বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
নমস্কার! আমি [[হুগলী জেলা|হুগলি জেলার]] [[শ্রীরামপুর, পশ্চিমবঙ্গ|শ্রীরামপুরে]] থাকি। [[ইংরেজি ভাষা|ইংরেজিতে]] স্নাতকোত্তর। আগ্রহের জায়গা [[ইংরেজি সাহিত্য]], [[ভারতের ইতিহাস|ভারত]] ও [[বিশ্বের ইতিহাস]], [[প্রাক-ইতিহাস|প্রাগৈতিহাস]], [[ভূগোল]], [[জীববিজ্ঞান|জীববিদ্যা]]। ক্ষমতার জায়গা, আশা করি, [[ভাষানুবাদ|অনুবাদ]]।
 
এক [[Wikt:বন্ধু|বন্ধুর]] কাছে একবার একটা [[গল্প]] শুনেছিলাম। [[সমুদ্র|সমুদ্রের]] ধার দিয়ে একজন হেঁটে যাচ্ছেন। ভাঁটার সময়; শ'য়ে শ'য়ে [[ঝিনুক]] [[Wikt:উপকূল|উপকূলের]] কাছে চলে এসেছিল, তারা বালিতে পড়ে আছে। কিছুক্ষণের মধ্যেই বালি শুকিয়ে [[মৃত্যু|মরে]] যাবে। ব্যক্তিটি একটা একটা করে ঝিনুক কুড়িয়ে সমুদ্রের মধ্যে ছুঁড়ে দিতে দিতে হাঁটছেন। আরেকজন সেখানে উপস্থিত হয়ে তাঁর কান্ড দেখে জিগ্যেস করলেন, এইভাবে কতগুলো ঝিনুককেই বা আপনি [[জীবন|বাঁচাতে]] পারবেন? প্রথম ব্যক্তিটি উত্তরে নিচু হয়ে একটা একটা করে ঝিনুক কুড়িয়ে সমুদ্রে ছুঁড়ে দিয়ে বলতে লাগলেন, "এই যে এটাকে বাঁচালাম", "এই যে এটাকেও বাঁচালাম"...
 
[[বাংলা উইকিপিডিয়া|উইকিপিডিয়ায়]] [[উইকিপিডিয়া:অনুবাদ|অনুবাদ]] করতে যখন রোখ চেপে যায়, তখন এরকমই একটা কিছু ভাবি।
 
{| class="wikitable"