কার্ল মার্ক্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
২৫ নং লাইন:
=== তরুণ হেগেলিয়ান মার্ক্স ===
[[চিত্র:YoungerMarx.JPG|thumb|upright|left|বিশ্ববিদ্যালয়ের ছাত্র মার্ক্স]]
বার্লিনেcরবার্লিনের বিশ্ববিদ্যালয়ে দুটি ভাগ ছিল। তরুণ হেগেলিয়ান, দার্শনিক ছাত্র এবং [[লুডউইগ ফয়েরবাক]] ও [[ব্রুনো বাউয়ার]]-কে কেন্দ্র করে গঠিত সাংবাদিক সমাজ ছিল বামপন্থী। আর শিক্ষক সমাজ ছিল ''জি ডব্লিউ এফ হেগেল''। এই দুটি ভাগ ছিল পরস্পরবিরোধী। হেগেলের অধিবিদ্যাগত অনুমিতিগুলোর সমালোচনা করলেও বামপন্থীরা প্রতিষ্ঠিত ধর্ম ও রাজনীতির কঠোর সমালোচনার জন্য হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতিই অনুসরণ করতো।
 
কিছু তরুণ হেগেলিয়ান এরিস্টটল-উত্তর দর্শনের সাথে হেগেল-উত্তর দর্শনের সাদৃশ্য তুলে ধরেন। যেমন, [[মাক্স স্টির্নার]] তার ''Der Einzige und sein Eigenthum'' (১৮৪৪) বইয়ে ফয়ারবাখ ও বাউয়ারের সমালোচনা করেন, বিমূর্ত ধারণাগুলোর দ্ব্যর্থতাবোধক হেত্বাভাস (reification) চর্চার জন্য তাদেরকে ''ধার্মিক ব্যক্তি'' বলে আখ্যায়িত করেন। মার্ক্স এই বই পড়ে মুগ্ধ হয়ে ফয়ারবাখের বস্তুবাদ ত্যাগ করেন। এই ''রূপতাত্ত্বিক বিরতি'' (epistemological break) [[ঐতিহাসিক বস্তুবাদ]] বিষয়ে তার ধারণার ভিত্তি রচনায় যথেষ্ট সাহায্য করে। এই নতুন ধারণার মাধ্যমে তিনি স্টির্নারেরও বিরোধিতা করেন। এ বিষয়ে একটি বইও লিখেন যার নাম ''Die Deutsche Ideologie'' (১৮৪৫)। অবশ্য [[১৯৩২]] সালের আগে এই বই প্রকাশের মুখ দেখেনি।