পৃথিবীর বায়ুমণ্ডল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
FayezAhmed17 (আলোচনা | অবদান)
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ড, ঢাকার সমাজ বিজ্ঞান বই অনুসারে
১ নং লাইন:
[[চিত্র:Top of Atmosphere.jpg|thumb|right|300px|বায়ুমন্ডলে নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বিক্ষিপ্ত হয় বলে পৃথিবীকে নীল আলো প্রদান করে যা দেখা হয়েছিল মহাশূন্যের অবস্থিত [[আন্তর্জাতিক মহাকাশ স্টেশন|আইএসএস]] থেকে যা {{nowrap|৪০২–৪২৪ কিলোমিটার}} উপরে।]]
[[File:Atmosphere gas proportions (bn).svg|thumb|right|300px|পৃথিবীর বায়ুমণ্ডলের গঠন পরিমাণ অনুসারে.অনুসারে। নিচের পাই চার্টটি সন্ধান পাওয়া গ্যাসসমূহের দ্বারা ০.০৩৮% বায়ুমন্ডল গঠিত তা প্রকাশ করছে।এই পরিমাণ বিভিন্ন বছর থেকে সংগ্রহিত (প্রধানত কার্বন ডাই-অক্সাইড ১৯৮৭ সালে এবং মিথেন ২০০৯ সালে) এবং কোন একক উৎস নির্দেশ করে না।]]
 
'''পৃথিবীর বায়ুমণ্ডল''' বলতে পৃথিবীকে চারপাশে ঘিরে থাকা বিভিন্ন গ্যাস মিশ্রিত স্তরকে বুঝায়, যা পৃথিবী তার মধ্যাকর্ষণ শক্তি দ্বারা ধরে রাখে। একে আবহমণ্ডল-ও বলা হয়। এই বায়ুমন্ডল সূর্য থেকে আগত [[অতিবেগুনি রশ্মি]] শোষণ করে পৃথিবীতে জীবের অস্তিত্ব রক্ষা করে। এছাড়ও তাপ ধরে রাখার মাধ্যমে ([[গ্রীনহাউজ প্রতিক্রিয়া]]) ভূপৃষ্টকে উওপ্ত করে এবং দিনের তুলনায় রাতের তাপমাত্রা হ্রাস করে।
 
[[শ্বাস-প্রশ্বাস]] ও [[সালোকসংশ্লেষণ|সালোকসংশ্লেষণের]] জন্য ব্যবহৃত [[বায়ুমন্ডলীয় গ্যাস|বায়ুমন্ডলীয় গ্যাসসমূহের]] প্রদত্ত প্রচলিত নাম [[বায়ু]] বা বাতাস।পরিমাণের দিক থেকে শুষ্ক বাতাসে ৭৮.০৯% [[নাইট্রোজেন]],২০.৯৫% [[অক্সিজেন]],<ref name="NYT-20131003">{{সংবাদ উদ্ধৃতি |last=Zimmer |first=Carl |authorlink=Carl Zimmer |title=পৃথিবীর অক্সিজেন: একটি রহস্য যা গ্রহন করার জন্য সহজ |url=http://www.nytimes.com/2013/10/03/science/earths-oxygen-a-mystery-easy-to-take-for-granted.html |date=3 October 2013 |work=[[New York Times]] |accessdate=3 October 2013 }}</ref> ০.৯৩% [[আর্গন]],০.০৩৯% [[কার্বন ডাইঅক্সাইড]] এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে।বাতাসে এছাড়াও পরিবর্তনশীল পরিমাণ [[জলীয় বাষ্প]] রয়েছে যার গড় প্রায় ১%।বাতাসের পরিমাণ ও বায়ুমন্ডলীয় চাপ বিভিন্ন স্তরে বিভিন্ন রকম হয়,স্থলজ উদ্ভিদ ও স্থলজ প্রাণীর বেঁচে থাকার জন্য উপযুক্ত বাতাস কেবল পৃথিবীর ট্রপোস্ফিয়ারট্রপোমণ্ডল এবং কৃত্রিম বায়ুমণ্ডলসমূহে পাওয়া যাবে।
 
বায়ুমন্ডলের ভর হচ্ছে প্রায় ৫{{e|১৮}}&nbsp;কেজি,যার তিন চতুর্থাংশ পৃষ্ঠের প্রায় ১১ [[কিলোমিটার|কিলোমিটারের]] (৩৬,০০০ ফুট ৬.৮ মাইল) মধ্যে থাকে।উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমন্ডল পাতলা হতে থাকে এবং বায়ুমণ্ডল ও [[মহাশূন্য|মহাশূন্যের]] মধ্যে কোন নির্দিষ্ট সীমা নেই।Karman লাইন, 100 কিলোমিটার (62 মাইল), অথবা পৃথিবীর ব্যাসার্ধ এর 1.57% এ, প্রায়ই বায়ুমণ্ডল এবং মহাশূন্যে মধ্যে সীমান্ত হিসাবে ব্যবহৃত হয়।[[কারম্যান রেখা]] যা পৃথিবীর সমুদ্রপৃষ্ট থেকে ১০০ [[কিলোমিটার]] (৬২ [[মাইল]]) উপরে অথবা পৃথিবীর ব্যাসার্ধের ১.৫৭% প্রায়ই বায়ুমণ্ডল এবং মহাশূন্যের মধ্যে সীমান্ত হিসাবে ব্যবহার করা হয়।বায়ুমন্ডলীয় প্রভাবসমূহ পরিলক্ষিত হয় যখন মহাকাশযান প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) উচ্চতায় অথ্যাৎ কারম্যান রেখার উপরে গমন করে।বৈশিষ্ট্য যেমন তাপমাত্রা ও গঠনের উপর ভিত্তি করে বায়ুমন্ডলকে কয়েকটি স্তরে ভাগ করা যায়।
৬৫ নং লাইন:
=== প্রধান স্তরসমূহ ===
সাধারণত বায়ুমন্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ু চাপ এবং ঘনত্ব হ্রাস পায়।কিন্তু,তাপমাত্রার সঙ্গে উচ্চতায় আরো জটিল সমীকরণ আছে এবং কিছু অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে স্থির বা এমনকি বৃদ্ধি পেতে পারে উচ্চতা বাড়ার সাথে সাথে।তাপমাত্রা ও উচ্চতার সাধারণ পরিলেখ ধ্রুবক এবং [[বেলুন সাউন্ডিং]] দ্বারা চেনা যায়।তাপমাত্রার এই আচরণ দ্বারা বায়ুমন্ডলীয় স্তর মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়।এই ভাবে,পৃথিবীর বায়ুমণ্ডল পাঁচটি প্রধান স্তরে (একে বায়ুমণ্ডলীয় স্তরবিন্যাস বলা হয়) ভাগ করা যায়।সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত এই স্তরগুলো হচ্ছেঃ
* এক্সোস্ফিয়ারঃএক্সোমণ্ডলঃ > ৭০০ কিলোমিটার (>৪৪০ মাইল)
* থার্মোস্ফিয়ারঃতাপমণ্ডলঃ ৮০ থেকে ৭০০ কিলোমিটার (৫০ থেকে ৪৪০ মাইল)<ref name="থার্মোস্ফিয়ারতাপমণ্ডল">{{ওয়েব উদ্ধৃতি |author=Randy Russell |title= থার্মোস্ফিয়ারতাপমণ্ডল |সাল=২০০৮|url= http://www.windows2universe.org/earth/Atmosphere/thermosphere.html|accessdate=2013-10-18}}</ref>
* মেসোস্ফিয়ারঃমেসোমণ্ডলঃ ৫০ থেকে ৮০ কিলোমিটার (৩১ থেকে ৫০ মাইল)
* স্ট্র্যাটোস্ফিয়ারঃস্ট্র্যাটোমণ্ডলঃ ১২/১৫ থেকে ৫০ কিলোমিটার (৭/৯ থেকে ৩১ মাইল)
* ট্রপোস্ফিয়ারঃট্রপোমণ্ডলঃ ০ থেকে ১২/১৫ কিলোমিটার (০ থেকে ৭/৯ মাইল)<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www-das.uwyo.edu/~geerts/cwx/notes/chap01/tropo.html|title=ট্রপস্ফিয়ারেরট্রপমণ্ডলের উচ্চতা|publisher=Das.uwyo.edu|date=|accessdate=2012-04-18}}</ref>
 
==== এক্সোস্ফিয়ারএক্সোমণ্ডল ====
{{মূল|এক্সোমণ্ডল}}
[[এক্সোস্ফিয়ারএক্সোমণ্ডল]] হচ্ছে পৃথিবীর বায়ুমন্ডলের সবচেয়ে দূরবর্তী স্তর,[[এক্সোবেস]] থেকে শুরু হয়ে ৭০০ কিলোমিটার উপরে বিস্তৃত এবং সমুদ্রতল হতে প্রায় [[চাঁদ|চাঁদের]] দূরত্বের অর্ধেক পথ।এটি প্রধানত হাইড্রোজেন, [[হিলিয়াম]] এবং কিছু ভারী [[অনু|অনুসমূহ]] যেমন নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দিয়ে গঠিত।এই অণু ও পরমাণুসমূহ পরস্পর থেকে এত দূরে থাকে যে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় না ফলে বায়ুমন্ডল আর গ্যাস হিসাবে আচরণ করে না।এই সকল মুক্ত ভ্রমনরত কণাসমূহ নিক্ষিপ্ত বস্তুর নির্দিষ্ট আবক্র পথ অনুসরণ করে।এই স্তরে বায়ু খবই হালকা।
 
==== তাপমণ্ডল ====
==== থার্মোস্ফিয়ার ====
{{মূল|তাপমণ্ডল}}
[[থার্মোস্ফিয়ারতাপমণ্ডল]] প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল;২৬০.০০০ ফুট) উপরে অবস্থিত এবং [[মেসোপজ]] থেকে [[থার্মোপজ]] পর্যন্ত এই স্তরের তাপমাত্রা উচ্চতা বৃদ্ধি সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যা এক্সোস্ফিয়ারেএক্সোমণ্ডলে প্রবেশ করলে উচ্চতার সঙ্গে সঙ্গে [[ধ্রুবক]] হয়।যেহেতু থার্মোপজ এক্সোস্ফিয়ারএক্সোমণ্ডল নিচে অবস্থিত তাই একে এক্সোবেসও বলা হয়।এর গড় উচ্চতা পৃথিবী থেকে প্রায় ৭০০ কিলোমিটার কিন্তু প্রকৃতপক্ষে সৌর ক্রিয়া ও ব্যাপ্তি সঙ্গে পরিবর্তিত হয় ৫০০ থেকে ১০০০ (৩১০-৬২০ মাইল; ১৬০০০০০-৩৩০০০০০ ফুট) কিলোমিটার পর্যন্ত।<ref name="থার্মোস্ফিয়ারতাপমণ্ডল">{{ওয়েব উদ্ধৃতি |author=Randy Russell |title= থার্মোস্ফিয়ারতাপমণ্ডল |সাল=2008|url= http://www.windows2universe.org/earth/Atmosphere/thermosphere.html|accessdate=2013-10-18}}</ref> এই স্তরের তাপমাত্রা সর্বোচ্চ ১,৫০০° [[সেলসিয়াস]] (২,৭০০° ফাঃ) পর্যন্ত হয়। [[আন্তর্জাতিক মহাকাশ স্টেশন]] এর কক্ষপথ এই স্তরের ৩২০ থেকে ৩৮০ কিলোমিটারের (২০০ এবং ২৪০ মাইল) মধ্যে অবস্থিত। [[মেরুজ্যোতি]] যা উত্তর গোলার্ধে অরোরা বোরিয়ালিস (aurora borealis) এবং দক্ষিণ গোলার্ধে অরোরা অস্ট্রালিস (aurora australis) নামে পরিচিত তা মাঝেমধ্যে থার্মোস্ফিয়ারতাপমণ্ডল এবং এক্সোস্ফিয়ারএক্সোমণ্ডল নীচের অংশ দেখা যায়।
 
==== মেসোস্ফিয়ারমেসোমণ্ডল ====
{{মূল|মেসোমণ্ডল}}
[[মেসোস্ফিয়ারমেসোমণ্ডল]] সমুদ্রপৃষ্ট হতে ৫০ কিলোমিটার (১৬০,০০০ ফিট ৩১ মাইল) উপরে [[স্ট্র্যাটোপজ]] থেকে শুরু হয়ে মেসোপজ পর্যন্ত প্রায় ৮০ থেকে ৮৫ (৫০-৫৩ মাইল; ২৬০০০০-২৮০০০০ ফুট) কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।উল্কাপিন্ড সাধারণত ৭৬ কিমি থেকে ১০০ কিমি এর মধ্যে উচ্চতায় মেসোস্ফিয়ারমেসোমণ্ডল দেখা যায়।তাপমাত্রা মেসোস্ফিয়ারেমেসোমণ্ডলে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে হ্রাস যায়।মেসোস্ফিয়ারেরযায়।মেসোমণ্ডলের উপরে অবস্থিত মেসোপজে তাপমাত্রা এত হ্রাস পায় যে এটিই পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান এবং ঐ স্থানের গড় তাপমাত্রা প্রায় -৮৫° সেলসিয়াস (-১২০° ফাঃ, ১৯০ [[কেলভিন]])।<ref>{{Cite journal|last=States|first=Robert J.|last2=Gardner|first2=Chester S.|title=
মেসোপজ অঞ্চলের তাপীয় গঠন(৮০–১০৫ কিলোমিটার) at 40°N Latitude. Part I: Seasonal Variations|journal=
বায়ুমন্ডলীয় বিজ্ঞান পত্রিকা ২০০০|volume=57|pages=66–77|year=2000|month=January|doi=10.1175/1520-0469(2000)057<0066:TSOTMR>2.0.CO;2|bibcode = 2000JAtS...57...66S }}
</ref> এই উচ্চতায় তাপমাত্রা -১০০° সেলসিয়াস (-১৫০° ফাঃ; ১৭০ কেলভিন) পর্যন্ত হ্রাস পেতে পারে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|author=Joe Buchdahl|url=http://www.ace.mmu.ac.uk/eae/Atmosphere/Older/Mesosphere.html|title=Atmosphere, Climate & Environment Information Programme|publisher=Ace.mmu.ac.uk|date=|accessdate=2012-04-18}}</ref> এই স্তরের ঠান্ডা তাপমাত্রার কারনে জলীয় বাষ্প জমাট বাঁধে।
 
==== স্ট্রাটোমণ্ডল ====
==== স্ট্র্যাটোস্ফিয়ার ====
{{মূল|স্ট্রাটোমণ্ডল}}
[[স্ট্র্যাটোস্ফিয়ারস্ট্রাটোমণ্ডল]] অঞ্চল পৃথিবী থেকে ১২/১৫ কিলোমিটার (৭.৫/৯.৩ মাইল, ৩৯,০০০/৪৯,১০৪ ফুট) উপরে [[ট্রপোপজ]] হতে শুরু হয়ে স্ট্র্যাটোপজ পর্যন্ত ৫০ থেকে ৫৫ (৩১-৩৪ মাইল; ১৬০,০০০- ১৮০,০০০ ফুট) কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।স্ট্রাটস্ফিয়ারেবিস্তৃত।স্ট্রাটমণ্ডলে শীর্ষে বায়ুমন্ডলীয় চাপ সমুদ্র পৃষ্টের ১০০০ ভাগের এক।ওজোন স্তর দ্বারা অতিবেগুনি রশ্মির বিকিরণ শোষণ বৃদ্ধি কারণে উচ্চতার সঙ্গে সঙ্গে এই স্তরের তাপমাত্রা বাড়ে।ট্রপোপজে তাপমাত্রা -৬০° সেলসিয়াস হতে পারে (-৭৬° ফাঃ; ২১০ কেলভিন),স্ট্রাটস্ফিয়ারেস্ট্রাটমণ্ডলে উপরে অনেক গরম।<ref name="স্ট্র্যাটোস্ফিয়ারস্ট্র্যাটোমণ্ডল">{{ওয়েব উদ্ধৃতি |author=বায়ুমন্ডলীয় বিজ্ঞান পত্রিকা |title=স্ট্র্যাটোস্ফিয়ারস্ট্র্যাটোমণ্ডল |year=1993 |url= http://www.webref.org/chemistry/s/stratopause.htm|accessdate=2013-10-18}}</ref>
 
==== ট্রপোস্ফিয়ারট্রপোমণ্ডল ====
{{মূল|ট্রপোমণ্ডল}}
ট্রপোস্ফিয়ারট্রপোমণ্ডল ভূপৃষ্ঠ থেকে শুরু হয় এবং প্রায় ১২/১৫ কিলোমিটার উচ্চতায় ট্রপোপজ পর্যন্ত বিস্তৃত,যদিও এই উচ্চতার তারতম্য ঘটে আবহাওয়ার কারণে যা মেরুতে প্রায় ৯ কিলোমিটার (৩০,০০০ ফুট) এবং [[বিষুবরেখা|বিষুবরেখায়]] প্রায় ১৭ কিলোমিটার (৫৬,০০০ ফুট)।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www-das.uwyo.edu/~geerts/cwx/notes/chap01/tropo.html|title=ট্রপোপজের উচ্চতা|publisher=Das.uwyo.edu|date=|accessdate=2012-04-18}}</ref> ট্রপোস্ফিয়ারট্রপোমণ্ডল সবচেয়ে বেশি উওপ্ত হয় ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত তাপশক্তি দ্বারা,তাই সাধারণত ট্রপোস্ফিয়ারট্রপোমণ্ডল সর্বনিম্ন অংশ উষ্ণ এবং উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়।মূলত সমস্ত আবহাওয়ার ঊপাদান যেমন মেঘ ইত্যাদিসহ ট্রপোস্ফিয়ারট্রপোমণ্ডল বায়ুমণ্ডলের ভরের প্রায় ৮০% ধারণ করে।<ref>মেকগ্রাও হিলের সংক্ষিপ্ত বিজ্ঞান ও প্রযুক্তি এনসাইক্লোপিডিয়া. (1984). ট্রপোস্ফিয়ার.ট্রপোমণ্ডল। "এটা সম্পূর্ণ বায়ুমণ্ডলের ভরের প্রায় পাঁচ ভাগের চার ধারণ করে.করে।"</ref> ট্রপোপজ হচ্ছে ট্রপস্ফিয়ারট্রপোমণ্ডলস্ট্রাটস্ফিয়ারস্ট্রাটোমণ্ডলের মধ্যে সীমারেখা সরূপ।
 
[[চিত্র:Endeavour silhouette STS-130.jpg|thumb|একটি স্পেস শাটল মহাকাশযান স্ট্রাটস্ফিয়ারস্ট্রাটমণ্ডল এবং মেসোস্ফিয়ারমেসোমণ্ডল অতিক্রম করতে দেখা যাচ্ছে. কমলা স্তরটি হচ্ছে [[ট্রপোস্ফিয়ারট্রপোমণ্ডল]], সাদাটে স্তরটি হচ্ছে [[স্ট্র্যাটোস্ফিয়ারস্ট্রাটোমণ্ডল]] এবং তারপর নীল স্তরটি হচ্ছে [[মেসোস্ফিয়ারমেসোমণ্ডল]].<ref>{{ওয়েব উদ্ধৃতি|title=ISS022-E-062672 caption|url=http://spaceflight.nasa.gov/gallery/images/shuttle/sts-130/html/iss022e062672.html|publisher=NASA|accessdate=21 September 2012}}</ref>]]
 
== তথ্যসূত্র ==