সংস্কৃত কলেজিয়েট স্কুল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
BuddhodevGhosh (আলোচনা | অবদান)
→‎স্মরণীয় ছাত্ররা: বানান সংশোধন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
BuddhodevGhosh (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৬৩ নং লাইন:
|picture_caption2 =
}}
'''সংস্কৃত কলেজিয়েট স্কুল''' ভারতের [[পশ্চিমবঙ্গ]] রাজ্যের [[কলকাতা]] শহরে অবস্থিত একটি বিদ্যালয়। এটি কলকাতার প্রাচীন-আধুনিকশিক্ষাপ্রণালীযুক্ত বিদ্যালয় এবং ভারতের প্রাচীনতম বিদ্যালয়গুলির অন্যতম। একইসঙ্গে এটি পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ ও ভারতের শ্রেষ্ঠতম সরকারি বিদ্যালয়গুলির মধ্যে একটি । এটি কলকাতার [[কলেজস্ট্রিট|কলেজ স্ট্রিট]]([[বইপাড়া]]) অঞ্চলে অবস্থিত। এটি ইংরাজি ১৮২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে বহু কৃতিবিদ্যকৃতবিদ্য ছাত্র উপহার দিয়েছে ।
 
ভারত তথা কলকাতার একটি অন্যতম প্রাচীন বিদ্যালয়। [[পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ]] ও [[পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ]], পশ্চিমবঙ্গের শিক্ষাক্রম অনুযায়ী এখানে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেনী অবধি পড়ানোর ব্যবস্থা আছে। এই স্কুলতি সম্পূর্ণ ছাত্রকেন্দ্রিক। এটি গড়ে ওঠে কলকাতা সংস্কৃত কলেজের সাথে। নথি অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয় ১৮২৪ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারী। এটি [[প্রেসিডেন্সী কলেজ|প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়]], [[কলেজ স্কোয়ার]] ([[বিদ্যাসাগর উদ্যান]]) ও [[হিন্দু স্কুল|হিন্দু স্কুলে]]র বিপরীতে এবং [[কলকাতা বিশ্ববিদ্যালয়|কলকাতা বিশ্ববিদ্যালয়-]]র  বিপরীতে [[ইন্ডিয়ান্ কফি হাউজ]] ও [[হেয়ার স্কুল|হেয়ার স্কুল]]-র পরেও অবস্থিত।
 
== ইতিহাস ==
এটি মধ্য কলকাতার বিখ্যাত [[কলেজ স্ট্রীট]] এ অবস্থিত। এটি [[লর্ড আমহার্স্ট]]র গভর্নর জেনারেলশিপের সময় [[এইচ টি জেমস প্রিন্সেপ]] ও [[থমাস বেবিংটন ম্যাকাওলি]]সহ অন্যান্যদের পরামর্শে তৈরি হয়। ১৮৫১ সালে [[ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর]] প্রিন্সিপল থাকাবস্থায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি গুরুত্ব অর্জন করে। তিনি ব্রাহ্মণ ছাড়াও অন্যান্য বর্ণের ছাত্রদের এখানে ভর্তি করিয়েছিলেন। প্রথম দিকে এই স্থানে [[লীলাবতী]],[[ বীজগণিত]], [[ইতিহাস]], [[দর্শন]] , [[সংস্কৃত]], [[পালি]]র মত বিষয় গুচ্ছ পড়ান হত। এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষক ও ছাত্র বিশেষ করে [[বাংলার নবজাগরণে]] অংশ নেওয়ার জন্য ইতিহাসে খ্যাত হয়ে আছেন। ভারতীয় ঐতিহ্য রক্ষার্থেও এদের বিশেষ ভুমিকা আছে।