/দক্ষিণ-এশিয়ার-ইতিহাস-১৫২৬-খ্রিস্টাব্দ-পর্যন্ত }}</ref>
 
মহাপদ্ম নন্দের পর ক্ষমতায় অাসীন হন তার পুত্র [[ধননন্দ|উগ্রসেন নন্দউগ্রনন্দ]]। উগ্রসেনেরউগ্রনন্দের সময় রাজ্যে ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি দেখা দেয়। তিনি ব্যক্তিগত ভাবে ৯৯০ মিলিয়ন স্বর্ণখণ্ডের অধিকারী ছিলেন। উগ্রসেনেরউগ্রনন্দের সময়ে পাটালিপুত্রে পাচটি ধর্মস্তূপ নির্মিত হয়েছিল। প্রাচীণ ভারতের বিভিন্ন ইতিহাসে উগ্রসেনকেউগ্রনন্দকে অর্থপিপাসু হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাকে ধননন্দ নামে অভিহিত করা হয়েছে। তবে মনে রাখতে হবে উগ্রসেনউগ্রনন্দ এবং তার পিতা মহাপদ্ম বিপুল পরিমাণ রাজ্য দখল করেছিলেন এবং তারা উক্ত রাজ্যের পরাজিত রাজন্যবর্গের ওপর কর অারোপ করেছিলেন। কাজেই এইসব অভিযোগ উক্ত পরাজিত রাজন্যবর্গের বিষোদ্গার হতে পারে।<ref>{{citation |last=Shahnawaz |first=A.K.M |title=History of South Asia |date=2003 |publisher=Abasar prokashona |isbn=984-446-074-3 |p=130 |url=http://www.porua.com.bd/books/দক্ষিণ-এশিয়ার-ইতিহাস-১৫২৬-খ্রিস্টাব্দ-পর্যন্ত }}</ref>
 
উগ্রসেনেরউগ্রনন্দের সময় গ্রীক সম্রাট [[মহান আলেকজান্ডার|অালেকজাণ্ডার]] ভারতবর্ষ অাক্রমণ করেন। কিন্তু উগ্রসেনউগ্রনন্দ একটি বিরাট সেনাবাহিনী নিয়ে অালেকজাণ্ডারের মোকাবিলার জন্য প্রস্তুত হন। [[প্লুটার্ক]] বলেছেন, [[রাজা পুরুষোত্তম|পোরাসের]] সাথে যুদ্ধের পর [[মেসিডেনীয় সভ্যতা|মেসিডোনিয়ার]] সৈন্যরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে, এবং ভারতবর্ষের অভ্যন্তরে অারও প্রবেশের জন্য অনিচ্ছুক হয়ে পড়ে। তারা জানতে পারে গঙ্গা নদী যা ২৩০ স্টেডিয়া বিস্তৃত ছিল এবং ১০০০ ফুট গভীর ছিল, তার পাশের সমস্ত তীর সমস্ত তীর সশস্ত্র যোদ্ধা, ঘোড়া এবং হাতি দ্বারা সম্পূর্ণভাবে আবৃত ছিল। গঙ্গারিডাই ও প্রাসি এর রাজা তার (আলেকজান্ডার) জন্য ২,০০,০০০ পদাতিক, ৮০,০০০ অশ্বারোহী বাহিনী, ৮,০০০ যুদ্ধরথ ও ৬,০০০ হস্তিবাহিনী নিয়ে অপেক্ষা করছিলেন।<ref>{{citation |last=Majumdar |first=R.C. |title=The Classical Accounts of India |date=1960 |publisher=FIRMA K.L.M |p=198 |url=http://www.worldcat.org/title/classical-accounts-of-india/oclc/467176 }}</ref>
 
==প্রাথমিক মধ্যযুগ==