বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shahinaktercmt (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Shahinaktercmt (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩৫ নং লাইন:
 
== কৈশোর কাল ==
কৈশোর কেটেছে গ্রাম-গঞ্জ-শহর এই তিনটা মিলে।তার ভ্রমণ করতে ভালো লাগে।বিভিন্ন সময়ে কৈশোর কালে বিভিন্ন জায়গা ভ্রমণ করেছে।দূরান্তপনা ছিলো তার কৈশোর কাল।প্রেম করেছে,কখনো বিরহে কবিতা লিখতে শুরু করেছে আবার কখনো উপন্যাস।কিন্তু দুঃখের বিষয় তার কোন বই এখনো বের করেন নি।তবে আশা আছে বের করবেন।
 
== ছাত্র জীবন ==
তিনি শিশু শ্রেণী পড়া-শুনা শুরু করে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পাস করে গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন।সেখান থেকেই মাধ্যমিক পাস করেন ২০১০ সালে।কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১০সালের এস.এস.সি(মাধ্যমিক পরীক্ষা)তে কৃততীর্থ পূর্ণ রিজাল্ট করে পাস করেন।তখন বাংলা ক্লাসের শিক্ষক বাবু অমল কান্তি'র কাছ থেকে কবিতা পড়ার ধরন আর কবিতা ছন্দে ছন্দে মিল করে কবিতা বানানোর যে আকর্ষণ সেটা তার মাধ্যমে প্রথম শিখেন।তার ছন্দ করে কবিতা বলা আর ছন্দের তালে কথা বলা খুব আকৃষ্ট করে তোলে।পরে ২০১০ সালে [[যশোর পলিটেকনিক ইনস্টিটিউট]] তে ভর্তি পরীক্ষা দেন।সেখানে তিনি [[কম্পিউটার টেকনোলজি]] তে ভর্তি হোন।এখানে পড়ার সময় এক বড় ভাই সিরাজুল ইসলামের সাথে পরিচয় হয়।তার কাছ থেকেও কথা বলা আর কবিতা লেখার ধরন শেখেন।[[যশোর পলিটেকনিক ইনস্টিটিউট]] এর আর.এস ডিপার্টমেন্ট এর বাংলা স্যার জাহিদ এর কাছ থেকে সাহিত্য লেখা বা ছোট গল্প লেখার অনুপ্রেরণা পান।তার বাংলা ক্লাসে বসে মন মুগ্ধ গল্প শুনতো।ছোট বেলা থেকে লেখার প্রতি এই লেখকের খুবই আগ্রহ।তার পিছনে সকল শিক্ষকের প্রতি বিশাল অবদান আছে।