ইউয়ার্ট অ্যাস্টিল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
অবসর - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
ব্যক্তিগত জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
৪২ নং লাইন:
১৯৩৭ সালের শেষদিকে অ্যাস্টিল খেলোয়াড়ী জীবন থেকে অবসর গ্রহণ করেন। তাস্বত্ত্বেও লিচেস্টারশায়ারের কার্যকরী খেলোয়াড়ের অভাব হেতু ১৯৩৮ ও ১৯৩৯ সালে দুইবার আসা-যাওয়ার পালায় অবস্থান করতে হয় তাঁকে।
 
== ব্যক্তিগত জীবন ==
দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনাবাহিনীতে যোগ দেন। তবে, দূর্বল স্বাস্থ্যের কারণে কমিশন লাভ করেননি। তাঁর স্বাস্থ্যের ক্রমশঃ অবনতি ঘটতে থাকে। নিজ ষাটতম জন্মদিনের তিন সপ্তাহ পূর্বে লিচেস্টার হাসপাতালে তাঁর দেহাবসান ঘটে। ওয়েলফোর্ড রোড সমাধিক্ষেত্রে তাঁকে সমাহিত করা হয়।
 
১০ ফেব্রুয়ারি, ১৯৪৮ তারিখে ৬০ বছর বয়সে তাঁর দেহাবসান ঘটে। ওয়েলফোর্ড রোড সমাধিক্ষেত্রে তাঁকে সমাহিত করা হয়।
 
অ্যাস্টিল পরিবার ইউয়ার্ট অ্যাস্টিলের স্মরণার্থে ২০০৩ সালে একদিনের টেস্ট খেলার আয়োজন করে। ঐ টেস্টের পাশাপাশি নামফলক ও তাঁর অসাধারণ অর্জনের মুহূর্তকাল নিয়ে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছিল।
 
চ্যাম্পিয়ন বিলিয়ার্ড খেলোয়াড় হিসেবেও তাঁর সুনাম ছিল।