ইউনিফর্ম রিসোর্স লোকেটর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
I am Justin (আলোচনা | অবদান)
তথ্যের বিশদ বিবরণ প্রদান
I am Justin-এর সম্পাদিত 2761536 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে, অবিশ্বকোষীয় লেখা
১ নং লাইন:
'''ইউনিফর্ম রিসোর্স লোকেটর''' বা '''ইউ আর এল''' (URL) বা '''ওয়েব ঠিকানা''' ইন্টারনেটের মাধ্যমে কোন বিশেষ ওয়েবসাইটে পৌঁছনোর জন্য ব্যবহৃত একটি বিশেষ কোড।
আমরা ইন্টারনেট যারা ব্যবহার করি তারা অনেকেই এই url শব্দটির সাথে পরিচিত। আমরা সাধারণত url বলতে বুঝি web browser এর এড্রেস বার এ লিখা text কে। কিন্তু আমরা অনেকেই এই url কি ও ভাবে কি করে তা জানিনা অথবা জানার প্রয়োজন মনে করিনা তবে যারা জানেন না তাদের জানানোর জন্য আর যারা জানতে আগ্রহী তাদের জ্ঞান আরোহনের জন্য আমার এ প্রচেষ্টা। আর যারা জানেন তারা আরও বেশি জানলে আওয়াজ দিয়েন।
 
প্রথমে জেনে নেই URL কথাটির মানে কি?
 
U = Uniform
 
R= Resource
 
L= Locator
 
অর্থ্যৎ URL এর পুরা মানে হল Uniform Resource Locator সোজা কথায় এটি একটি পোশাক যা কিনা কোন একটি নির্দিষ্ট ঠিকানা বহন করে ওয়েব পেজের, ইমেইল ক্লায়েন্টের এবং অন্যান্য software কে network resource পরিচিত করায়। network resource হচ্ছে এক প্রকার ফাইল , সাধারণ text, গ্রাফিকাল উপস্থাপনা এবং প্রোগ্রামের সমন্বয়।
 
URL মূলত তিনটি জিনিষ নিয়ে কাজ করে বা প্রতিনিধিত্ব করে।
 
1. network protocol
 
2. host name or address
 
3. file or resource location
 
এই তিন টি অংশ নিয়ে একটি পূর্ণ URL গঠিত, নিম্নে দেখুন:
 
protocol Thinking / host / location
 
URL Protocol
 
protocol নির্ণয় করে দেয় কোন প্রকার network protocol ব্যবহার করা হচ্ছে তথ্য সংগ্রহ করার জন্য। একটি URL এর protocol কে এই তিনটি অক্ষরে পূর্বে “://” পাওয়া যাবে। বিভিন্ন protocol দেয়া হল বুঝার সুবিধার্থে।
 
http://
 
ftp://
 
mailto://
 
https://
 
URL Host
 
Host হচ্ছে কোন computer বা অন্য কোন network device নির্ণয় কারী। Host এর তথ্য আসে ইন্টারনেটে শেয়ার করা ডাটা থেকে যেমন DNS(Domain Name System)। DNS তথ্য translates করে domain এবং host names এর IP addresses থেকে। সে স্বয়ংক্রিয় ভাবে IP addresses থেকে Web browser এ text এ পরিবর্তন করে দেখায়। যেমন www.sabujbanglablog.net এই web page এর Host ।
 
URL Location
 
Location হচ্ছে একটি পথ বা মাধ্যম যার মাধ্যমে কোন host এর নিদিষ্ট স্থান নির্ণয় করে। উপাত্ত সাধারণত host এর directory বা File folder এ থাকে যেমন <nowiki>http://www.sabujbanglablog.net/20475.html</nowiki> এখানে “/20475.html” টি www.sabujbanglablog.net (Host) এর একটি নির্দিষ্ট page।
 
এখানে একটি প্রশ্ন আসতে পারে www.sabujbanglablog.net এর আমরা প্রবেশ করলে address bar এ সুধু “www.sabujbanglablog.net” text দেখায় তাহলে Location কোথায় ? আসলে www.sabujbanglablog.net এ প্রবেশ করলে সে স্বয়ংক্রিয় ভাবে যাকে মূল page হিসেবে বলা আছে সেখানে নিয়ে যায় তাই এখানে “/index.htm” লিখার প্রয়োজন হয় না।
 
==পাদটীকা==