অং সান সু চি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়বস্তু যোগ
SameerKhan (আলোচনা | অবদান)
ইংরেজি উচ্চারণ আর বানান সরিয়ে দিলাম
৬৭ নং লাইন:
}}
{{Burmese characters}}
'''অং সান সু চি''' (Aung San Suu Kyi; {{MYname|MY=အောင်ဆန်းစုကြည်|MLCTS=aung hcan: cu. krany}}, {{IPAc-en|aʊ|ŋ|ˌ|s|æ|n|.|s|uː|ˈ|tʃ|iː|}}, {{IPA-my|àʊɴ sʰáɴ sṵ tɕì}}; জন্ম ১৯ জুন ১৯৪৫) একজন [[মায়ানমার|বর্মী]] রাজনীতিক, কূটনীতিক, এবং লেখিকা যিনি মায়ানমারের প্রথম ও বর্তমান রাষ্ট্রীয় উপদেষ্টা এবং [[ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি|ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির]] নেত্রী। মায়ানমারের ''ডি ফ্যাক্টো'' তথা অনানুষ্ঠানিক প্রধান হিসেবেই তিনি ব্যাপকভাবে পরিচিত।<ref>http://www.bbc.com/news/uk-41139319</ref> এছাড়াও প্রথম নারী হিসেবে তিনি মায়ানমারের পররাষ্ট্র মন্ত্রী, রাষ্ট্রপতির কার্যালয়ের মন্ত্রী, বিদ্যুৎশক্তি ও ক্ষমতা বিষয়ক মন্ত্রী, এবং শিক্ষা মন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট টিন চাঅয়ের কেবিনেটে কাজ করেন; আর ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি মায়ানমারের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস তথা নিম্নকক্ষে কৌমু টাউনশিপের [[এমপি]] ছিলেন।
 
আধুনিক মায়ানমারের জাতির জনক [[অং সান|অং সান]] এবং খিন চির কন্যা সু চির জন্ম হয় ব্রিটিশ বার্মার [[রেঙ্গুন|রেঙ্গুনে]]। ১৯৬৪ সালে [[দিল্লি বিশ্ববিদ্যালয়]] ও ১৯৬৮-তে [[অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়]] হতে স্নাতক অর্জন করার পর তিনি [[জাতিসংঘ|জাতিসংঘে]] তিন বছর কাজ করেন। ১৯৭২ সালে মাইকেল অ্যারিসকে বিয়ে করেন এবং তাদের দুই ছেলে হয়। ১৯৮৮-র গণআন্দোলনের সময় সু চি সবার নজর কাড়েন এবং [[ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি|ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির]] (এনএলডি) সাধারণ সম্পাদক হন; সেসময় সদ্যগঠিত দলটির প্রতিষ্ঠাতা ছিলেন সামরিক জান্তার বিরোধী অবসরপ্রাপ্ত কয়েকজন সেনা কর্মকর্তা। ১৯৯০ সালের নির্বাচনে এনএলডি সংসদের ৮১% আসন পেলেও সেনাবাহিনী ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায় যা আন্তর্জাতিক ক্ষেত্রে হৈ চৈ ফেলে দেয়। এদিকে নির্বাচনের আগে থেকেই সু চিকে গৃহবন্দী করে রাখা হয়। ১৯৮৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ২১ বছরের মধ্যে ১৫ বছরই তাকে গৃহবন্দী অবস্থায় কাটাতে হয়; ততদিনে তিনি বিশ্বের সবচেয়ে প্রখ্যাত রাজবন্দীদের একজন হয়ে উঠেছেন।