বড় ছেলে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বহিঃসংযোগ যোগ
Shoreful (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৩১ নং লাইন:
 
'''বড় ছেলে''' ২০১৭ সালে নির্মিত একটি বাংলাদেশী টেলিছবি। এটি রচনা এবং পরিচালনা করেন [[মিজানুর রহমান আরিয়ান]]।<ref>{{সংবাদ উদ্ধৃতি|url=http://www.ittefaq.com.bd/entertainment/2017/09/12/127002.html|title=‘বড় ছেলে’ টেলিফিল্মের স্ক্রিপ্ট লিখতে গিয়ে চোখ ভিজে গিয়েছিলো {{!}} বিনোদন {{!}} The Daily Ittefaq|access-date=2017-09-13}}</ref> টেলিছবিটিতে অভিনয় করেছেন [[জিয়াউল ফারুক অপূর্ব]] এবং [[মেহজাবিন চৌধুরী]]।<ref>{{সংবাদ উদ্ধৃতি|url=http://www.banglanews24.com/entertainment/news/bd/601328.details|title=ভালো কাজ সবাই দেখে, যেমন ‘বড় ছেলে’: অপূর্ব|last=BanglaNews24.com|newspaper=banglanews24.com|language=en-US|access-date=2017-09-13}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.mzamin.com/article.php?mzamin=82691|title=আলোচনায় মেহজাবিন|access-date=2017-09-13}}</ref> টেলিছবিটি [[ঈদুল আযহা]] উপলক্ষে এনটিভিতে প্রচার হয়েছে।<ref>{{সংবাদ উদ্ধৃতি|url=https://www.jagonews24.com/entertainment/news/338755|title=ছোটপর্দার দুঃসময়ে তৃপ্তি দিল ‌‘বড় ছেলে’|newspaper=jagonews24.com|language=en-US|access-date=2017-09-13}}</ref>
==কাহিনী সংক্ষেপ==
মধ্যবিত্ত পরিবারের ছেলে বড় ছেলে। বাবা একটা ছোট চাকরী করেন। এই পরিবারের মেয়েটি তার কন্যাকে নিয়ে থাকে এই পরিবারে। এক সময় বাবার অবসর নেবার সময়ও আসে চলে। একপর্যায়ে নিতে হয় অবসর। এই পরিবারের আয়ের উৎস হিসাবে হাল ধরতে হয় বড় ছেলেকেই। তা আবার টিউশনি করে। এদিকে বড়ছেলের ভালোবাসার বড়লোকের কন্যার বারবার বিয়ে ঠিক হলেও তা এড়িয়ে যায় মেয়েটি। একপর্যায়ে সে তার বাবা-মার কাছে বিয়ে না করা নিয়ে কোন অয-হাতই দেখাতে পারে না। এদিকে বড় ছেলে আনেক চেষ্টা করেও চাকরী পায় না। বাস্তবতার কাছে পরাজিত হয়ে বাধ্য হয়ে ওরা একটি সিন্ধান্তে আসে।
 
==কুশীলব==