গুয়াহাটি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৭৭ নং লাইন:
| footnotes =
}}
'''গুয়াহাটি''' ([[অসমীয়া ভাষা|অসমীয়া ভাষায়]]: [[গুৱাহাটী]] ''গুয়াহাটি'') উত্তর পূর্ব [[ভারত|ভারতের]] [[অসম]] অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ও রাজধানী শহর। শহরটি পশ্চিম অসমে [[ব্রহ্মপুত্র নদ|ব্রহ্মপুত্র নদের]] তীরে, [[মেঘালয়]] অঙ্গরাজ্যের সাথে সীমান্তের কাছে অবস্থিত।<ref name="Capital of Assam">{{cite web|url=https://online.assam.gov.in/web/guest/capitalofassam |title=Capital of Assam |publisher=Assam Online Portal |date= |accessdate=31 August 2015}}</ref>
গুয়াহাটি একটি শিল্পশহর, গুরুত্বপূর্ণ নদীবন্দর এবং অসমের বাণিজ্যিক কেন্দ্র। এখানে পাট, তুলা, চাল এবং চায়ের বাজার আছে। এখানকার কলকারখানার মধ্যে ভোজ্য তেল পরিশোধন, সাবান ও কাঠ উৎপাদন, বস্ত্র বয়ন, এবং ময়দা পেষার কল। খ্রিস্টীয় ৫ম শতকের শুরুর দিকে গৌহাটি হিন্দু কামরূপ রাজ্যের রাজধানী ছিল। এখানকার বহু মন্দির বহুদিন ধরেই হিন্দুদের একটি তীর্থস্থানে। এদের মধ্যে কামাখ্যা ও ঊমানন্দা মন্দির দুইটি বিশেষভাবে উল্লেখযোগ্য। শহরের কেন্দ্রস্থলে ১০ম শতকে নির্মিত জনার্দন মন্দির দাঁড়িয়ে আছে; এই হিন্দু মন্দিরটিতে বুদ্ধের একটি চিত্র আছে।
 
গুয়াহাটিতে ১৯৪৮ সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।