কলিন কাউড্রে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন
২৫ নং লাইন:
| odicap = ২
| oneodi = true
| club1 = [[Kentকেন্ট Countyকাউন্টি Cricketক্রিকেট Clubক্লাব|কেন্ট]]
| year1 = ১৯৫০-১৯৭৬
| club2 = [[মেরিলেবোন ক্রিকেট ক্লাব|এমসিসি]]
৮৯ নং লাইন:
}}
 
'''মাইকেল কলিন কাউড্রে''', '''টনব্রিজের ব্যারন কাউড্রে''', [[অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার|সিবিই]] ({{lang-en|Colin Cowdrey}}; [[জন্ম]]: [[২৪ ডিসেম্বর]], [[১৯৩২]] - [[মৃত্যু]]: [[৪ ডিসেম্বর]], [[২০০০]]) ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সি এলাকার ওতাকামুন্ডেতে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ ব্যাটসম্যান ছিলেন। তিনি তাঁর সুন্দর ব্যাটিংশৈলীর জন্য বিখ্যাত ছিলেন। সচরাচর পরিচিত '''কলিন কাউড্রে''' ১৯৫৪-৭৫ মেয়াদকালে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলে]] খেলার পাশাপাশি [[Oxford University Cricket Club|অক্সফোর্ড]], [[Kentকেন্ট Countyকাউন্টি Cricketক্রিকেট Clubক্লাব|কেন্ট কাউন্টি দলে]] খেলেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেন ১৯৬৮ সালে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া দলের]] বিপক্ষে।
 
== খেলোয়াড়ী জীবন ==
কলিন কাউড্রে তাঁর সমগ্র খেলোয়াড়ী জীবনে ১১৪ টেস্টে অংশ নিয়ে ৭,৬২৪ রান সংগ্রহ করেন ৪৪.০৬ রান গড়ে। এরফলে তিনি [[ওয়ালি হ্যামন্ড|ওয়ালি হ্যামন্ডের]] গড়া রেকর্ড ভঙ্গ করেন। এছাড়াও তিনি ১২০টি ক্যাচ নিয়েছেন যা ওয়ালি হ্যামন্ডের চেয়ে বেশী। ২০১৩ সাল পর্যন্ত তাঁর ২২ [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরির]] ইংল্যান্ডের রেকর্ড অক্ষুণ্ন ছিল। প্রথম ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তান - এ ছয়টি দলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। তিনি ছয়বার ([[1954-55 Ashes series|১৯৫৪-৫৫]], [[1958-59 Ashes series|১৯৫৮-৫৯]], [[1962-63 Ashes series|১৯৬২-৬৩]], [[1965-66 Ashes series|১৯৬৫-৬৬]], [[1970-71 Ashes series|১৯৭০-৭১]] ও [[1974-75 Ashes series|১৯৭৪-৭৫]]) অস্ট্রেলিয়া সফর করেন। এরফলে তিনি [[Colinকলিন Blytheব্লাইদ|কলিন ব্লাইদের]] রেকর্ডের সমকক্ষ হন। তাঁর সর্বশেষ সফরকালীন সময়ে সমর্থকেরা ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল।<ref name="p183, Swanton">p183, Swanton</ref>
 
[[West Indian cricket team in England in 1957|১৯৫৭]] সালে [[এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড|এজবাস্টনে]] অনুষ্ঠিত সফরকারী [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] বিপক্ষে চতুর্থ উইকেটে [[পিটার মে|পিটার মে’কে]] নিয়ে ৪১১ রান সংগ্রহ করেন ৫১১ মিনিটে। এ জুটিটি ঐ সময়ে তৃতীয় সর্বোচ্চ রান ছিল, ২০০৯ সাল পর্যন্ত চতুর্থ উইকেটে সর্বোচ্চ ও ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি হিসেবে চিহ্নিত হয়ে আছে।<ref name="stats.espncricinfo.com">{{ওয়েব উদ্ধৃতি|url=http://stats.espncricinfo.com/ci/content/records/283573.html |title=Records &#124; Test matches &#124; Partnership records &#124; Highest partnerships for any wicket &#124; ESPN Cricinfo |publisher=Stats.espncricinfo.com |date= |accessdate=2013-06-16}}</ref> [[MCC tour of Australia in 1962-63|১৯৬২-৬৩]] মৌসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে [[Southern Redbacks|দক্ষিণ অস্ট্রেলিয়ার]] বিপক্ষে ৩০৭ করেছিলেন। এ রানটি বিদেশে [[মেরিলেবোন ক্রিকেট ক্লাব|মেরিলেবোন ক্রিকেট ক্লাবের]] ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ও অস্ট্রেলিয়ায় বিদেশী খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ রান।
১৩৩ নং লাইন:
{{Succession box |
before=[[Doug Wright (cricketer)|ডগ রাইট]] |
title=[[Kentকেন্ট Countyকাউন্টি Cricketক্রিকেট Clubক্লাব|কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব]]&nbsp;[[:বিষয়শ্রেণী:কেন্ট ক্রিকেট অধিনায়ক|অধিনায়ক]] |
years=১৯৫৭&ndash;১৯৭১|
after=[[মাইক ডেনিস]]
১৪৮ নং লাইন:
{{প্রথম-শ্রেণীর ক্রিকেটে শতাধিক সেঞ্চুরীর অধিকারী ব্যাটসম্যান}}
{{আইসিসি সভাপতি}}
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
 
{{পূর্বনির্ধারিতবাছাই:কাউড্রে, কলিন}}