মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mzz Tanmay (আলাপ)-এর সম্পাদিত 2702681 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে, হালনাগাদ
তথ্যসূত্র
৩৯ নং লাইন:
২০০২ সালের ২১ নভেম্বর অধ্যাপক ড. মোঃ ইউসুফ শরীফ আহমেদ খানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়ার মাধ্যমে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি - বিভাগ দুটি নিয়ে এর দাপ্তরিক কার্যক্রম শুরু হয়।
 
২০০৩ সালের ২৫ অক্টোবর এর শিক্ষায়তনিক কার্যক্রম শুরু হয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সর্বমোট ৮৩ জন শিক্ষার্থী এবং ৫ জন শিক্ষক নিয়ে।<ref>{{cite web |url=http://cse.mbstu.ac.bd |title=Department of CSE |website=cse.mbstu.ac.bd | publisher=|location= |language=|accessdate=অগাস্ট ২৮, ২০১৭}}</ref><ref>{{cite web |url=http://ict.mbstu.ac.bd |title=Welcome to Dept. of ICT |website=ict.mbstu.ac.bd | publisher=|location= |language=|accessdate=অগাস্ট ২৮, ২০১৭}}</ref> প্রায় ৮ মাসের শিক্ষায়তনিক সময় পর এনভায়রনমেন্টাল সায়েন্স এ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এবং ক্রিমিনোলজি এ্যান্ড পুলিশ সায়েন্স নামক দুটি নতুন বিভাগ খোলা হয় লাইফ সায়েন্স অনুষদের অধীনে। ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও লাইফ সায়েন্স অনুষদের অধীনে বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ফুড টেকনোলজি এ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ চালু করা হয়।<ref>{{cite web |url=http://mbstu.ac.bd/depts/te/index.html |title=Department of TE |website=Mawlana Bhashani Science and Technology University}}</ref><ref>{{cite web |url=http://mbstu.ac.bd/depts/bge/index.html |title=Department of BGE |website=Mawlana Bhashani Science and Technology University}}</ref><ref>{{cite web |url=http://mbstu.ac.bd/depts/ftns/index.html |title=Department of FTNS |website=Mawlana Bhashani Science and Technology University}}</ref>
 
২০১০-২০১১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ব্যচেলর অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন ও সাধারণ বিজ্ঞান অনুষদের অধীনে গণিত ও পরিসংখ্যান, রসায়ন] এবং পদার্থবিজ্ঞান বিভাগ খোলা হয়।<ref>{{cite web |url=http://mbstu.ac.bd/depts/che/index.html |title=Department of Chemistry |website=Mawlana Bhashani Science and Technology University}}</ref><ref>{{cite web |url=http://mbstu.ac.bd/depts/math/index.html |title=Department of Mathematics |website=Mawlana Bhashani Science and Technology University}}</ref><ref>{{cite web |url=http://mbstu.ac.bd/depts/phy/index.html |title=department of Physics |website=Mawlana Bhashani Science and Technology University}}</ref> ২০১২-১৩ শিক্ষাবর্ষ হতে সমাজ বিজ্ঞান অনুষদের অধীনে যাত্রা করেছে অর্থনীতি বিভাগ। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে লাইফ সায়েন্স অনুষদের অধীনে যুক্ত হয় ফার্মেসী ও বায়োকেমিস্ট্রি এ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ দুটি।