গাই হুইটল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
টেস্ট ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
ক্রিকেট বিশ্বকাপ - অনুচ্ছেদ সৃষ্টি
১০ নং লাইন:
 
দুই বছর পর কুইন্স স্পোর্টস ক্লাবে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ২০৩ রান তুলে রেকর্ড বইয়ে নাম লেখান। দ্বি-শতক রানের জন্য দলের ১১ নম্বর ব্যাটসম্যান [[এভারটন মাতাম্বানাদজো]] তাকে প্রভূতঃ সহায়তা করেন। [[ফিল্ডিং (ক্রিকেট)|স্লিপ অঞ্চল]] দিয়ে বাউন্ডারি মেরে তিনি এ কৃতিত্ব অর্জন করেন।
 
সেপ্টেম্বর, ২০০২ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে অল্পের জন্য দ্বি-শতক রানের ইনিংস খেলা থেকে বঞ্চিত হন। বিতর্কিত ঘটনায় তিনি [[অপরাজিত (ক্রিকেট)|অপরাজিত]] ১৮৮* রান নিয়ে প্যাভিলিয়নে ফেরৎ যেতে বাধ্য হন। [[ডিওন ন্যাশ|ডিওন ন্যাশের]] বলে দুই রান সংগ্রহের জন্য চেষ্টা চালান ও শেষ ব্যাটসম্যান [[পমি এমবাঙ্গা]] রান আউটের শিকার হন।
 
তার খেলোয়াড়ী জীবনে কোন পাঁচ-উইকেট লাভের ঘটনা নেই। তবে জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেটে পঞ্চাশেরও অধিক [[উইকেট]] পেয়েছেন তিনি। [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডের]] বিপক্ষে নিজস্ব সেরা বোলিং পরিসংখ্যান গড়েন ৪/১৮।
 
== ক্রিকেট বিশ্বকাপ ==
তিনটি বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন তিনি। তন্মধ্যে, [[১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ|১৯৯৯]] সালের ক্রিকেট বিশ্বকাপে জিম্বাবুয়েকে সুপার সিক্সে উত্তরণ ঘটান তিনি।