শের আলি খান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
Indrajitdas (আলোচনা | অবদান)
Dead Link used as a reference hence removed.
২৬ নং লাইন:
'''শের আলি খান''' ({{lang-ps|شير علي خان }})(আনুমানিক ১৮২৫ – ২১ ফেব্রুয়ারি ১৮৭৯) ছিলেন আফগানিস্তানের আমির। ১৮৬৩ থেকে ১৮৬৬ এবং ১৮৬৮ থেকে ১৮৭৯ খ্রিষ্টাব্দে মৃত্যুর আগ পর্যন্ত তিনি আমিরের দায়িত্বপালন করেছেন। তিনি [[দোস্ত মুহাম্মদ খান|দোস্ত মুহাম্মদ খানের]] তৃতীয় পুত্র।{{Citation needed|date=ডিসেম্বর ২০১৫}}
 
পিতার মৃত্যুর পর শের আলি খান ক্ষমতালাভ করেন। পরে তার বড় ভাই [[মুহাম্মদ আফজাল খান]] তার কাছ থেকে ক্ষমতা দখল করেন। শের আলি খান পুনরায় আমির হওয়ার আগ পর্যন্ত দুইপক্ষের লড়াই হয়েছে। যুক্তরাজ্য ও রাশিয়ার পারস্পরিক দ্বন্দ্বসংঘাত থেকে তিনি আফগানিস্তানকে নিরপেক্ষ রাখতে সচেষ্ট থাকলেও তাদের চাপের কারণে তার শাসনকাল বাধাগ্রস্ত হয়েছিল। ১৮৭৮ খ্রিষ্টাব্দে নিরপেক্ষতা নষ্ট হয় এবং [[দ্বিতীয় ইঙ্গ-আফগান যুদ্ধ]] শুরু হয়। ব্রিটিশরা কাবুলের দিকে যাত্রা করলে শের আলি খান রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ের উদ্দেশ্যে কাবুল ত্যাগ করেন। তার পরে তার পুত্র [[মুহাম্মদ ইয়াকুব খান]] শাসনভার লাভ করেন। ১৮৭৯ খ্রিষ্টাব্দের ২১ ফেব্রুয়ারি তিনি [[মাজার-ই-শরিফ|মাজার-ই-শরিফে]] মৃত্যুবরণ করেন।<ref>[http://www.aisk.org/aisk/NHDAHGTK05.php#Top Dupree: ''Amir Sher Ali Khan'']</ref>
 
শের আলি খানের সাথে [[পাকিস্তান|পাকিস্তানের]] পোতোহার অঞ্চলের সম্পর্ক রয়েছে। তিনি তার এক মেয়েকে [[গাখার]] উপজাতির নেতা [[খান বাহাদুর রাজা জাহানদাদ খান|খান বাহাদুর রাজা জাহানদাদ খানের]] সাথে বিয়ে দিয়েছিলেন। স্বাধীনতার পর গাখার উপজাতি পাকিস্তানের অংশ হয়।