বিখ্যাত লেখিকা [[জ্ঞানপীঠ পুরস্কার]] পুরস্কার বিজয়ী [[মহাশ্বেতা দেবী]] বিজন ভট্টাচার্যের স্ত্রী । তবে পরবর্তীকালে তাঁরা বিবাহ বিচ্ছিন্ন হন । তাঁদের এক সন্তান [[নবারুণ ভট্টাচার্য]] যিনি ১৯৪৮ সালে জন্মগ্রহন করেছিলেন। নবারুণ ভট্টাচার্য একজন সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক এবং কবি ।