ফ্রাঙ্ক ওরেল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ!
১৩ নং লাইন:
| family = [[Larry Worrell|ল্যারি ওরেল]] (কাকাতো ভাই)
| international = true
| internationalspan = ১৯৪৮-১৯৬৩
| testdebutdate = ১১ ফেব্রুয়ারি
| testdebutyear = ১৯৪৮
৬০ ⟶ ৬১ নং লাইন:
 
== খেলোয়াড়ী জীবন ==
১৯৪৭ সালে তাঁর মা নিউইয়র্কে স্থানান্তরিত হন ও বাবা অধিকাংশ সময়ই সমুদ্রে অতিবাহিত করেন। ফলে ওরেল জামাইকায় চলে যান। ১৯৪১ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত [[Barbados national cricket team|বার্বাডোসের]] পক্ষে খেলেন।
। ১৯৪৩-৪৪ মৌসুমে ত্রিনিদাদের বিপক্ষে খেলায় [[জন গডার্ড|জন গডার্ডের]] সাথে চতুর্থ উইকেটে জুটি গড়ে ৪০৪ মিনিটে তাঁরা অপরাজিত ৫০২ রান তুলেন।<ref>[http://cricketarchive.com/Archive/Scorecards/17/17413.html Barbados v Trinidad 1943-44]</ref> এরপর ১৯৪৭ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত [[Jamaica national cricket team|জ্যামাইকার]] সদস্য হন।

১৯৪৭-৪৮ মৌসুমে [[গাবি অ্যালেন|গাবি অ্যালেনের]] [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডের]] বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি তাঁর প্রথম [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অভিষিক্ত হন। এ সিরিজ শেষে তিনি ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে আবাস গড়েন ও [[ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়|ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে]] অর্থনীতি বিষয়ে পড়াশোনা করতে থাকেন ফ্রাঙ্ক ওরেল। পাশাপাশি সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার লীগে র‌্যাডক্লিফের হয়ে খেলেন। ১৯৫০ সালে [[ট্রেন্ট ব্রিজ|ট্রেন্ট ব্রিজে]] অনুষ্ঠিত টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে তিনি তাঁর সর্বোচ্চ ২৬১ রান সংগ্রহ করেন।
 
== অধিনায়কত্ব ==
৭২ ⟶ ৭৬ নং লাইন:
১৯৫১ সালের শুরুতে ওরেলকে [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেন]] কর্তৃক অন্যতম [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটার]] মনোনীত করা হয়। ১৯৫০ সালের সাফল্যের প্রেক্ষিতে তাঁকে এ [[পুরস্কার|পুরস্কারে]] ভূষিত করা হয়। তাঁর সাথে অন্য চারজন হচ্ছেন - ওয়েস্ট ইন্ডিজের [[সনি রামাদিন]], [[আল্ফ ভ্যালেন্টাইন]], [[এভারটন উইকস]] এবং ইংল্যান্ডের [[গডফ্রে ইভান্স]]।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.cricketarchive.com/Archive/Players/Overall/Wisden_Cricketers_of_the_Year.html |title=Wisden Cricketers of the Year |accessdate=2009-02-21 |publisher=CricketArchive}}</ref>
 
১৯৬০-৬১ মৌসুম থেকে ওয়েস্ট ইন্ডিজ-[[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] মধ্যকার টেস্ট সিরিজের বিজয়ী দলকে [[ফ্রাঙ্ক ওরেল ট্রফি]] [[পুরস্কার]] হিসেবে প্রদান করা হয় যা তাঁর নাম অনুসারে রাখা হয়েছে।<ref>[http://news.google.com/newspapers?id=QUw1AAAAIBAJ&sjid=CaYLAAAAIBAJ&pg=4678,5320144&dq=worrell+bradman&hl=en Report announcing the Frank Worrell Trophy, ''Glasgow Herald'', 10 February 1961.]</ref> স্যার [[Alexander Bustamante|আলেকজান্ডার বাস্তামান্তে]] কর্তৃক ১৯৬২ থেকে ১৯৬৪ মেয়াদে জামাইকার সিনেট সদস্য হন। [[University of the West Indies|ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের]] (ত্রিনিদাদ বিভাগ) ডিনেরও দায়িত্ব পালন করেন তিনি। ত্রিনিদাদ ও টোবাগোর সেন্ট অগাস্টিনে অবস্থিত ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয় ক্রিকেট স্টেডিয়ামের বর্তমান নামকরণ হয় [[Sir Frank Worrell Memorial Ground|স্যার ফ্রাঙ্ক ওরেল মেমোরিয়াল গ্রাউন্ড]]।<ref name="ci">{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.espncricinfo.com/westindies/content/ground/59488.html |title= West Indies / Grounds: Sir Frank Worrell Memorial Ground |publisher=[[ESPNcricinfo]] |accessdate=19 December 2012}}</ref> বার্বাডোসের বিশ্ববিদ্যালয়ের কেভ হিল ক্যাম্পাসে অবস্থিত একটি আবাসিক ছাত্রাবাস তাঁর সম্মানে রাখা হয়েছে। ১৯৬৩ সালে ক্যারিবীয় সাংবাদিক আর্নেস্ট আইটল ফ্রাঙ্ক ওরেলের জীবনী লেখেন। ১৯৬৪ সালে ক্রিকেটে মূল্যবান অবদান রাখার দরুন ওরেলকে [[Knight Bachelor|নাইট]] উপাধিতে ভূষিত করা হয়। ২০০৭ সালে ওরেলের মৃত্যুর ৪০তম বার্ষিকীতে স্যার ফ্রাঙ্ক ওরেল মেমোরিয়াল কমিটি গঠন করা হয়। ঐদিনই ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত [[২০০৭ ক্রিকেট বিশ্বকাপ|আইসিসি ক্রিকেট বিশ্বকাপের]] উদ্বোধনী খেলায় ওয়েস্ট ইন্ডিজ ও [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তান]] অংশগ্রহণ করেছিল। ২০০৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোয় স্যার ফ্রাঙ্ক ওরেল মেমোরিয়াল ব্লাড ড্রাইভ কার্যক্রম পরিচালিত হয়। ৭৪ বছর বয়সী নরি কন্ট্রাক্টর এর উদ্বোধন করেছিলেন।<ref>[http://www.mid-day.com/sports/2012/mar/200312-sports-50-years-on-Nari-recalls-near-fatal-blow.htm Clayton Murzello, "50 years on, Nari recalls near fatal blow",] ''Mid-Day'', 20 March 2012.</ref> ১৯৬২ সালে কন্ট্রাক্টরকে বাঁচাতে তাঁর অবদানের কথা স্বীকার করে [[Cricketবাংলা Associationক্রিকেট of Bengalদল|বাংলা ক্রিকেট সংস্থা]] সাংবার্ষিকভাবে ঐ দিনে রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছে।<ref>[http://www.indianexpress.com/news/ali-bacher-signatory-for-cab-blood-donation-camp/573355/ "Ali Bacher signatory for CAB blood donation camp",] ''The Indian Express'', 30 January 2010.</ref> এছাড়াও ঐদিনকে ভারতের পশ্চিমবাংলায় ‘স্যার ফ্রাঙ্ক ওরেল দিবস’ হিসেবে রাজ্যে পালন করা হয়।
 
== দেহাবসান ==
[[চিত্র:Frank Worrell cropped.jpg|thumb|250px|right|ব্যাটিংকালে ফ্রাঙ্ক ওরেল]]
 
১৯৬৪-৬৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট ইন্ডিজ দলকে পরিচালনা করেন তিনি ও ১৯৬৬-৬৭ মৌসুমে শীতকালে দলের সাথে ভারত সফরে যান। ভারতে অবস্থানকালেই তাঁর শরীরে [[লিউকিমিয়া|লিউকিমিয়ার]] অস্তিত্ব ধরা পড়ে। জামাইকায় ফিরে আসার এক মাস পর ১৩ মার্চ, ১৯৬৭ তারিখে কিংসটনেকিংস্টনে দেহাবসান ঘটে ফ্রাঙ্ক ওরেলের। তাঁর সম্মানে [[ওয়েস্টমিনস্টার অ্যাবে|ওয়েস্টমিনস্টার অ্যাবেতে]] স্মরণসভার আয়োজন করা হয়। কোন ক্রীড়াবিদের সম্মানে এটিই ছিল প্রথম ঘটনা। মৃত্যু পরবর্তীকালে জুন, ১৯৮৮ সালে ২ ডলার মূল্যমানের বার্বাডিয়ান স্ট্যাম্প অবমুক্ত করা হয়।
 
== তথ্যসূত্র ==
৯৪ ⟶ ৯৮ নং লাইন:
* {{ক্রিকইনফো}}
* {{ক্রিকেটআর্কাইভ}}
* [http://news.bbc.co.uk/sport1/hi/cricket/wi_v_aus_2003/2784085.stm Article‌ওরেল onসম্পর্কীয় Worrellনিবন্ধ]
 
{{S-start}}