রণজিত সিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
Suvray (আলোচনা | অবদান)
→‎সম্মাননা: + সংশোধন
৭৪ নং লাইন:
 
== সম্মাননা ==
১৮৯৬ সালে অসামান্য ক্রীড়াশৈলী উপস্থাপনার কারণে ১৮৯৭ [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেন]] কর্তৃক তিনি [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটার]] মনোনীত হন।<ref name=coy>{{ওয়েব উদ্ধৃতি| url = http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/154848.html| title = Ranjitsinhji (Cricketer of the Year) | work = Wisden Cricketers' Almanack | year = 1897 | publisher = John Wisden & Co. | accessdate = 11 June 2011|language=en}}</ref> তাঁর দেহাবসানের পর [[ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড]] (বিসিসিআই) ১৯৩৪ সালে [[রনজি ট্রফি|রঞ্জি ট্রফি]] প্রবর্তন করে। তাঁর সম্মানার্থে ও এ [[ট্রফি]] প্রস্তুতে সমূদয় অর্থ [[পাতিয়ালা|পাতিয়ালার]] [[Maharaja Bhupinder Singh|মহারাজা ভুপিন্দার সিং]] দান করেন ও প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। ১৯৩৪-৩৫ মৌসুমে প্রথমবারের মতো এ প্রতিযোগিতা শুরু হয়। অদ্যাবধি ভারতের বিভিন্ন শহর ও রাজ্য দলের মধ্যে এ প্রতিযোগিতাটি প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে স্বীকৃত।<ref>{{বই উদ্ধৃতি|author1=Les Scott|title=Bats, Balls & Bails: The Essential Cricket Book|publisher=Random House|isbn=9781446423165|url=https://books.google.co.in/books?id=KDIxbom3Wb4C&pg=PT333&dq=ranjitsinhji+ranji+trophy+1934&hl=en&sa=X&ei=Td1WVcfjHc7c8AWJxYGYAw&ved=0CCgQ6wEwAg#v=onepage&q=ranjitsinhji%20ranji%20trophy%201934&f=false|accessdate=16 May 2015|language=en}}</ref>
 
ভাতৃষ্পুত্র [[দিলীপসিংজী]] তাঁর পদাঙ্ক অনুসরণ করে ইংল্যান্ডে প্রথম-শ্রেণীর ক্রিকেট ও ইংল্যান্ড দলে খেলেন।<ref name="crirpro" /> ক্রিকেটের বাইরে ১৯০৭ সালে নওয়ানগরের মহারাজা জাম সাহিব উপাধি লাভ করেন। পরবর্তীকালে [[Chamber of Princes|ইন্ডিয়ান চেম্বার অব প্রিন্সেসের]] চ্যান্সেলর মনোনীত হন। এছাড়াও [[সম্মিলিত জাতিপুঞ্জ|সম্মিলিত জাতিপুঞ্জে]] ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। তাঁর আনুষ্ঠানিক পদবী হচ্ছে [[কর্নেল]] দ্বিতীয় [[His Royal Highness|এইচ. এইচ.]] [[Sri|শ্রী]] [[Knight|স্যার]] রঞ্জিতসিংজী বিভাজী, নয়ানগরের যম সাহেব, [[GCSI|জিসিএসআই]], [[অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার|জিবিই]]।