জর্জ ওয়াশিংটন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
সম্প্রসারণ
১১৭ নং লাইন:
 
সম্মানিত সামরিক বীর ও বৃহৎ জমিদার হিসেবে তিনি স্থানীয় অফিস স্থাপন করেন এবং ভার্জিনিয়ার প্রাদেশিক আইন পরিষদে নির্বাচিত হন। তিনি ১৭৫৮ সাল থেকে শুরু ক্রএ সাত বছর হাউজ অব বুরগেসের পক্ষে ফ্রেডেরিক কাউন্টির প্রতিনিধিত্ব করেন।<ref>{{harvnb|Ellis|2004|pp=41–42, 48}}</ref> ১৭৫৮ সালের নির্বাচনে তিনি ভোটারদের ১৭০ গ্যালন চালের গুঁড়ো, বিয়ার, মদ, হার্ড সিডার এবং ব্র্যান্ডি নিয়ে যান, যদিও ফোর্বস অভিযানে তিনি বেশিরভাগ সময় অনুপস্থিত ছিলেন।<ref>{{harvnb|Alden|1993|p=71}}</ref> বেশ কয়েকজন স্থানীয় অভিজাতদের সহায়তায় ওয়াশিংটন আসনটিতে প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে বাকি তিনজন প্রার্থীকে পরাজিত করে নির্বাচনে জয়লাভ করেন।<ref>{{harvnb|Ferling|2009|pp=49–51}}</ref> আইন পরিষদে তাঁর কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে ওয়াশিংটন খুব কম কথা বলতেন, কিন্তু ১৭৬০-এর দশকে তিনি ব্রিটেনের কর ও বানিজ্য নীতির উল্লেখযোগ্য সমালোচক হয়ে ওঠেন।<ref>{{harvnb|Ferling|2009|pp=51–54, 68}}</ref>
 
==মার্কিন বিপ্লব (১৯৭৫-৮৩)==
ওয়াশিংটন আমেরিকান বিপ্লবে নেতৃস্থানীয় সামরিক এবং রাজনৈতিক ভূমিকা পালন করে। ১৭৬৭ সালে যখন তিনি ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন কর্মের বিরুদ্ধে প্রথম রাজনৈতিক অবস্থান নেন তখন থেকেই এই বিপ্লবে তাঁর সম্পৃক্ততা শুরু হয়। তিনি উপনিবেশসমূহের জন্য ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত প্রথম কর আইন ১৭৬৫ সালের স্ট্যাম্প অ্যাক্টের বিরোধিতা করেন। এই অ্যাক্টে উপনিবেশ থেকে কোন প্রতিনিধি ছিলেন না। তিনি ১৭৬৭ সালে প্রণীত টাউনশিড অ্যাক্টের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়লে তিনি ক্রমবর্ধমান ঔপনিবেশিক প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করতে শুরু করেন। তিনি ১৭৬৯ সালের মে মাসে এই অ্যাক্ট বাতিল করা না হলে ভার্জিনিয়ায় ইংরেজদের পণ্য বর্জন করার প্রস্তাব পেশ করেন। প্রস্তাবটি নথিবদ্ধ করেন তার বন্ধু [[জর্জ ম্যাসন]]।<ref>{{harvnb|Freeman|1968|pp=174–76}}</ref>
 
ব্রিটিশ পার্লামেন্ট ১৭৭০ সালে টাউনশেড অ্যাক্ট বাতিল করে। ১৭৭৪ সালে ওয়াশিংটন ইনটলারেবল অ্যাক্টে এই আইনকে "আমাদের অধিকার ও স্বাধিকারের আগ্রাসন" হিসেবে উল্লেখ করেন।<ref>{{harvnb|Randall|1997|p=262}}</ref> তিনি বন্ধু ব্রায়ান ফেয়ারফ্যাক্সকে বলেন, "আমার মনে হয় গ্রেট ব্রিটেনের পার্লামেন্টের আমার অনুমতি ছাড়া আমার পকেটে হাত দেওয়ার অধিকার নেই।" তিনি আরও বলেন যে আমেরিকানরা কোন প্রকার অত্যাচারের নিকট মাথা নত করবে না।<ref>{{harvnb|Alden|1993|p=101}}</ref>
 
১৭৭৪ সালের জুলাই মাসে তিনি একটি বৈঠকের সভাপতিত্ব করেন, যেখানে "ফেয়ারফ্যাক্স রিসলভস" গৃহীত হয়েছিল। এই রিসলভটিতে অন্যান্য বিষয়াবলির সাথে কন্টিনেন্টাল কংগ্রেসের আহ্বান জানানো হয়। আগস্ট মাসে ওয়াশিংটন প্রথম ভার্জিনিয়া কনভেনশনে যোগ দেন, যেখানে তিনি প্রথম কন্টিনেন্টাল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।<ref>{{harvnb|Ferling|2010|p=100}}</ref><ref>{{harvnb|Ford|Hunt|Fitzpatrick|1904|p=11}}</ref>
 
===সর্বাধিনায়ক===
[[চিত্র:George Washington, 1776.jpg|left|thumbnail|upright|[[চার্লস উইলসন পিল]] কর্তৃক তৈল রঙে অঙ্কিত '''জর্জ ওয়াশিংটন''', জুলাই ১৭৭৬, [[ব্রুকলিন জাদুঘর]]।]]
 
১৭৭৫ সালের এপ্রিল মাসে বোস্টনের নিকটবর্তী সংগঠিত [[লেক্সিংটন ও কনকর্ডের যুদ্ধ|লেক্সিংটন ও কনকর্ডের যুদ্ধের]] পরে উপনিবেশগুলো যুদ্ধে জড়িয়ে পড়ে। ওয়াশিংটন দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেসে সামরিক উর্দিতে হাজির হন, যা তার যুদ্ধের প্রস্তুতি নির্দেশ করে।<ref>{{harvnb|Rasmussen|Tilton|1999|p=294}}</ref> তার সম্মান, সামরিক অভিজ্ঞতা, দক্ষতা ছিল এবং তিনি মিলিটারি প্রধান হিসেবে সেনাবাহিনী পরিচালক এবং দেশপ্রেমিক হিসেবে পরিচিত ছিলেন। ভার্জিনিয়া সর্ববৃহৎ উপনিবেশ ছিল এবং স্বীকৃতি লাভের যোগ্য ছিল। নিউ ইংল্যান্ডে প্রথম যুদ্ধ শুরু হয় এবং তার উপলব্ধি করে যে তাদের দক্ষিণের সমর্থন প্রয়োজন। ওয়াশিংটন সর্বাধিনায়কের দপ্তর লাভের আশা করেনি এবং তিনি মনে করতেন তিনি এই পদের যোগ্য নন,<ref name="GEN WASHINGTON">{{harvnb|Bell|2005}}</ref><ref>{{harvnb|Library of Congress|1905}}</ref> কিন্তু তাতে কোন গুরুতর প্রতিযোগিতা ছিল না।<ref>{{harvnb|Ellis|2004|pp=68–72}}</ref> কংগ্রেস ১৭৭৫ সালের ১৪ জুন [[কন্টিনেন্টাল আর্মি]] গড়ে তুলে।<ref>{{ওয়েব উদ্ধৃতি |title=WEDNESDAY, JUNE 14, 1775 (''Journals of the Continental Congress, 1774–1789''), ed. Worthington C. Ford et al. (Washington, D.C., 1904–37)|url=http://memory.loc.gov/cgi-bin/query/r?ammem/hlaw:@field(DOCID+@lit(jc00235))|website=memory.loc.gov|publisher=[[Library of Congress]]|pages=89–90|date=June 14, 1775|accessdate=২৯ সেপ্টেম্বর, ২০১৭}}</ref> [[ম্যাসাচুসেটস|ম্যাসাচুসেটসের]] [[জন অ্যাডামস]] ওয়াশিংটনকে মনোনীত করেন, এবং পরে তাকে কন্টিনেন্টাল আর্মির পূর্ণ জেনারেল এবং [[সর্বাধিনায়ক]] হিসেবে নিয়োগ প্রদান করেন।<ref name="GEN WASHINGTON" /><ref>[http://memory.loc.gov/cgi-bin/query/r?ammem/hlaw:@field(DOCID+@lit(jc00238)): Cont'l Cong., Commission for General Washington, in 2 ''Journals of the Continental Congress, 1774–1789'' 96–97 (Library of Cong. eds., 1905)].</ref><ref>[http://memory.loc.gov/cgi-bin/query/r?ammem/hlaw:@field(DOCID+@lit(jc00240)): Cont'l Cong., Instructions for General Washington, in 2 ''Journals of the Continental Congress, 1774–1789'' 100–01 (Library of Cong. eds., 1905)].</ref> ওয়াশিংটনের বেতন গ্রহন করতে অস্বীকৃতি জানান, যার ফলে তিনি "মহৎ এবং উদার" কমান্ডিং অফিসার হিসেবে খ্যাতি অর্জন করেন।<ref>{{harvnb|Ferling|2009|pp=86–87}}</ref>
 
ব্রিটিশরা তখন ওয়াশিংটন এবং তার সেনাবাহিনীর দ্বারা সংগঠিত হতে যাওয়া আসন্ন বিপদ অনুধাবন করে। ১৭৭৫ সালের ২৩ আগস্ট ব্রিটেন মার্কিন দেশপ্রেমিককে রাজদ্রোহী হিসেবে অভিযুক্ত করে রাজকীয় ফরমান জারি করে। যদি তারা বলপ্রয়োগ করে, তবে তাদের সম্পত্তি জব্দ করা হবে এবং তাদের নেতাদের ফাঁসির মঞ্চে মৃত্যুদণ্ড প্রদান করা হবে।<ref>{{harvnb|Alden|1993|p=124}}</ref>
 
জেনারেল ওয়াশিংটন যুদ্ধে তিনটি ভূমিকা পালন করেন। প্রথমত, তিনি ১৭৭৫-৭৭ সালে এবং পুনরায় ১৯৮১ সালে প্রধান ব্রিটিশ সেনাবাহিনীর বিপক্ষে সৈন্যদের নেতৃত্ব প্রদান করেন। তিনি অনেকগুলো যুদ্ধে পরাজিত হন, কিন্তু তিনি যুদ্ধে তার সেনাবাহিনী নিয়ে আত্মসমার্পণ করেন নি। তিনি যুদ্ধ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে অক্লান্তভাবে যুদ্ধ করেন। তিনি কংগ্রেসের সহযোগিতায় যুদ্ধের সামগ্রিক কৌশলের নকশা করেন।<ref name="ch3">{{harvnb|Higginbotham|1985|loc=ch. 3}}</ref>
 
[[চিত্র:General George Washington at Trenton by John Trumbull.jpeg|thumb|upright|জন ট্রামবুল অঙ্কিত ''জেনারেল জর্জ ওয়াশিংটন অ্যাট ট্রেন্টন'', [[ইয়েল ইউনিভার্সিটি আর্ট গ্যালারি]] (১৭৯২)।]]
 
দ্বিতীয়ত, তিনি সেনাবাহিনীকে সংগঠিত করতেন এবং প্রশিক্ষণ প্রদান করতেন। তিনি নিয়মিত সৈনিক নিয়োগ করেন এবং অভিজ্ঞ প্রুশীয় সৈনিক [[ফ্রিডরিখ ভিলহেল্ম ফন স্টেউবেন|ব্যারন ফন স্টেউবেনকে]] তাদের প্রশিক্ষণ প্রদানের জন্য নিয়োগ দেন। যুদ্ধের প্রচেষ্টা এবং সেনা সরবরাহ কংগ্রেসের আওতায় ছিল,<ref name="War Department">{{ওয়েব উদ্ধৃতি |url=http://wardepartmentpapers.org/blog/?m=201101|title=Creation of the War Department|work=Papers of the War Department, 1784–1800|publisher=[[Center for History and New Media]] |location=Fairfax, Virginia |date=January 20, 2011|accessdate=২৯ সেপ্টেম্বর, ২০১৭}}</ref> কিন্তু ওয়াশিংটন কংগ্রেসকে অপরিহার্য উপাদানসমূহ প্রদান করার জন্য চাপ প্রদান করতেন।<ref>{{harvnb|Carp|1990|p=220}}</ref> ১৭৭৬ সালের জুন মাসে কংগ্রেসের প্রথম প্রচেষ্টার পাশাপাশি "যুদ্ধ ও অর্ডিন্যান্স বোর্ড" কমিটি প্রতিষ্ঠিত হয়। ১৭৭৭ সালের জুলাই মাসে তা বোর্ড অব ওয়ারের আওতায় চলে যায়, এই কমিটিতে সেনাবাহিনীর সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়।<ref name="War Department" /> সশস্ত্র বাহিনীর নেতৃত্বের কাঠামো ছিল জগাখিচুড়ি ধরনের ছিল, যার তদারকি করত কংগ্রেসনাল নিয়োগকর্তারা (এবং কংগ্রেস মাঝে মাঝে ওয়াশিংটনের মতামত ব্যতীতই নিয়োগ প্রদান করত)।<ref name="ch3" />
 
==পাদটীকা==
১৩৬ ⟶ ১৫৬ নং লাইন:
[[বিষয়শ্রেণী:১৭৩২-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৭৯৯-এ মৃত্যু]]
[[বিষয়শ্রেণী:আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের ফেলো]]
[[বিষয়শ্রেণী:ইংরেজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি]]
[[বিষয়শ্রেণী:ওলন্দাজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি]]
[[বিষয়শ্রেণী:কন্টিনেন্টাল আর্মির জেনারেল]]
[[বিষয়শ্রেণী:মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি]]
[[বিষয়শ্রেণী:মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক]]
[[বিষয়শ্রেণী:মার্কিন সামরিক কর্মকর্তা]]