গাজীউল হক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
Ashiq Shawon (আলোচনা | অবদান)
সংশোধন, রচনাশৈলী
১৭ নং লাইন:
}}
 
'''আবু নছর মোহাম্মদ গাজীউল হক''' (জন্ম: [[ফেব্রুয়ারি ১৩ ফেব্রুয়ারি]], [[১৯২৯]] - মৃত্যু: [[১৭ জুন ১৭]], [[২০০৯]]) হলেন একজন [[বাংলাদেশ|বাংলাদেশী]] সাহিত্যিক, গীতিকার এবং ভাষাসৈনিক যিনি ১৯৫২ সালের [[বাংলা ভাষা আন্দোলন|বাংলা ভাষা আন্দোলনের]] সক্রিয় কর্মী ছিলেন। তিনি '''গাজীউল হক''' নামেই সমধিক পরিচিত। ভাষা আন্দোলনসহ বঙ্গবন্ধু [[জুনশেখ ১৭মুজিবুর রহমান]], ২০০৯[[মুহম্মদ শহীদুল্লাহ]], [[কাজী মোতাহার হোসেন]]সহ বিখ্যাত ব্যক্তিদের সংস্পর্শে এসে গাজীউল হক বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলনে অংশ নেন। ১৯৫২ সালের ২১ [[ফেব্রুয়ারি]] তৎকালীন সরকার ১৪৪ ধারা জারি ভঙ্গকারীদের অন্যতম ছিলেন গাজীউল হক। গাজীউল হকের 'ভুলব না ভুলব না ভুলব না এই একুশে ফেব্রুয়ারি ভুলব না' গানটি গেয়ে ১৯৫৫ সাল পর্যন্ত প্রভাতফেরি করা হতো। তিনি রাষ্ট্রভাষা পদক ও সম্মাননা স্মারক, তারিখেশেরেবাংলা বার্ধক্যজনিতজাতীয় কারণেপুরস্কার মৃত্যুবরণলাভ করেন।<ref>
ভাষা আন্দোলনসহ বঙ্গবন্ধু [[শেখ মুজিবুর রহমান]], [[মুহম্মদ শহীদুল্লাহ]], [[কাজী মোতাহার হোসেন]]সহ বিখ্যাত ব্যক্তিদের সংস্পর্শে এসে গাজীউল হক বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলনে অংশ নেন। ১৯৫২ সালের ২১ [[ফেব্রুয়ারি]] তৎকালীন সরকার ১৪৪ ধারা জারি ভঙ্গকারীদের অন্যতম ছিলেন গাজীউল হক। গাজীউল হকের 'ভুলব না ভুলব না ভুলব না এই একুশে ফেব্রুয়ারি ভুলব না' গানটি গেয়ে ১৯৫৫ সাল পর্যন্ত প্রভাতফেরি করা হতো। তিনি রাষ্ট্রভাষা পদক ও সম্মাননা স্মারক, শেরেবাংলা জাতীয় পুরস্কার লাভ করেন।<ref>
http://www.samakal.com.bd/details.php?news=37&view=archiev&y=2010&m=2&d=14&action=main&menu_type=crorpathro&option=single&news_id=46981&pub_no=248&type=</ref> [[আওয়ামী লীগ|আওয়ামী লীগের]] উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন তিনি। এছাড়া গাজীউল হক প্রেস ইন্সটিটিউট অব [[বাংলাদেশ]] (পিআইবি) এর চেয়ারম্যান ছিলেন।