রবার্ট ডব্লিউ ব্রোডার্সেন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

আমেরিকান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: '''রবার্ট ডব্লিউ ব্রোডার্সেন''' ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নি...
(কোনও পার্থক্য নেই)

১৯:০৭, ৩ অক্টোবর ২০১৭ তারিখে সংশোধিত সংস্করণ

রবার্ট ডব্লিউ ব্রোডার্সেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এর তড়িত প্রকৌশলের ইমেরিতাস অধ্যাপক এবং বার্কলে ওয়্যারলেস রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা।

জীবনী

ব্রোডার্সেন ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক ইউনিভার্সিটি থেকে তড়িত প্রকৌশল এবং গণিতে ১৯৬৬ সালে ব্যাচেলর অব সায়েন্স, এমআইটি থেকে তড়িত প্রকৌশলে ১৯৬৮ সালে মাস্টার্স এবং ১৯৭২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি টেক্সাস ইনস্ট্রুমেন্ট্‌স এ কাজ করার পর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে ১৯৭৬ সালে শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি এখানে বিদ্যুৎ সাশ্রয়ী ডিজাইন, ওয়্যারলেস কমিউনিকেশন, আলট্রা-ওয়াইডব্যান্ড রেডিও সিস্টেমস, মাল্টিপল ক্যারিয়ার মাল্টিপল অ্যান্টেনা এলগরিদম, মাইক্রোওয়েভ সিমস রেডিও ডিজাইন এবং কম্পিউটার এইডেড ডিজাইন টুলের উপর মনোনিবেশ করেন।

সম্মাননা

  • আইইইই ফেলো
  • আইইইই ডব্লিউ আর জি বেকার প্রাইজ
  • আইইইই মরিস এন লিয়েবম্যান মেমোরিয়াল অ্যাওয়ার্ড ১৯৮৩
  • আইইইই সলিড স্টেট সার্কিটস অ্যাওয়ার্ড ১৯৯৭

তথ্যসূত্র