বিলি বেটস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন
১২ নং লাইন:
| bowling = ডানহাতি [[অফ ব্রেক]]
| international = true
| internationalspan = ১৮৮১-১৮৮৭
| testdebutdate = ৩১ ডিসেম্বর
| testdebutyear = ১৮৮১
৪৯ ⟶ ৫০ নং লাইন:
| catches/stumpings2 = 238/–
| source = http://content.cricinfo.com/england/content/player/9037.html ক্রিকইনফো
| date = ২৫২৯ আগস্ট
| year = ২০১৭
}}
৫৬ ⟶ ৫৭ নং লাইন:
 
== প্রারম্ভিক জীবন ==
১৮৭৩ সালে রচডেল দলের পক্ষে [[History of English amateur cricket|পেশাদার ক্রিকেটে]] অংশ নেন তিনি। চার বছর পর ইয়র্কশায়ারের পক্ষে [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] অভিষেক ঘটে তাঁর। প্রতিপক্ষ [[Middlesex County Cricket Club|মিডলসেক্সের]] বিরুদ্ধে প্রথম [[ইনিংস|ইনিংসে]] ৪/৬৯ লাভ করেন। ইয়র্কশায়ারে তিনি দশ বছরকাল অতিবাহিত করেন।
 
১৮৭৯ সালে [[দি ওভাল|ওভালে]] অনুষ্ঠিত ঘরোয়া ক্রিকেটের খেলায় সারে দলের বিপক্ষে নিজস্ব সেরা ৮/২১ পান। বেটস কেবলমাত্র একবার ১৮৮১ সালে শতাধিক প্রথম-শ্রেণীর উইকেট লাভ করেছেন। ব্যাটসম্যান হিসেবে তিনি পাঁচ মৌসুমে ১০ সেঞ্চুরিসহ সহস্রাধিক রান তোলেন। তন্মধ্যে, ১৮৮৪ সালে ৩ সেঞ্চুরি পেয়েছিলেন। ১৮৮২ সালে লর্ডসে অনুষ্ঠিত অনূর্ধ্ব-৩০ বনাম ৩০-ঊর্ধ্ব দলের মধ্যকার প্রথম-শ্রেণীর খেলায় নিজস্ব সর্বোচ্চ অপরাজিত ১৪৪* রান করেন। এর দ্বিতীয় ইনিংসে মিতব্যয়ী বোলিং পরিসংখ্যান করেন ২২-১৫-১৭-৩।
 
== খেলোয়াড়ী জীবন ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে পনের [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেন তিনি। ৩১ ডিসেম্বর, ১৮৮১ তারিখে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক ঘটে। ১৮৮১-৮২ থেকে ১৮৮৬-৮৭ মৌসুম পর্যন্ত ইংল্যান্ডের পক্ষে অংশগ্রহণকৃত টেস্টের সবকটিতেই প্রতিপক্ষ দল ছিল অস্ট্রেলিয়া।
 
১৮৮২-৮৩ মৌসুমে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের একমাত্র ইনিংসে তিনি ৫৫ রান তোলেন। এরপর তিনি হ্যাট্রিকসহ ৭/২৮ লাভ করেন ও অস্ট্রেলিয়া দলকে [[ফলো-অন|ফলো-অনে]] পাঠান। দ্বিতীয় ইনিংসে ৭/৭৪ পরিসংখ্যান গড়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ইনিংসের ব্যবধানে জয়ে সহায়তা করেন। ঐ টেস্টে তিনি বেশ কিছুসংখ্যক রেকর্ড গড়েন। ইংল্যান্ডের পক্ষে প্রথম হ্যাট্রিক লাভ, ৭/২৮ ও খেলায় ১৪ উইকেট প্রাপ্তি টেস্টে সেরা ছিল। তাঁর পূর্বে কোন বোলার ১০ বা ততোধিক উইকেটসহ অর্ধ-শতক করতে পারেননি।
 
১৮৮২-৮৩ মৌসুমে সফরকারী ইংল্যান্ড দলের মধ্যকার মেলবোর্নে অনুষ্ঠিত টেস্টে বিলি বেটস [[টেস্ট ক্রিকেটে হ্যাট্রিকের তালিকা|হ্যাট্রিক]] করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.espncricinfo.com/ci/engine/match/62406.html|title=England (IFW Bligh's XI) tour of Australia, 1882/83: The Ashes – 2nd Test|publisher=ESPNcricinfo|accessdate=4 January 2013}}</ref> ২০ জানুয়ারি, ১৮৮৩ তারিখে অনুষ্ঠিত ঐ টেস্টে বিলি বেটস অস্ট্রেলীয় [[পার্স ম্যাকডোনেল|পার্সি ম্যাকডোনেলকে]] [[বোল্ড]], [[জর্জ গিফেন|জর্জ গিফেনকে]] [[caught and bowled|কট এন্ড বোল্ড]] এবং জর্জ বোনরকে [[ওয়াল্টার রিড|ওয়াল্টার রিডের]] গ্লাভসে [[caught|কট আউটের]] মাধ্যমে এ কৃতিত্ব গড়েছিলেন।
৬৯ ⟶ ৭০ নং লাইন:
{{সেরা টেস্ট জীবনের বোলিং গড়}}
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
ঘরোয়া ক্রিকেটে ১৮৭৯ সালে ওভালে অনুষ্ঠিত খেলায় [[সারে কাউন্টি ক্রিকেট ক্লাব|সারে দলের]] বিপক্ষে নিজস্ব সেরা ৮/২১ পান। বেটস কেবলমাত্র একবার ১৮৮১ সালে শতাধিক প্রথম-শ্রেণীর উইকেট লাভ করেছেন। ব্যাটসম্যান হিসেবে তিনি পাঁচ মৌসুমে ১০ সেঞ্চুরিসহ সহস্রাধিক রান তোলেন।তুলেন। তন্মধ্যে, ১৮৮৪ সালে ৩ সেঞ্চুরি পেয়েছিলেন। ১৮৮২ সালে লর্ডসে অনুষ্ঠিত অনূর্ধ্ব-৩০ বনাম ৩০-ঊর্ধ্ব দলের মধ্যকার প্রথম-শ্রেণীর খেলায় নিজস্ব সর্বোচ্চ অপরাজিত ১৪৪* রান করেন। এর দ্বিতীয় ইনিংসে মিতব্যয়ী [[bowling analysis|বোলিং পরিসংখ্যান]] করেন ২২-১৫-১৭-৩।
 
অংশগ্রহণকৃত সবগুলো টেস্টই ইংল্যান্ডের বাইরে খেলেন যা যে-কোন খেলোয়াড়ের পূর্ণাঙ্গ খেলোয়াড়ী জীবনে নিজ মাঠে না খেলে সম্পন্ন হয়। এটি অদ্যাবধি সর্বোচ্চসংখ্যক টেস্ট খেলার রেকর্ড হিসেবে গণ্য হয়ে আছে।<ref name="Walmsley">{{বই উদ্ধৃতি|last=Walmsley|first=Keith|title=Mosts Without in Test Cricket|year=2003|publisher=Keith Walmsley Publishing Pty Ltd|location=Reading, England |isbn=0947540067|pages=457}}.</ref>
 
== অবসর ==
বেটসের খেলোয়াড়ী জীবন আকস্মিকভাবে শেষ হয়। ১৮৮৭-৮৮ মৌসুমে [[George Vernon|জি.এফ. ভার্ননের]] ক্রিকেট একাদশের বিপক্ষে অনুষ্ঠিত টেস্টবিহীন খেলায় অনুশীলনের একপর্যায়ে দলীয় সঙ্গীর মোকাবেলা বলে তাঁর চোখে আঘাত লাগে। এরফলে তাঁর দৃষ্টিশক্তি হ্রাস পায় ও আর কখনো প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেননি। এরপরও ১৮৯০-এর দশকের শুরুতে [[club cricket|ক্লাব ক্রিকেটে]] অংশ নিয়েছিলেন ও [[কোচ (ক্রীড়া)|কোচ]] হিসেবে অংশ নেন।
 
== দেহাবসান ==
অবসর নেয়ার পর তিনি গভীর হতাশায় ভুগতে থাকেন। অস্ট্রেলিয়া ভ্রমণ শেষে তিনি একবার [[আত্মহত্যা|আত্মহত্যার]] চেষ্টা চালিয়েছিলেন। ডিসেম্বর, ১৮৯৯ সালে ইয়র্কশায়ারের সতীর্থ খেলোয়াড় [[John Thewlis Senior|জন থিউলিসের]] শবযাত্রায় অংশগ্রহণ শেষে তাঁর সর্দি নামে। তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে ও অল্প কয়েকদিন পরই হাডার্সফিল্ডে ৪৪ বছর বয়সে দেহাবসান ঘটে।
 
তাঁর সন্তান [[William Bates (cricketer)|উইলিয়াম বেটস]] ইয়র্কশায়ার ও [[Glamorgan County Cricket Club|গ্ল্যামারগনের]] পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট দীর্ঘদিন অংশ নিয়েছিলেন।
৯০ ⟶ ৯১ নং লাইন:
 
== বহিঃসংযোগ ==
{{প্রবেশদ্বার|ক্রিকেট}}
* {{ক্রিকইনফো}}
* {{ক্রিকেটআর্কাইভ}}