দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Piyal Kundu (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
 
দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আর্ট স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে পাস করেন । নাট্যকার [[গিরিশচন্দ্র ঘোষ|গিরিশচন্দ্র ঘোষের]] সংস্পর্শে তিনি অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেন । তিনি কলকাতার ম্যাডান থিয়েটারে নির্বাক চলচ্চিত্রের বর্ণনা লেখার কাজ গ্রহন করেন । [[১৯২১]] থেকে [[১৯৩২]] সালের মধ্যে মোট ২২টি নির্বাক চলচ্চিত্রে এবং তারপর ১৬টি সবাক চলচ্চিত্রে অভিনয় করেন ।
দুর্গেশনন্দিনী চলচ্চিত্রে ওসমানের ভূমিকায় তিনি সবাইকে মুগ্ধ করেছিলেন । তিনি একজন দক্ষ নাট্যভিনেতা ছিলেন । তিনি অন্তত ৪৬টি নাটকে অভিনয় করেন । ১৯২৩ সালে [[স্টার থিয়েটার|স্টার থিয়েটারে]] কর্ণাজুন নাটকে বিকর্ণের ভূমিকায় কৃতিত্ব দেখান । [[১৯২৫]] সালে [[চিরকুমার সভা (নাটক)|চিরকুমার সভা]] নাটকে তিনি [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথ ঠাকুরের]] প্রশংসা পান ।
 
তাঁর অভিনীত কর্ণাজুন, খনা, শকুন্তলা নাটকগুলির রেকর্ড এখনও জনপ্রিয় । দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় মাত্র ৫০ বছর বয়েসে মারা যান ।