গীতগোবিন্দম্: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
সংশোধন
১ নং লাইন:
{{expand}}
[[File:Westindischer Maler um 1550 001.jpg|thumb|''গীতগোবিন্দম্‌'' পাণ্ডুলিপি খ্রিস্টীয় ১৬শ শতাব্দী।]]
'''গীতগোবিন্দম্''' ({{lang-or|ଗୀତ ଗୋବିନ୍ଦ}}, [[Bengali language|Bengali]]:গীতগোবিন্দ, [[Devanagari]]: गीत गोविन्द) (''Song of [[Govinda]]'') কবি [[জয়দেব]] সংস্কৃত ভাষায় রচিত বিরচিত একটি কাব্য; এর রচনাকাল ১২ শতক। এই কাব্যে [[বৃন্দাবন|বৃন্দাবনে]] [[কৃষ্ণ|শ্রীকৃষ্ণের]] [[গোপিনী]]দের সঙ্গে [[রাসলীলা]], [[রাধা]]র বিষাদ বর্ণনা, কৃষ্ণের জনাজন্য ব্যাকুলতা, উপালম্ভ বচন, কৃষ্ণের রাধার জন্য উৎকণ্ঠা, রাধার সখীদের দ্বারা রাধার বিরহ-সন্তাপের বর্ণনা গ্রন্থিত হয়েছে। কাব্যের মনোরম রচনাশৈলী, ভাবপ্রবণতা, সুমধুর রাগরাগিণী, ধর্মীয় তাৎপর্য তথা সুললিত কোমল-কান্ত-পদাবলী সাহিত্যিক রসপিপাসুদের অপার আনন্দ প্রদান করে। ১৭৮৪ খ্রিস্টাব্দে [[উইলিয়াম জোন্স]] দ্বারা লিখিত 'অন দ্য মিউজিকাল মোডস্ অফ হিন্দুস্' (এশিয়াটিক রিসার্চেস, খণ্ড ৩) বইয়ে গীতগোবিন্দকে 'গোপনাট্য' (Pastoral Drama) বলে অভিহিত করা হয়েছে।অন্যান্যহয়েছে। অন্যান্য সমালোচকরা একে 'গীতিনাটক', 'পরিশুদ্ধ যাত্রা', 'সংগীত রূপক' বলে আখ্যায়িত করেছেন। [[এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা]]তে (খণ্ড ৫) এই কাব্যকে 'ধর্মনাট্য'বলা হয়েছে।
 
গীতগোবিন্দম্ ২৪টি প্রবন্ধ (১২ সর্গ) ও ৭২ শ্লোকযুক্ত এমন এক সর্বাঙ্গসুন্দর গ্রন্থ যেখানে [[রাধাকৃষ্ণ|রাধা-কৃষ্ণের]] মিলন-বিরহ, অভিলাষ, প্রত্যাশা, নিরাশা, মান, ঈর্ষা, হর্ষোল্লাস তথা পুনর্মিলনের কাহিনি মধুর লালিত্যমণ্ডিত পদ দ্বারা সংবন্ধিত হয়েছে। জয়দেব এই কাব্যে শৃঙ্গার রসের মাধুর্যব্যঞ্জক বর্ণযুক্ত বৈদর্ভী রীতির অনুপম শৈলীর প্রয়োগ ঘটিয়েছেন। কাব্যটি দ্বাদশ সর্গে বিভক্ত। যথা: ১) সমোদদামোদর ২) সক্লেশকেশব ৩) মুগ্ধ মধুসূদন ৪) স্নিগ্ধ মধুসূদন ৫) সাকাংক্ষ পুণ্ডরীকাক্ষ ৬) কুণ্ঠবৈকুণ্ঠ ৭) নাগরনারায়ণ ৮) বিলক্ষলক্ষ্মীপতি ৯) মন্দমুকুন্দ ১০) চতুর চতুর্ভুজ ১১) সানন্দ দামোদর ১২) সুপ্রীতিপীতাম্বর।
 
[[চিত্র:Git govind large.jpg|thumb|কবি জয়দেব ভগবান [[বিষ্ণু|বিষ্ণুর]] সামনে প্রণত]]