পিটার ফুলটন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:ক্রিকেটার যোগ হটক্যাটের মাধ্যমে
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি
৪ নং লাইন:
সুপরিচিত [[ক্রিকেট]] পরিবার থেকে এসেছেন পিটার ফুলটন। তার কাকা রড্ডি ফুলটনও ক্রিকেট খেলার সাথে জড়িত ছিলেন। রড্ডি ক্যান্টারবারি ও নর্দার্ন ডিস্ট্রিক্টস - উভয় দলের পক্ষেই ১৯৭২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত অধিনায়কের দায়িত্বে ছিলেন।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১১ মার্চ, ২০০৩ তারিখে ক্যান্টারবারির পক্ষে [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] অভিষেক ঘটে পিটার ফুলটনের। ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে অনুষ্ঠিত ঐ খেলায় অকল্যান্ডের বিপক্ষে তিনি অপরাজিত ৩০১ রান তুলেন। এরফলে অভিষেকে যে-কোন নিউজিল্যান্ডীয় খেলোয়াড়ের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার সবিশেষ কৃতিত্ব প্রদর্শন করেন তিনি।
 
২ নভেম্বর, ২০০৪ তারিখে [[বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল|বাংলাদেশের]] বিপক্ষে তার ওডিআই অভিষেক হয়। ৮ জানুয়ারি, ২০০৬ তারিখে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে নেপিয়ারের ম্যাকলিন পার্কে অনুষ্ঠিত খেলায় ১১২ রানের মনোজ্ঞ সেঞ্চুরি উপহার দেন। তাস্বত্ত্বেও তার দল পরাজিত হয়েছিল। একই সিরিজে তিনি আরও দুইটি অর্ধ-শতকের সন্ধান পেয়েছিলেন।
[[বিষয়শ্রেণী:ক্রিকেটার]]
 
৯ মার্চ, ২০০৬ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। মার্চ, ২০১৩ সালে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে নিজস্ব প্রথম টেস্ট সেঞ্চুরি হিসেবে ১৩৬ রান করেন। অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত ঐ টেস্টের দ্বিতীয় ইনিংসেও ১১০ রান করেন। এরফলে চতুর্থ নিউজিল্যান্ডীয় হিসেবে টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার কীর্তিগাঁথা রচনা করেন পিটার ফুলটন। তবে ঐ টেস্টটি ড্রয়ে পরিণত হয়েছিল।